ক্যাডেট কলেজ ব্লগকে আরও জনপ্রিয় করা প্রয়োজন

আমার দৃঢ় বিশ্বাস ক্যাডেট কলেজ ব্লগ একটা দারুণ ক্রিয়েটিভ, সহায়ক, তথ্যবহুল প্লাটফর্ম হতে পারে। অবাক হয়ে লক্ষ্য করলাম, এই ব্লগে সদস্য সংখ্যা মাত্র ৪০০ এর কিছু উপরে। অসাধারণ ডিজাইনের এই ব্লগটাকে প্রমোট করার জন্য আমরা কতটুকু করছি/করেছি? কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই ও অনুরোধ করি যেন এই ব্লগটাকে আরও জনপ্রিয় করার ব্যবস্থা করা হয়।

৪,১৩৯ বার দেখা হয়েছে

৭২ টি মন্তব্য : “ক্যাডেট কলেজ ব্লগকে আরও জনপ্রিয় করা প্রয়োজন”

  1. আহসান আকাশ (৯৬-০২)

    হমম, আরও ক্যাডেটপ্রিয় করা উচিত...আসুন আমরা আমাদের আশেপাশের সকল ক্যাডেটকে দাওয়াত দেই (আমি নিশ্চিত এখানে যারা আছে তারা প্রায় সবাই অনেক আগে থেকেই করছে)।

    ইউসুফ ভাই, স্বাগতম।


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  2. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    জনপ্রিয়তার কথা যদি বলো, তাহলে ইউসুফ- সিসিবি এখই বেশ আছে। জনসংখ্যা বাড়ালে জনপ্রিয় হয়না। এখানে লেগে থাকো কিছুদিন টের পাবে হাড়েহাড়ে। 😀 😀 😀


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  3. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

    ইউসুফ ভাই, প্রথমে ধারা বজায় রেখে সিসিবির জুনিয়র মেম্বারদের পক্ষ থেকে আপনাকে :salute:
    বস্, সিসিবিতে সুস্বাগতম, আপনারা সহ আমরা সবাই যদি এরকম ভাবে সিসিবির প্রতি ভালোবাসা অব্যাহত রাখি তাহলে নিশ্চয়ই সিসিবি দিনকে দিন আরো জনপ্রিয় হয়ে ঊঠবে।
    নিয়মিত আপনার লেখা দেখার প্রত্যাশায় আবারো আপনাকে বস্ :salute:


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন
  4. আন্দালিব (৯৬-০২)

    ইউসুফ ভাই, ব্লগে সুস্বাগতম!! সিসিবি-কে নিয়ে আমি এখন ক্যাডেট পেলেই কথা বলি। আমার মনে হয় সকল অনলাইন ইউজার ক্যাডেটদেরকে সিসিবি'র ব্যাপারে উৎসাহ দেয়া উচিত!
    :thumbup: :thumbup:

    জবাব দিন
  5. তাইফুর (৯২-৯৮)

    ইউসুফ ভাইয়ের আগতম
    শুভেচ্ছা, স্বাগমন ...
    আমার জানামতে বহুত পোলাপাইন (অবশ্যই ক্যাডেট) আছে যারা সদস্য না, কিন্তু নিয়মিত ব্লগ পড়ে ...
    আবার ক্যাডেট না হওয়া সত্বেও এই ব্লগে 'ক্যাডেট বন্ধু' হিসেবে লিখার স্বপ্ন দেখা লোকও আছে ...
    আপাতত আমরা অতিথী পাখিদের ঘর চেনানোর চেষ্টা করে দেখতে পারি।
    সিসিবি ... ক্যাডেটজনপ্রিয় ছিল, আছে, থাকবে ...
    পরিশেষে এডুদের মত ভাব নিয়ে বলি ... শুভ লেখালেখি ...


    পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
    মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥

    জবাব দিন
  6. ভাইয়া
    আমরা চেষ্টা করে যাচ্ছি। আপনার নিজেরো যদি স্পেসিফিক কোন সাজেশন থাকে , তাহলে আমাদেরকে শেয়ার করেন, খুব খুশি হবো। 😀

    ব্লগে স্বাগতম। 😀

    এই রকিব ইউসুফ ভাই আর আমার জন্যে আলগা পাতি দিয়া দুইটা চা লাগা। 😀

    জবাব দিন
  7. তানভীর (৯৪-০০)

    আমি যে কোন ক্যাডেটের সাথে কথা বললে অবশ্যই সিসিবির কথা বলি। আর তার পিসি পর্যন্ত যদি যাওয়া সম্ভব হয় তাহলে আমি নিজে গিয়ে ওখানে অভ্র ইনস্টল করে দেই, বাংলা লেখালেখির নিয়ম-কানুন শিখিয়ে দেই।

    ইউসুফ ভাই, আমাদের সবার ঘরে স্বাগতম। আর সিসিবির জুনিয়র সদস্যদের পক্ষ থেকে :salute:

    জবাব দিন
  8. সাকেব (মকক) (৯৩-৯৯)

    আমার মনে হয়, প্রিয় পোস্টগুলা আমরা নিজেদের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করতে পারি...


    "আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
    আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"

    জবাব দিন
  9. কামরুলতপু (৯৬-০২)

    ইউসুফ ভাইকে স্বাগতম। শুভ ব্লগিং।
    সিসিবিকে জনপ্রিয় করার সিস্টেম যেটা চলছে সেটা আসলে ভূত থেকে ভূতো পদ্ধতি। এক ক্যাডেট আরেক ক্যাডেট কে জানায়। এইভাবেই আমরা কচ্ছপের মত হলেও নিয়মিত এগিয়ে চলছি। আর এই নিয়মিত হওয়ার কারণেই মাত্র এক বছরে এটি এখন পূর্ণাঙ্গ একটি ব্লগসাইট।
    আপনাদের মত বড় ভাইয়ারা এসে নিয়মিত লিখলে আমাদের লেখায় পিঠ চাপড়ালে (আমার লেখায় একটু বেশি করে) আমরা সবাই অনেক উৎসাহ পাব।

    জবাব দিন

মওন্তব্য করুন : মাসরুফ (১৯৯৭-২০০৩)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।