সবাইকে নিমন্ত্রন … (খানাপিনার ব্যাপার)

অনেক অনেক দিন পর ব্লগ লিখছি। যদিও এটা পুরাই ফাঁকিবাজি টাইপ। তাই প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। সিসিবি এক সময় খুবই প্রাণবন্ত ছিল। এখন যে নেই, তা বলবো না। মাঝে মাঝে এখনও জমে ওঠে সিসিবির আড্ডা। মনে পড়ে, কত্ত ছোট ছোট বিষয় নিয়ে আমরা আনন্দে আত্মহারা হয়ে যেতাম। এককথায় হাসতে হাসতে গড়াগড়ি দিতে দিতে পিরা মিরা যেতাম। দিহান ভাবীর সাথে প্রতিদিনই দিনের সর্বোচ্চ মন্তব্যকারী হওয়ার লড়াই নেমে আমরা বিপুল ব্যবধানে হেরে যেতাম। সেই দিহান ভাবী যে কোথায় হারিয়ে গেল… ~x( । এভাবে এক এক করে এককালের আড্ডা জমিয়ে রাখা তারকারা হারিয়ে গেছে। কেউ কেউ আবার মাঝে মাঝে ঊঁকি ঝুকি মেরে যায়। যাই হোক আমি সবার নাম বলবো না, তাহলে বিশাল লিষ্ট হয়ে যাবে। ইনশাল্লাহ অতি শীঘ্রই সিসিবি আবার তার নিজের ফর্মে ফিরে আসবে।

এতক্ষন বকবক করতে করতে আসল কথায় ভুলে যেতে বসেছি। সিসিবির প্রিয় সকল সিনিয়র, ক্লাসমেট আর জুনিয়ররা, আপনারা সবাই জানেন গত বছর মে মাসে আমি বিবাহ করেছিলাম। আমি যাকে বিবাহ করেছিলাম তাকে ইতিমধ্যে সিসিবির অনেকেই চিনেন। নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কারণ নেই; সিসিবির জুনিয়রদের কাছে তিনি প্রিয় ভাবীপ্পু নামে বেশ খ্যাত। আর সিনিয়রা তাকে কি হিসাবে চিনেন তা বলে দেওয়ার প্রয়োজন পড়ছে না। একসময় আমি যখন নিয়মিত সিসিবি নিয়ে মেতে থাকতাম, তখন সে খুবই বিরক্ত হত। কিন্তু সে এই কমিউনিটির সান্নিধ্যে আসার পর কাহিনী পাল্টি দিয়েছে। আমার মাঝে মাঝে মনে হয়েছে সেই ক্যাডেট, আমি না… হা হা হা হা হা :bash: :bash:

আমার পোষ্টের মুল কথা হচ্ছে, ব্যস্ততা আর চাকুরীর বিভিন্ন জটিলতার কারনে বিয়ের অনুষ্ঠান করতে পারিনি এখনো। আপনাদের দোয়ায় আগামী ২৬ মার্চ, বাংলাদেশের স্বাধীনতা দিবসে আমার বিয়ের অনুষ্ঠান (বৌভাত) আয়োজন করতে যাচ্ছি ঝিনাইদহে। আমাদের দুজনের বাসা ঝিনাইদহ আর যশোর হওয়াতে ঝিনাইদহে অনুষ্ঠান করতে হচ্ছে বলে আমি আন্তরিক ভাবে দুঃখিত। যাই হোক, সিসিবি পরিবারের সবাইকে আমি আমন্ত্রন জানাচ্ছি আমার বিয়ের অনুষ্ঠানে দলে দলে, স্বপরিবারে যোগ দেওয়ার জন্য। আমি জানি, অনুষ্ঠান ঝিনাইদহে হওয়ার কারনে অনেকেই ইচ্ছা থাকা স্বত্বেও আসতে পারবেন না, তারপরো আমি অনুরোধ করবো সবাই মিলে চলে আসেন ঝিনাইদহে। ঢাকার বাইরে একটা গেটটুগেদার হয়ে যাবে। অনেক মজা করা যাবে ইনশাল্লাহ। যেহেতু ছুটির দিন তাই আমি অনেকের উপস্থিতি আশা করতেই পারি, তাই না? ঢাকা থেকে মাত্র সাড়ে ৪ ঘন্টার জার্নি, তাই দিনে দিনে ব্যাক করতে পারবেন।

