ফ্যান্টাসি লীগঃ সিসিবি ম্যানেজারদের আমলনামা – ০৭

অনেক অনেক দিন আগের কথা, আমাদের এহসান ভায়ের অনুপ্রেরনায় সিসিবির বাঘা বাঘা সব টিম ম্যানেজাররা ঝাপিয়ে পড়েছিল ফ্যান্টাসি ফুটবলের সিসিবি লীগে নিজের শ্রেষ্ঠত্ব প্রমানের জন্য। অনেক আয়োজন করে আমরা শুরু করেছিলাম এই লীগ। প্রথম সপ্তাহেই আমাদের নতুন জামাই রায়হান আবির শীর্ষস্থান দখল করে সবাইকে সাবধান করে দিয়ে সেই যে চলে গেল আর ফিরে এলো না। প্রথম কিছুদিন এই লীগ নিয়ে আমাদের উৎসাহেরও কমতি ছিল না, প্রতি সপ্তাহে আমলনামা দেখার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করতাম। অনেকদিন আমলনামা প্রকাশ না হলেও যুদ্ধ কিন্তু থেমে থাকেনি। প্রতি সপ্তাহেই ম্যানেজাররা তাদের দল ঠিক-ঠাক করে নিয়ে দাপট দেখিয়ে যাচ্ছেন। একটা নিরব প্রতিযোগিতা চলছে সবার মাঝে। সেই নীরব প্রতিযোগিতাকে সরব করতে গত ২৩ সেপ্টেম্বর ২০০৯ তারিখে আমলনামা-০৬ প্রকাশের ছয় মাস পর আমলনামা-০৭ প্রকাশ করতে যাচ্ছি। প্রিমিয়ার লীগ এখন শেষের দিকে। তাই উত্তেজনাও চরমে। লীগের শীর্ষদলগুলোর মধ্যে চলছে হাড্ডা হাড্ডি লড়াই। এই সপ্তাহে ব্ল্যাকবার্নের সাথে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জিততে না পারায় পুনঃরায় ১ম অবস্থানে উঠে আসার সুযোগটা নষ্ট করলো চেলসি। ম্যান ইউ, চেলসি ও আর্সেনাল প্রতিটি দল ৩১ খেলায় যথাক্রমে ৬৯,৬৮ ও ৬৭ পয়েন্ট নিয়ে ১ম, ২য় ও ৩য় অবস্থানে রয়েছে। শেষ পর্যন্ত কি হবে তা নিয়ে বিভিন্ন পোষ্টে অনেকেই মন্তব্য করেছে। মন্তব্যগুলো এখানে হলে মন্দ হয় না।

আটটা টিমের দুটা করে খেলা থাকায় এই সপ্তাহে পয়েন্টের রমরমা অবস্থা। সিসিবির ১১ জন ম্যানেজার ১০০ এর উপরে পয়েন্ট নিয়েছেন। ফ্যাব্রিগাস ইঞ্জুরিতে থাকায় অনেকে দলে না নিলেও যাদের দলে ছিল হঠাৎ করে ইঞ্জুরি থেকে ফিরে তাদেরকে হতাশ করেনি। চেলসি ৫-০ ব্যাবধানে পোর্টসমাউথকে হারানোতে দ্রগবা আর ল্যাম্পার্ড এই সপ্তাহের ২ খেলায় ২০ ও ১৮ পয়েন্ট নিয়ে ম্যানেজারদেরকে টেনে তুলেছে বিশেষ করে তাদেরকে যারা ক্যাপ্টেন রেখেছিল। রুনির একটা খেলা থাকা সত্ত্বেও যারা তাকে ক্যাপ্টেন রেখেছে তারা মোটামুটি ধরা বলা যায়। এছাড়াও সান্ডারল্যান্ডের বেন্ট, এভারটনের ডিস্টিন ও আর্তেতা, পোর্টসমাউথের ও’হারা, এ্যাস্টনভিলার অ্যাশলে ইয়াং ও কারেও, চেলসির মালুদা আর ব্ল্যাকবার্নের দুন হতাশ করেনি তাদের ম্যানেজারদের। এছাড়াও অনেক প্লেয়ার এই সপ্তাহে ১০ এর উপরে পয়েন্ট দিয়েছে যাদের অনেককেই সিসিবি ম্যানেজাররা নিজেদের দলে রাখেননি।

