সদ্য কবির পদ্য

(অনুবাদ – সনেট ০৩ এ জিহাদের মন্তব্যে অনুপ্রাণিত হয়ে রচিত প্রতিবাদ…)

‘পদ্য লেখা অতি সোজা’, সদ্য কবি বলে,
‘মগজ থাকুক, না-ই বা থাকুক ঘটে;
কাগজ এবং কলম হলেই চলে!’
শুনে এমন কথা, বললো সবে, ‘বটে!
ওহে লেখো দেখি, তাই যদি হয়, তবে
পদ্য এমন মহান, যাতে একসাথে
রইবেন রবি, শেক্সপিয়ারও রবে-
উঠবে ফুটে সমস্ত এক নকশাতে।’

কবি বলে, ‘দ্যাখো, অতো বোকা আমি নই।
হোক না যতই ভালো, জানি মানবে না;
অতীত-পূজার প্রথা কভূ ভাঙবে না!’
‘বলোনা কাউকে যেন কানে কানে কই-
কাজে সব লবডঙ্কা, কথায় প্রথম
কবির চাইতে কাকের সংখ্যা কম!’

১,২৪৩ বার দেখা হয়েছে

২৪ টি মন্তব্য : “সদ্য কবির পদ্য”

মওন্তব্য করুন : তুহিন (৯৯-০৫)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।