বিক্ষিপ্ত ভাবনা

০.
অনেকদিন ধরে লিখবো লিখবো করে লেখা হচ্ছে না। কাজের পরিমান ও চাপ দুটোই মনে হয় দিন দিন বেড়েই চলেছে। কোন কিছুই যেন ঠিক প্লান করে করতে পারছি না। যেখানেই প্লান করছি সেখানেই ঘাপলা হচ্ছে। মাঝে মাঝে মনে হচ্ছে আমার উপর শনি ভর করেছে। কিন্তু এই শনি কাটানোর কোন পাথর খুঁজে পাচ্ছি না।

১.
আগামীকাল ক্যাডেট কলেজ ক্লাবে জেসিসি’র বিরাট গেট টুগেদার হবে এবং ঠিক পরের দিনই আমার ইয়ের মানে আপনাদের হবু ভাবির জন্মদিন। তাই এই উইকেন্ড নিয়ে একটা বিশাল সাইজের পরিকল্পনা করছি গত কিছুদিন ধরেই। অথচ ভাগ্যের কি নির্মম পরিহাস যে, এখন এমন এক পরিস্থিতিতে পড়েছি যে আমি উইকেন্ডে যাবার কথা বলতেই পারছি না। আর কত এভাবে সহ্য করা যায়। মন-মেজাজ খারাপের চুড়ান্ত পর্যায়ে চলে গেছে। কি করবো ঠিক বুঝে উঠতে পারছি না। লাভের মধ্যে লাভ হচ্ছে অফিসে এসে কাজে মন দিতে পারছি না, ফাঁকিবাজি করছি আর সিসিবি পড়ছি। শেষ পর্যন্ত নিজেকে শান্ত করে নিজেকেই বলতে হচ্ছে “বিয়াপার না, পার্ট অফ লাইফ”।

২.
রোজার ঈদে ভলেন্টিয়ার হয়েই ছুটিতে যাইনি কারন কোরবানীর ঈদে ছুটিতে যাব। পরিকল্পনা করলাম এবার ঈদের ৫-৬ দিন আগেই ছুটি নিয়ে নিবো, প্রয়োজন হলে ঈদের পরপরই চলে আসবো। একমাত্র ঈদের সময়েই বাসায় গিয়ে মোজ-মাস্তি করা যায়। অন্য সময় বাসায় গেলে সমসাময়িক কাউকে এলাকায় পাওয়া যায় না। তাই এবার সবাইকে নিয়ে জটিল জটিল সব পরিকল্পনা করে রেখেছি। কিন্তু শনি গ্রহটা এখানেও বাগড়া দিয়ে বসলো। ২৩-২৭ তারিখ পর্যন্ত আমাকে পরীক্ষা দেওয়ার জন্য বান্দরবন থাকতে হবে। যদি ২৮ তারিখ ঈদ হয় এবং ২৭ তারিখ দুপুরে চট্টগ্রাম থেকে রওনা করি তাহলেও মনে হয় আমি ঝিনাইদহ যেয়ে পরদিন ঈদের নামাজ পড়তে পারবো না, ঐ অংশটুকু মনে হয় পথিমধ্যেই সম্পন্ন করতে হবে। কাহিনির এখানেই শেষ নয়। ঈদের ঠিক পরেই টানা ৬ সপ্তাহের জন্য আমাদের শীতকালীন যৌথ প্রশিক্ষন শুরু হচ্ছে। তাই ছুটির স্থায়িত্ব নিয়েও প্রশ্ন উঠেছে। এখনও কোন সিদ্ধান্ত পাইনি তবে খুব ভাল কিছু আশা করতে পারছি না।