এবার সিসিবি ম্যানেজারদের দৌড়ের খবর নিয়ে আসা যাক। দীর্ঘদিন ধরে শীর্ষস্থান ধরে রাখার পর এবার আমাদের গোলাপজান ভাবীর কাছে নত স্বীকার করলেন তানভীর ভাই। গোলাপজান ভাবী ও তানভীর ভাই ১৮৯৩ ও ১৮৭৫ পয়েন্ট নিয়ে যথাক্রমে ১ম ও ২য় স্থানে রয়েছেন। অনেকটা পেছনে ১৮২৩ পয়েন্ট নিয়ে ৩য় অবস্থান ধরে রেখেছেন এহসান ভাই। এ সপ্তাহে সিসিবি লীগের সর্বোচ্চ ১১৪ পয়েন্ট পেয়ে সর্বমোট ১৮১৮ পয়েন্ট নিয়ে কামরুল ভাই রয়েছেন তালিকার ৪র্থ অবস্থানে। গত কয়েক সপ্তাহ ধরে বেশ কয়েকটা অবস্থানে ঘোরাঘুরি করে শেষ পর্যন্ত ৫ম স্থানে (১৭৮৭) স্ট্যাবল রয়েছে কলকাতার আহসান আকাশ । কামরুল তপু এবং আমাদের রিভিন ভি অনেকদিন ধরেই নিজেদের মধ্যে হাড্ডা-হাড্ডি লড়াই করে এ সপ্তাহ শেষে যথাক্রমে ৬ষ্ঠ (১৭৮২) ও ৭ম (১৭৮১) অবস্থানে রয়েছেন। আমাদের সাথে প্রথম সপ্তাহ থেকে না থেকেই গত বেশকিছু সপ্তাহে ধারাবাহিক ভাবে ভাল করে বর্তমানে ৮ম স্থানে (১৭৫৪) উঠে এসেছেন রুম্মান ভাই। এই সপ্তাহে একটু মন্দা যাওয়াতে আমাদের হাসান ৯ম স্থানে (১৭৪৭) নেমে এসেছে। বেশ কিছুদিন ধরে খরা যাওয়ার পর এ সপ্তাহে দ্রগবার, ল্যাম্পার্ড আর বেন্টের কল্যানে হাসানের ঠিক পেছনেই ১৭৪৬ পয়েন্ট নিয়ে ১০ম অবস্থানে উঠে এসেছি আমি। প্রথম দশের মধ্য ৯৬ ব্যাচের ৪ জন, ৯৬ ব্যাচ আপ আপ :thumbup: (কিছুটা সাম্প্রদায়িক)।

এছাড়াও মইনুল ভাই ১১তম, ফয়েজ ভাই ১৪তম, কাইয়ুম ভাই ১৫তম, তাইফুর মামা যথারীতি ২১তম, আমাদের নব্যবিবাহিত আমিন ২২তম, লীগ নিয়ে অনেক অনেক উৎসাহী আমার পাশের রুমের জাহিদ (৯৭ ব্যাচ) ২৩ তম (৪র্থ সপ্তাহ থেকে জয়েন করেছে) এবং প্রথম সপ্তাহের শীর্ষ ম্যানেজার রায়হান আবীর ৩১তম স্থানে অবস্থান করছেন। অনেকে অনেক পরে যোগদান করায় তালিকার নিচে অবস্থান করছেন, তাদের জন্য মাস ভিত্তিক শীর্ষস্থানে উঠার প্রতিযোগিতা তো থাকছেই। এবার দেখে আসা যাক আমরা কে কোথায় আছিঃ

# Team Manager GW TOT
1 Super Mancs Golap Jaan 92 1893
2 Crazy Wind Tanvir Hasan 83 1875
3 Torres n Tevez Ehsan Haque 74 1823
4 955 KamRul HaSan 114 1818
5 The sky bluz/Abahoni Ahasan akash 111 1787
Up6 ulumbush Mohammad Kamrul Islam 109 1782
Up7 robin’s team ashraful amin 108 1781
Up8 Rumman’s11 Rumman Wahid 105 1754
Down9 HI AND GOODBYE Quamrul Hassan 78 1747
Up10 The Royal Return Mehedi Hasan Rasel 104 1746
Up11 nandonik Mainul Islam 96 1743
Down12 kingkongs fahim shafayat rahman 54 1733
13 hasnat11 hasnat sumon 91 1731
Down14 foyez11 Foyezur Rahman 63 1720
Up15 TyranT Hasan Quyyum 113 1701
Up16 nine42 masud islam 106 1694
Up17 Brikhomela FC Mohammad Islam 107 1693
Up18 Champions Sami Haq 103 1687
Down19 untied49 K M Mostafa Mahbub 67 1679
Down20 russel’s Md. Nuruzzaman Russel 89 1674
21 OstaderMairLastNight Taifur Pavel 81 1595
22 DeadlyDevils amin shimul 97 1569
23 OCEAN’S ELEVEN Md.Anwar Zahid 92 1567
24 Abnormally Mads Abdullah Zobayer 40 1476
25 Meghna-08 Fahad Islam 57 1402
Up26 mIrZa’S XI Mirza Mostafa 106 1374
Down27 tans… dudes Tanvir Ahmad 53 1363
Down28 cadetz02 mehedi hasan 54 1350
Down29 Habizabi IX Mahadi Hasan 53 1349
30 thekickerzzz fazle rabbi 66 1339
Down31 BDsenal raihan abir 56 1336
32 The Indomitables Sayed Iftekhar 70 1273
33 nandonik_2 Mainul Islam 65 1232
34 coparaihan raihan 1079 45 1205
35 Stupidly Dreamy Zihad Tarafdar 54 1071
36 Khaisi_Tore Zahidul Islam 56 953
37 Jacks United FC S.M. Mortuza 96 839