যারা আমার কলেজের অর্থাৎ জেসিসির তাদের জন্য এটা অনেকটা রি-ইউনিয়নের মত হবে আশা করি। আর বাকিদের জন্য ঝিনাইদহ ঘুরে দেখার একটা সুবর্ণ সুযোগ। তাই আমি এবং আমার বৌ তানজিনা’র পক্ষ থেকে জানাচ্ছি, “প্লিজ প্লিজ প্লিজ, আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমাদের বিশেষ এই দিনটি স্বরনীয় করে রাখার সুযোগ করে দিন।”

অনুষ্ঠানের ভেন্যুঃ পৌর কমিউনিটি সেন্টার, ঝিনাইদহ।
সময়ঃ ১৩০০ ঘটিকা।
২৬ মার্চ ২০১১, শনিবার।

অফটপিকঃ সিসিবির আমার সকল জুনিয়রদের জন্য, “সবাই বাই অর্ডার হাজির হয়ে যাবি, না আসতে পারলে কেয়ামত পর্যন্ত :frontroll: করতে থাকবি।”

১,৯৪৮ বার দেখা হয়েছে

৩৩ টি মন্তব্য : “সবাইকে নিমন্ত্রন … (খানাপিনার ব্যাপার)”

  1. রকিব (০১-০৭)

    আবারো অভিনন্দন !!!
    অনুষ্ঠানটা ঝিনাইদহে না করে টরন্টোতে করলে ভালো হতো। এই উছিলায় সবাই একটু ঘুরে টুরে যেতে পারতো, যাউজ্ঞা। আমরা না হয় লাভ-ভী ভাইয়ের অনুষ্ঠানটা এইখানেই করব 😛
    আমার প্লেনের টিকেটটা একটু পাঠায়ে দিয়েন, আমি ব্যাগ গুছাইতে গেলাম।
    অনটপিকঃ সুখি হোন দু'জনে, নতুন এই জীবনে। 😀


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন
  2. কানিজ ফাতিমা সুমাইয়া (অতিথি)

    হাসান ভাই আ্পনার দাওয়াত টা মন থেকেই গ্রহন করলাম 🙂 , আরও বেশি ভালো লাগতো যেতে পারলে আফটারঅল আপনি আমার দেশের মানুষ..।.আমিও বড় হয়েছি যশোর শহরে ,আর ঝিনাইদহের সব ক্যডেট বাইডীফল্ট আমার বড় ভাই কিংবা ছোট ভাই। আমার দুইটা ভাই ওখান থেকে বের হয়েছে...।

    আপনার আর ভাবীর জন্য থা্কলো অনেক অনেক শুভ কা্মনা...। :thumbup:

    জবাব দিন
  3. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    দাওয়াত দেওয়ার নামে পুরাই ফাঁকিবাজি 😡 .... জানো যাইতে পারমু না, বুইঝ্যা-শুইন্যা তুমি এমুন করতে পারলা?? :chup: :chup: :chup: ঠিক আছে ঢাকায় তোমারে বউসহ একবার পাইয়া লই......... :grr:


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  4. নাজমুল (০২-০৮)

    আবারো অভিনন্দন !!!
    অনুষ্ঠানটা ঝিনাইদহে না করে লন্ডণে করলে ভালো হতো। এই উছিলায় সবাই একটু ঘুরে টুরে যেতে পারতো, যাউজ্ঞা। আমরা না হয় লাভ-ভী ভাইয়ের অনুষ্ঠানটা এইখানেই করব আমার প্লেনের টিকেটটা একটু পাঠায়ে দিয়েন, আমি ব্যাগ গুছাইতে গেলাম।
    অনটপিকঃ সুখি হোন দু’জনে, নতুন এই জীবনে। 😀

    জবাব দিন
  5. ওয়াহিদা নূর আফজা (৮৫-৯১)

    মিস করলাম। দেশে থাকলে ঠিকই যেতাম। একেতো বিয়ে তার উপর যশোরে। আমি কোনদিন যশোরে যাইনি।

    তোমাদের যুগলজীবনের জন্য শুভ কামনা রইলো।


    “Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
    ― Mahatma Gandhi

    জবাব দিন
  6. মুহিব (৯৬-০২)

    দোস্ত দুঃখিত। আমি আইতে পারি নাই। আমি ঐ সময় ঢাকায় নিজের আসন্ন বিবাহ অনুষ্ঠানের আয়োজনে ব্যস্ত ছিলাম। আমি যাইতে পারি নাই তো কি হইছে। তুই আসিস। আমারটা ঢাকায় হবে। আমিও এইরকম একটা ব্লগ লিখুম। কপি পেষ্ট মারতে পারলে ভালই হইত। :)) 😛

    জবাব দিন

মওন্তব্য করুন : হাসান (১৯৯৬-২০০২)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।