পরাজয়

(আজ একটা মৌলিক কবিতা হয়ে যাক…)

পৃথিবীর প্রতিটি পুরুষ
কবিতা লিখেছে কোনো নারীকে নিয়ে;

হয়তো রাফখাতার শেষ পাতায়,
মনের কোনো অযতন কোণে,
মুহূর্তের ভাবালুতায়…

প্রকাশিত কিংবা অপ্রকাশিত।

ভেবেছিলাম হবো ব্যতিক্রম, উদ্ধত
তর্জনীতে বিস্মিত
পৃথিবীর তাবৎ পুরুষজাতিকে শেখাবো,
‘নারীত্বে কবিত্ব সমর্পণ না করেও দ্যাখো
হওয়া যায় পরিপূর্ণ পুরুষ’

কিন্তু
বসন্তের সমীরণ তার মৃদুমন্দ ছন্দে
নিভিয়ে দিল সংকল্পের অগ্নিশিখা,
আমার কবিত্ব তোমার নারীত্বে করলো আত্মসমর্পণ;
এ আশায় –
পরাজিতে দেবে তুমি নিবিড় আশ্রয়।

২,১৪০ বার দেখা হয়েছে

২৮ টি মন্তব্য : “পরাজয়”

    • জাফর (৯৫-০১)

      অসাধারণ লাগল...। সবার জীবনের ঘটনা একসাথে বলে ফেলেছ। :thumbup: :hatsoff:

      পৃথিবীর প্রতিটি পুরুষ
      কবিতা লিখেছে কোনো নারীকে নিয়ে;

      হয়তো রাফখাতার শেষ পাতায়,
      মনের কোনো অযতন কোণে,
      মুহূর্তের ভাবালুতায়…

      প্রকাশিত কিংবা অপ্রকাশিত।

      :hatsoff:

      জবাব দিন
  1. বসন্তের সমীরণ তার মৃদুমন্দ ছন্দে
    নিভিয়ে দিল সংকল্পের অগ্নিশিখা,
    আমার কবিত্ব তোমার নারীত্বে করলো আত্মসমর্পণ;
    এ আশায় -
    পরাজিতে দেবে তুমি নিবিড় আশ্রয়।

    ভেবেছিলাম নিজেকে স্রোতের বিপরীতে একজন, প্রেম নিয়ে মাতামাতি শুধুই আদিখ্যেতা।
    কঠিন। :hatsoff:

    জবাব দিন
  2. ফয়েজ (৮৭-৯৩)

    আমাগো কামাল (এখন হইলো গিয়া ডাঃ কামাল) একখান কবিতা লিখছিল সেই ১৯৫৩ সালে, কইছিল

    "নারী আজকাল সহজলভ্য বড়,
    তাই, আমার ভালোবাসা,
    নারীকে নয়, বিপ্লবকে দিয়েছি।"


    পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না

    জবাব দিন
  3. রকিব (০১-০৭)

    অনুবাদ পড়ে থ হয়ে গিয়েছিলাম। এবারে মৌলিকত্বেরও প্রমাণ রেখে গেলেন। আপনে আসলেই মহীরূহ। :salute: :salute:
    বিশাল সবুজ বৃক্ষ রক করে।


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন

মওন্তব্য করুন : দিহান (অতিথি)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।