পরবর্তি সপ্তাহ এবং লীগের বাকী সপ্তাহগুলোতে সবার জন্য রইলো শুভ কামনা। লীগের শীর্ষ দলগুলোর মত সিসিবি লীগেও আমাদের হাড্ডা-হাড্ডি লড়াই শেষ পর্যন্ত চলবে বলে আশা করা যায়।

৩৩ টি মন্তব্য : “ফ্যান্টাসি লীগঃ সিসিবি ম্যানেজারদের আমলনামা – ০৭”

  1. আশহাব (২০০২-০৮)

    হে হে হে :)) এতোদিনে এই অবস্থা পিন্টু ভাই =)) ব্যাপার না, আপনার ছোট্ট বন্ধুরা আসে না, ওদের বলেন শিখায়া দিতে :grr:


    "Never think that you’re not supposed to be there. Cause you wouldn’t be there if you wasn’t supposed to be there."
    - A Concerto Is a Conversation

    জবাব দিন
  2. মইনুল (১৯৯২-১৯৯৮)

    সাবস্টিটিশনের ব্যাপারটা বুঝলাম না এখনো। আমার মুল টিমের বাইকি খেলে নাই, তাই আশা করসিলাম বেঞ্চ থেকে ফাব্রিগাস (১০ পয়েন্ট) আসবে। কিন্তু আসলো ফায়ি আবদালা (১ পয়েন্ট)। কাহিনীটা কি ????? (সম্পাদিত)

    জবাব দিন
  3. কামরুল হাসান (৯৪-০০)

    ২০ এর পরে যারা আছে তাদের পরের বছর রেলিগেশনে ফালানোর দাবি জানাই।
    আর ১০ এর মধ্যে যারা থাকবে তারা আগামী বছর চ্যাম্পিয়ন্স লিগ ফ্যান্টাসীতে খেলবে। :grr:

    তানভীর, কামরুল, রবিন, রুম্মান।
    ৯৪ ব্যাচ আপ-আপ।


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন
  4. আহসান আকাশ (৯৬-০২)

    গত কয়েক সপ্তাহে ধরে একই কাহিনী হচ্ছে, সপ্তাহ শুরু করি পাঁচে, দুই/তিন দিন আট থেকে এগারোর মাঝে ঘোরা ফেরা করি, তারপর শেষ দিনে আবার পাঁচে ফিরে আসি। দেখা যাক এই শেষ কয়েকদিনে আরেকটু আগানো যায় কিনা।

    ২০ এর পরে যারা আছে তাদের পরের বছর রেলিগেশনে ফালানোর দাবি জানাই।আর ১০ এর মধ্যে যারা থাকবে তারা আগামী বছর চ্যাম্পিয়ন্স লিগ ফ্যান্টাসীতে খেলবে।

    :thumbup: :thumbup: :thumbup:


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  5. তানভীর (৯৪-০০)

    গতকাল এক ল্যাম্পার্ডই দিছে ২৫ পয়েন্ট, আর আমার দলের মোট পয়েন্ট ছিল ২৪। কেন যে ওরে আমার টিমে নিলাম না! এটা নিয়া মন খারাপ হইত না যদি আর্সেনাল জিতত!
    যেভাবে পিছাচ্ছি, লীগ শেষে দেখা যাবে আমার অবস্থান ৭-৮ এর দিকে! 🙁 🙁

    জবাব দিন
  6. মেহেদী হাসান (১৯৯৬-২০০২)

    ৩২ তম সপ্তাহ শেষে প্রথম দশের পাঁচ জনের স্থান পরিবর্তন হলেও কেউই ১০ এর ভিতর থেকে বাইরে চলে যায়নি। তবে অনেক অনেক ইঞ্জুরির কারনে এই সপ্তাহে সব ম্যানেজারদের টিম দাঁড় করাতে বেশ ঝামেলা করতে হবে।
    টপ প্লেয়ারদের মধ্যে রুনি, ফ্যাব্রিগাস, আরশাভিন, দিফো, জামোরা, হান্ট, করলুকা, গালাস সহ অনেকে ইঞ্জুরিতে আছে।

    জবাব দিন

মওন্তব্য করুন : আরিফ আমীন (০১-০৭)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।