আমার লেখা……?

ক্যাডেট কলেজ ব্লগ।। বেশ কিছুদিন আগেই এই ব্লগের সদস্য হয়েছি। খুব ভালো লাগছে সবার লেখা পড়ে। কিন্তু নিজে কিছু লেখার সাহস পাচ্ছি না। যত গুলো লেখা পড়লাম আমার কাছে মনে হলো সবগুলোই আসাধারণ। সবাই অনেক ভালো লেখে। অনেক সুন্দর সুন্দর গল্পো, কবিতা, রম্য রচনা, ভ্রমন কাহিনি, ক্যাডেট জীবনের ঘটনা ইত্যাদি অনেক ধরনের লেখা পড়লেই মনে হয় সবাই বুঝি প্রফেশনাল লেখক।

সত্যি কথা বলতে কি, একারণেই আমি এখানে লিখতে সাহস পাই না। আমি কোন ধরনের লেখায় কখনো লিখিনি। সবচেয়ে বড়কথা হলো, লেখালেখি আমাকে দিয়ে হবে না। সুতরাং আমার মতো আনাড়ি (লেখালেখির ক্ষেত্রে) যদি লেখা পোস্ট করি তাহলে সেটা অন্যায়ই হবে।

অনেকক্ষণ ধরে চিন্তা করছিলাম কি লিখব। বেশ কিছুদিন ধরে মাঝে মাঝেই ক্যাডেট কলেজ ব্লগ পড়ি। কিন্তু নিজের ব্লগে কিছু থাকবে না এটা কি করে হয়? তাই অনেক চিন্তা ভাবনার পর মনে হলো আমি যে লিখতে পারি না সেটাই লিখে রাখি। যদিও ব্যাপারটা খুব হাস্যকর মনে হচ্ছে। যাই হোক লিখতে পারি না লিখতে লিখতেই অনেক বক বক করে ফেলেছি। আর না।

২,৪১৭ বার দেখা হয়েছে

৪৪ টি মন্তব্য : “আমার লেখা……?”

  1. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)
    কিন্তু নিজের ব্লগে কিছু থাকবে না এটা কি করে হয়?

    :thumbup: :thumbup:
    সিসিবিতে স্বাগতম হাসান
    কুনু ব্যাপার্স্না ব্রাদার, আমরা আমরাই তো :thumbup:


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন
  2. মেহেদী হাসান (১৯৯৬-২০০২)

    ফয়েজ ভাই, রবিন ভাই, কাইয়ূম ভাই ও ত্রিমিতা আপুঃ আমাকে উৎসাহ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। ইনশাল্লাহ নিয়মিত হওয়ার চেষ্টা করবো।

    আহসান, তৌফিকঃ কেমন আছিস......? দেখি চেষ্টা করে লিখতে পারি কিনা।

    রকিব তোমার চা খেয়ে রেজোয়ানের কথা মতো টাইট হয়ে বসেছি। দেখা যাক হয় কিনা। চলে আসলাম মাসরুফ।

    জবাব দিন
  3. হাসান (১৯৯৬-২০০২)

    আমি তো ব্লগে ঢুকে ধাক্কা খাইছি, আমি তো এমন কোনো ব্লগ লেখি নাই 😕 পরে দেখলাম কাহিনী আরেক। ব্লগে স্বাগতম দোস্ত। তবে আমাদের দুইজনেরই স্ক্রীন নেম এক, এটা একটু কনফিউজিং।

    জবাব দিন
  4. মেহেদী হাসান (১৯৯৬-২০০২)

    হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা ...........
    কলেজে ঢোকার সময় হাসান নামটা যখন পেয়েছিলাম তখন মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল। কিন্তু পরবর্তিতে মনে হয়েছে নামটা চমৎকার। একটু কনফিউজিং হলেও এভাবেই থাক না কিছুদিন। দেখি আর কে কে ধাক্কা খায়।
    আহসান তুইকি বলিস এ ব্যাপারে.........?

    জবাব দিন
    • আহসান আকাশ (৯৬-০২)

      তাও ভাল তুই প্রোফাইল পিকচার দিছিস, নাইলে তো পুরা ব্যারাছ্যারা লাইগা যাইত...

      তবে তুই মেহেদি হাসান ব্যবহার করতে পারিস may be...


      আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
      আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

      জবাব দিন
  5. ইউসুফ (১৯৮৩-৮৯)

    হাসান, স্বাগতম, লিখতে থাক। তোমার লেখা সুন্দর।

    তবে চা টা একটু পরে খেলে ভাল হত।

    এখন কি জানি করতে হবে......কি ব্যাপার প্রিফেক্টগুলা কই গেল, কিছু করে না কেন? 😡 😡

    জবাব দিন
  6. সামীউর (৯৭-০৩)

    হাসান, কামরুল, তানভীর আব্দুল্লাহ এই নামগুলার মনে হয় ক্যাডেট কলেজে কোন অভাব নাই!
    @ হাসান ভাই (এফসিসি) প্রথমে আমিও ডজ খাইসিলাম! যে আপ্নেরে তো এই চেহারায় কোনদিন দেখি নাই, পরে প্রোফাইলে দেইখা ভুল ভাংসে।

    জবাব দিন
  7. মেহেদী হাসান (১৯৯৬-২০০২)

    ইউসুফ ভাই, ধন্যবাদ.........কি করতে হবে বলেন,করে ফেলি.........দরকার হলে পরে আর একবার চা খাওয়া যাবে...।।

    ওকে, যেহেতু আমি ব্লগে পরে এসেছি তাই নামটা আমিই পরিবর্তন করলাম............।।

    জবাব দিন

মওন্তব্য করুন : হাসান (১৯৯৬-২০০২)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।