হতাশাপুরাণ

(এই চতুষ্পদীটি আমার গত দুদিনের মানসিক চাপ হতে উদ্ভূত। চাপের কারণটা চতুষ্পদীর ভেতরেই নিহিত আছে। দেখি কে সবার আগে সেটা বের করতে পারেন!)

ভালোই তো কাটছিল দিনগুলো তোমা বিনে
ইত্যবসরে কেন তুমি এলে এ জীবনে?
রাখি শ্যাম নাকি কূল, শেষে কিনা ছিঁড়ি চুল
সব-হারা আমি আজ, ত্রিশঙ্কু ত্রিভূবনে।

১,৭৬৮ বার দেখা হয়েছে

৩৪ টি মন্তব্য : “হতাশাপুরাণ”

  1. রেজওয়ান (৯৯-০৫)

    ভালোই তো কাটছিল দিনগুলো তোমা বিনে
    ত্যবসরে কেন তুমি এলে এ জীবনে?
    রাখি শ্যাম নাকি কূল, শেষে কিনা ছিঁড়ি চুল
    ব-হারা আমি আজ, ত্রিশঙ্কু ত্রিভূবনে।

    জবাব দিন
  2. কামরুল হাসান (৯৪-০০)

    ম্যাকাফির লেটেস্ট ভার্সন বের হইছে। ওইটা ইন্সটল কইরা নেও। 😀


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন
  3. সৌমিত্র (৯৮-০৪)

    আমি বিগত দুই বছর ধরে কোনো এন্টি ভাইরাস ব্যবহার করি না। কিছু প্রোটোকল মেনে চলি। B-) এপর্যন্ত কোনো ভাইরাস ধরে নাই, তবে শেষরক্ষা হলো না, বুঝতেই পারছেন। :bash: অবশ্য ভাইরাসটা কোনোমতে দূর করেছি, কোনো এন্টি ভাইরাসের সাহায্য ছাড়া এবং কোনো গুরুত্বপূর্ণ ডাটা না হারিয়ে। 😉 যাহোক, এখন প্রোটোকলে কিছু পরিবর্তন আনতে হবে। বসেছি মোঘলের সাথে, খানা খেতে হবে সাথে 😐

    জবাব দিন

মওন্তব্য করুন : রেজওয়ান (৯৯-০৫)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।