৩.
এহসান ভায়ের আহবানে খুব উৎসাহ নিয়েই শুরু করেছিলাম “সিসিবি ফ্যান্টাসি লীগ”। প্রথম দুই সপ্তাহেই এমন বাজে আবস্থানে চলে গেলাম যে মনে মনে ঠিক করলাম আর খেলবোই না। পরে সকলের উৎসাহ পেয়ে পুনঃরায় নতুনভাবে জোশ নিয়ে শুরু করলাম। টিমটাকে ভেঁঙ্গেচুড়ে সাইজ করলাম। অক্টোবর মাস আমার জন্য সৌভাগ্য নিয়ে এলো। অক্টোবর মাসের চার সপ্তাহের মধ্যে তিন সপ্তাহেই আমি শীর্ষস্থানে ছিলাম এবং পুরা মাসে সিসিবি ম্যানেজারদের মধ্যে বেশ বড় ব্যবধানেই প্রথম স্থান অর্জন করেছি। এছাড়া সামগ্রীকভাবে বর্তমানে আমার অবস্থান ৭ম। সব খারাপের মধ্যে আশার কথা এই একটাই। কিন্তু হায়!!! অক্টোবরে আমার এত এত সাফল্য আর এই অক্টোবরেই কিনা কোন সপ্তাহে কেউই সিসিবি ম্যানেজারদের আমলনামা লিখলো না। বিধি মনে হয় কোন এক অজানা কারনে আমার উপর অসন্তুষ্ট হয়ে আছেন।

৪.
অনেক আজাইরা প্যাঁচাল প্যাঁচাইলাম। আসলে মনটা খুব বিক্ষিপ্ত হয়ে আছে। কোন কিছুই আর ভাল লাগছে না। কেউ কি মন ভাল করার কোন সিস্টেম বলে দিতে পারবেন …???

৪১ টি মন্তব্য : “বিক্ষিপ্ত ভাবনা”

  1. রেজওয়ান (৯৯-০৫)

    হেহ হেহ হে B-)
    পিলিভ টা রোজার ঈদেই নিয়া নিছিলাম :grr:
    উইন্টার কালেক্টিভ এর জন্য সময় কাটানোর প্ল্যান অলরেডী বানাইয়া ফালাইছি :dreamy:
    পি ৬ আর সিসিবি :goragori:
    অন টপিক....বস, আজকাল ভদ্র থাকলে কোন কাম হয় না :thumbdown:
    তাই চিয়ার আপ করেন.......ফ্যান্টাসীর আমলনামা লেইখ্যা শুরু করেন :thumbup:

    জবাব দিন
  2. আমিন (১৯৯৬-২০০২)

    সিসিবি ফ্যান্টাসি লিগকে তাইফুর ভাইয়ের মতই বর্জন করুম।
    নিজের অবস্থা বেশি শোচনীয়। তয় আমিও তাইফুর ভাইয়ের মত কই ওস্তাদের মাইর শেষ রাইতে।
    পোস্ট টা পইড়া সমব্যাথী।
    ব্যাপার না দুস্ত। সব ঠিক ঃয়া যাবে। শনি জায়গায় বৃঃস্পতি আসপে।

    জবাব দিন
  3. ওয়াহিদা নূর আফজা (৮৫-৯১)

    আমাদের সাধারন পাবলিককে সিসিবি ফ্যান্টাসি লীগ বুঝায়ে দাও। যদি বুঝি ফুঁ দিয়ে তোমার মন ভাল করে দিব।


    “Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
    ― Mahatma Gandhi

    জবাব দিন
  4. ফয়েজ (৮৭-৯৩)

    পানা ভর্তি পুকুরে ডুব দিয়া দেখতে পার, বাদ ফজর, নাংগু বাবা হইয়া, লক্ষ রাখবা এইটা যেন কচুরী পানা ভর্তি পুকুর হয়। কাম হইলেও হইতে পারে, শিওর না, তয় ঠান্ডা-মান্ডা লাগলে আমার গুস্টি কিলাওনা কইলাম।

    বিয়াফার না, 🙂


    পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না

    জবাব দিন
  5. আহসান আকাশ (৯৬-০২)

    ভাল কইরা পরীক্ষা দিস... পারিস না পারিস, পৃষ্ঠা ভরে দিয়ে আসবি।

    ছুটি আশা করি পেয়ে যাবি... ( আমি নিজেই অবশ্য ডাউটে আছি )


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন

মওন্তব্য করুন : মেহেদী হাসান (১৯৯৬-২০০২)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।