সংলাপS (এফসিসি)

একঃইন্টার হাউস ফুটবল কম্পিটিশন চলছে। ফজলুল হক বনাম শহীদুল্লাহ হাউস। ফজলুল হক হাউসের ক্যাপ্টেন কাম জেপি সাদেক ভাই। রেফারী স্বয়ং এডজুডেন্ট। খেলার মাঝখানে হঠাৎ সাদেক ভাইকে ডাক দিলেন এডজুডেন্ট। বললেন।
– সাদেক। tell your boys to speak english।
সাদেক ভাই সুবোধ ক্যাডেটের মত উল্টা ঘুরে সবার দিকে তাকিয়ে বললেন।
– বয়েজ। সবাই ইংরেজীতে কথা বল্‌।

দুইঃ

ক্লাস নাইনে হঠাৎ করে খবর আসল অপশনাল সাবজেক্ট যোগ হবে না। মিড-টার্ম পরীক্ষা ছিল। সবাই খাতায় ইচ্ছামত লিখলাম। বেশিরভাগই অশ্লীল জোকস। ইডি খেলাম দলবেঁধে। আমাদের মধ্যে একজন ছিল হুজুর। জামিল। ওতো আর অশ্লীল জিনিস লিখতে পারে না। ও লিখেছিল।
– আল্লাহ পৃথিবীতে আমাদের অনেক নিয়ামত দিয়েছেন। windows 98 তার মধ্যে একটি।

তিনঃ

জামিল সিক রিপোর্ট করবে পিটি টাইমে। এডজুডেন্ট জিজ্ঞেস করল।
– সিক রিপোর্ট করবা কেন?
জামিল বলল।
– স্যার চোখ লাল হয়ে গ্যাসে।
এডজুডেন্ট হুংকার দিয়ে বলল।
– পাছায় আংগুল দিয়ে চোখ ঘষলে তো চোখ লাল হবেই।

চারঃ

জামিল তখন ক্লাস সেভেনে। ডাইনিং হলে ওর টেবিলে পাশে ক্লাস নাইনের অমিত ভাই। জামিল কোন কিছু দরকার হলে অমিত ভাইকে বলে-
– প্লীজ ভাই। ডালটা পাস করুন কিংবা প্লীজ ভাই পানিটা পাস করুন।
একদিন অমিত ভাই খেপে গিয়ে বললেন।
– সবকিছুর সাথে টা লাগাও কেন? ডালটা না বলে ডাল বলবা, ওকে?
– জ্বী ভাই।
এরপর একদিন ব্রেকফাস্টে দিল পরটা। হঠাৎ জামিল অমিত ভাইকে বলল।
– প্লীজ ভাই ”পর” পাস করুন।

২,৬৪৫ বার দেখা হয়েছে

২৫ টি মন্তব্য : “সংলাপS (এফসিসি)”

  1. "বয়েজ। সবাই ইংরেজীতে কথা বল্‌।"
    "আল্লাহ পৃথিবীতে আমাদের অনেক নিয়ামত দিয়েছেন। windows 98 তার মধ্যে একটি।"
    "পাছায় আংগুল দিয়ে চোখ ঘষলে তো চোখ লাল হবেই।"
    "প্লীজ ভাই ”পর” পাস করুন।"

    শেষ লাইনগুলো মরে রাখলেই আশা করা যায় ভুলবো না আর। চরম লাগলো। সংলাপের পাশাপাশি উপন্যাসটাও চালায়া যা।

    জবাব দিন
  2. আমি নিশ্চিত হতে পারছিনা লাস্টের পরটা কাহিনী আসলেই সত্যি কিনা। আমার বিশ্বাস হচ্ছে না । মনে হচ্ছে এইটা ক্যাডেটদের উর্বর মস্তিষ্কের বানানো। তবে হাসতে হাসতে গড়াগড়ি।

    জবাব দিন
  3. সায়েদ (১৯৯২-১৯৯৮)
    - আল্লাহ পৃথিবীতে আমাদের অনেক নিয়ামত দিয়েছেন। windows 98 তার মধ্যে একটি।

    একবার এক জুনিয়র কলিগের সাথে মোবাইলে কথা বলছি:
    "ইঞ্জিনিয়ারিং যে পড়তেছ, রুমে কম্পিউটার আছে"?
    "হ্যাঁ স্যার, আছে"।
    "কি কম্পিউটার"?
    "স্যার, XP কম্পিউটার"।
    আমি হতভম্ব, "আরে না না ওটাতো অপারেটিং সিস্টেমের নাম বললা। তোমার কম্পিউটারের কনফিগারেশন কি"?
    "একটু দেখে বলি।....স্যার পাইছি, এটা SAMSUNG কম্পিউটার"।
    😛 😛 😛


    Life is Mad.

    জবাব দিন
  4. কামরুল হাসান (৯৪-০০)
    আল্লাহ পৃথিবীতে আমাদের অনেক নিয়ামত দিয়েছেন। windows 98 তার মধ্যে একটি।

    পুরান লেখা পইড়া হাসতে আসলাম। :khekz: :khekz: :khekz:


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন

মওন্তব্য করুন : কামরুল হাসান (৯৪-০০)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।