বাজার

[এই সাইটের (http://onlinebdbo.co.cc/) একটা পেজে (https://sites.google.com/site/bdbolab/sample-questions) ব্যবহারের জন্য ছড়াটা লেখা। ভাবলাম, শেয়ার করি!]

সকাল বেলা টিংকু মিয়া থলি হাতে বাজারে
গিয়ে দেখে ভনভনিয়ে উড়ছে মাছি হাজারে
তারই মাঝে মাছ-মাংস চলছে বেচাকেনা
নোংরা হাতে রক্তমাখা নোটের লেনাদেনা
বিশ্রী পচা আঁশটে গন্ধে উল্টে আসে নাড়ী
মাংস নিয়ে কুকুর দুটো করছে কাড়াকাড়ি
আবর্জনার সাথে পশুর রক্ত নিরবধি
পড়ছে গিয়ে ড্রেনে সবই সেখান থেকে নদী
এসব দেখে আঁতকে উঠে টিংকু মিয়া ভাবে
আজকে নাহয় খালি হাতে বাড়ি ফিরে যাবে

৭৫৯ বার দেখা হয়েছে

১১ টি মন্তব্য : “বাজার”

  1. ওয়াহিদা নূর আফজা (৮৫-৯১)

    টিংকু মিয়া খালি হাতে বাসায় ফিরে যাবে
    তারপর বৌএর বকা খাবে
    ইত্যাদি ইত্যাদি

    পরের পর্বটা তাড়াতাড়ি দি্যে দাও ভাই। তোমরা এখানে আরেকটু বেশি বেশি চেহারা দেখাতে পারনা?


    “Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
    ― Mahatma Gandhi

    জবাব দিন

মওন্তব্য করুন : ওয়াহিদা নূর আফজা (৮৫-৯১)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।