আসুন আমাদের স্মৃতি ধরে রাখি

ক্যাডেট কলেজ… এক এক টা দিন, এক একটা স্বপ্ন। আমাদের সবার আছে নানা রকমের স্বৃতি । স্মৃতি শুধু বেদনার … এই কথা ভুল প্রমানিত করে আমাদের আছে অনেক মজার মজার স্মৃতি । আস্তে আস্তে এসবের অনেক গুলো হারিয়ে যাচ্ছে। কারন আমরা অনেক কিছু ভুলে যাই । অনেক দরকারি ঘটনাও। তাই আসুন সবাই মিলে একটা ই-বুক লিখে ফেলি…। যেটাকে আমরা সবত্র ছড়িয়ে দিতে পারব। অনেকে জানতে পারবে অনেক না জানা ঘটনা । আবার অনেক ঘটনার খুটি নাটিও উঠে আসবে। নন-ক্যাডেট রাও কিছু জানবে । তাহলে তারা আর ক্যাডেট কলেজ সম্পর্কে না জেনে কিছু লিখবে না । আসুন তাহলে শুরু করি …………

১,৬০৪ বার দেখা হয়েছে

১২ টি মন্তব্য : “আসুন আমাদের স্মৃতি ধরে রাখি”

  1. রায়হান আবীর (৯৯-০৫)

    ই-বুক বের করাটা দারুন একটা প্রস্তাব। তবে এর জন্য আমাদের অপেক্ষা করতে হবে। এই ব্লগটা আরেকটু ফুলে ফেপে উঠুক। তারপর সবাই মিলে লেখা বাছাই করে বের করে ফেলা যাবে।

    জবাব দিন
  2. জিহাদ (৯৯-০৫)

    ভাল একটা আইডিয়া। স্মৃতিগুলো ধরে রাখার জন্যই কিন্তু এই ব্লগটা আমরা প্রথমে শুরু করে ছিলাম কয়েকজন মিলে। তবে এই ব্যাপারে রায়হানের সাথে আমিও একমত। আরো কিছুদিন যাক। ব্লগটা তো এখনো হাঁটি হাঁটি পা পা করছে। সামনে ইনশাল্লাহ সবার প্রচেষ্টায় হয়ে যাবে।


    সাতেও নাই, পাঁচেও নাই

    জবাব দিন

মওন্তব্য করুন : মেহেদী (১৯৯৫-২০০১)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।