একটি ‘ভাইডি’র গল্প…

ঘটনাটা প্রত্যক্ষদর্শীর (এখানে ‘রুমমেট’) কাছ থেকে শোনা। আমাদের কয়েকজন অফিসার চীনে গেছেন কোর্স করতে। এর মধ্যে আছেন একজন শর্টকোর্সের অফিসার যিনি এখনও সব প্রচলিত সামরিক শব্দ রপ্ত করতে পারেন নি।

তো চীনে অবস্থিত আমাদের ডিফেন্স এটাশের বাসায় দাওয়াত। উনি সবার সাথেই বেশ আন্তরিক এবং খোলামেলা। আমাদের অফিসারদের তিনি যথেষ্ট যত্ন করলেন। ভাবী খাওয়ালেন স্নেহ করে।

বাসায় ফিরে এসে অফিসারটি তার রুমমেটকে বললেনঃ

– “দেখলা ভাই, এতবড় একজন অফিসার কি সুন্দর তার ব্যবহার!”
– “জি স্যার, আসলেই। উনি সবার সাথেই এমন।”
– “ভাল না হইলে কেউ কি আমাদের মত জুনিয়র অফিসারদের আপন ভাইয়ের মত সারাক্ষণ ভাইডি, ভাইডি করে?”

এবার রুমমেট অবাক হল। তবে বেশ কিছুক্ষণ পরে সে বুঝতে পারল ঘটনাটা কি।

ডিফেন্স এটাশে (যিনি ঝিনাইদহের সিনিয়র একজন এক্স-ক্যাডেট) এর একটা বাতিক ছিল। আর তা হল, কথায় কথায় আমাদের সবাইকে ‘বাডি’ (buddy) বলে সম্বোধন করা।

১,৫৪০ বার দেখা হয়েছে

১৫ টি মন্তব্য : “একটি ‘ভাইডি’র গল্প…”

  1. জুনায়েদ কবীর (৯৫-০১)

    ইউসুফ ভাই, বিভাগে 'ঝিনাইদহ' দিয়ে দিয়েন... 😀
    কলেজ ফিলিংস দেখাই নাই কিন্তু...এক্টা পোষ্টে কলেজ দেয়া নাই-কেমন দেখায়...তাই :just: বললাম আর কি... ;;;


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন

মওন্তব্য করুন : ফয়েজ (৮৭-৯৩)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।