বিষাদযোগ

(কবিতাটা লেখার পর মনে হলো এটা লেখার সময় কাজী নজরুল ইসলামের ‘সৃষ্টি সুখের উল্লাসে’ বুঝি আমার উপর ভর করেছিল…)

আজকে তোমার মনের মাঝে
বাদ্য বাজে
দুঃখ ভরা?
সুখ পাখিটা আজকে কেমন পাগল পারা
মনের মাঝে
আনমনা আজ মনটা তোমার সকল কাজে
কান্না-হাসির দোদুল-দোলায় চঞ্চলা
আজকে তুমি তাইতো কেমন মনভোলা
খুঁজছো তুমি সুখটাকে
মলিন করে মুখটাকে
আজকে তোমার হাতদুটো ঐ
কেমন করে মুখ ঢাকে!
সুখ পাখিটা আজকে কেমন পাগল পারা
মনের মাঝে
খুঁজছো তুমি সুখটাকে
আপন মনে পাড়ছো গালি মুখপোড়া ঐ দুখটাকে
হায়! খুঁজছো তুমি সুখটাকে
সুখ তুমি আজ না পাও যদি
সামনে কেবল দুঃখ-নদী
তোলো তোমার মুখটাকে
তাকাও আমার চোখের মাঝে
বাদ্য বাজে
শুনতে কি পাও আনমনে?
প্রিয়া, তোমার চোখদুটো যে
আমার চোখে গান শোনে
আনমনে।
হারাও তুমি সুখের মাঝে
আজকে তোমার মনের মাঝে
দুঃখটা আর পায় কি নাগাল
প্রাণপণে?

২,৫৯০ বার দেখা হয়েছে

২৮ টি মন্তব্য : “বিষাদযোগ”

  1. তাইফুর (৯২-৯৮)

    কবিতা অসাধারণ,
    তার চেয়েও অসাধারণ হইছে প্রথম বন্ধনীতে আবদ্ধ অনুভবের কথা

    কবিতাটা লেখার পর মনে হলো এটা লেখার সময় কাজী নজরুল ইসলামের ‘সৃষ্টি সুখের উল্লাসে’ বুঝি আমার উপর ভর করেছিল…


    পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
    মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥

    জবাব দিন
    • সৌমিত্র (৯৮-০৪)

      আমি আসলে বোঝাতে চেয়েছি যে, এই কবিতার ছন্দ এবং মাত্রাবিন্যাস 'সৃষ্টি সুখের উল্লাসে' দ্বারা প্রভাবিত। ব্যাপারটি ঘটেছে আমার অজান্তেই, প্রথম খেয়াল করেছি লেখা শেষ হলে পরে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। আমি সবসময় সচেতনভাবে চেষ্টা করি যাতে অন্য কবির প্রভাব আমার মৌলিক কবিতাগুলোতে না থাকে। সবসময় সে চেষ্টা সফল হয় না। এটা তেমনই একটা লেখা। প্রথম বন্ধনীতে আবদ্ধ কথাগুলো এজন্যেই দিয়েছি।

      জবাব দিন
  2. আদনান (১৯৯৪-২০০০)

    ছন্দময় সুন্দর কবিতা । সৌমিত্র আর সিসিবি এর কবিকূলকে :boss:
    তাঁদের সুন্দর সুন্দর কবিতা, আমার মত কবিতা বিমুখের মনেও কবিতা পড়ার আগ্রহ জাগাচ্ছে ।

    জবাব দিন

মওন্তব্য করুন : ওবায়দুল্লাহ (১৯৮৮-১৯৯৪)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।