ভালোবাসার সেকাল, একাল……।।

[ ১৪-০২-২০০৮, বেলা ১২ টা ]

খরদুপুরে শাহবাগের মোড়ে দাড়িয়ে থাকা এক তরুণ। হাতে একগুচ্ছ গোলাপ। বেশকিছুক্ষন পর হাতের মোবাইলে পরিচিত রিংটোন-

মোবাইলের এপাশ ঃ হ্যালো
ওপাশ ঃ তুমি কোথায়?
এপাশ ঃ শাহবাগের মোড়ে ফুলের দকানের সামনে।
ওপাশ ঃ এইতো আমি চলে এসেছি, কতক্ষণ ধরে wait করছিলে?
এপাশ ঃ বেশি না, মাত্র ১ ঘণ্টা!!
ওপাশ ঃ আহারে……এইতো তোমাকে দেখতে পাচ্ছি…। ;;)

তরুণীর হাতে গোলাপগুচ্ছ তুলে দিলো তরুণ। ঠোঁট দুটো প্রসারিত করে মিষ্টি একটা হাসি দিলো সে 😡 । রিকশায় ওঠার পর…………

তরুণ ঃ তোমার হাতটা একটু ধরতে পারি?
তরুণী ঃ তুমি সবসময় হাত ধরার আগে permission নাও কেন?

নিরুত্তর তরুণ কেমন লাজুক ভঙ্গিতে তাকায়। তরুণীটি পরম ভালোবাসায় ছেলেটির হাতখানি চেপে ধরে। একফোঁটা অশ্রুও মনে হয় গরিয়ে পরলো চোখ থেকে। ছেলেটি ভালোবেসে মেয়েটির অশ্রুফোটা মুছে দিলো। ৮ বছরের চির পরিচিত এই মুখখানা আজও ছেলেটির কাছে কতইনা অচেনা। রিকশা ছুটতে থাকে অজানা গন্তব্যে…বহমান ভালোবাসা নিয়ে।

[ ১৪-০২-২০০৯, বেলা ১২ টা ]

খরদুপুরে শাহবাগের মোড়ে দাড়িয়ে থাকা ছেলেটির হাতে আজ গোলাপগুচ্ছ নেই। পুরোনো বছরের ভালোবাসা দিবসের স্মৃতি রোমন্থন করছে সে, ঠিক যেখানটায় দাড়িয়ে অপেক্ষা করছিলো মেয়েটির জন্য এক বছর আগে। ভালোবাসার পরিহাসে জর্জরিত ছেলেটির চোখ থেকে গড়িয়ে পরে দু ফোঁটা অশ্রু…………।

৩,২৫৬ বার দেখা হয়েছে

৩১ টি মন্তব্য : “ভালোবাসার সেকাল, একাল……।।”

  1. মেহেদী (১৯৯৮-২০০৪)

    নতুন ব্লগার এর পয়লা পোস্ট এই কমেন্ট এর বাহার দেইখা পুলকিত হইলাম......সিনিয়ার দের জন্য নতুন ব্লগার হিসাবে লাগাইলাম কয়টা পলটি... :frontroll:
    আর জুনিয়র রা জারা আসোস...সাবধান হইয়া যা......তোগো সাহস তো কম না......সিনিওর রে কস পলটি দিতে???????????
    গল্প আপনাদের ভাল লাগসে জানিয়া খুবি খুশি হইলাম......।।

    জবাব দিন
  2. রিয়াজ (৯৮-০৪)

    মেহেদী খুশি হইতাম যদি ট্যাগ এ স্মৃতিকথা লেখা টা না দেখতাম। আশা করি এইটা শুধু গল্প হবে।


    জানি সত্য নয়,শুধু কল্পনায়...ইচ্ছের ঘুড়ি আমরা ওড়াই...স্বপ্ন গুলো সত্যি হবে তারি অপেক্ষায়

    জবাব দিন
  3. তাইফুর (৯২-৯৮)

    ছোট গল্প পড়ার পরে মনে যে "আহা" আসার কথা
    তার পুরাটাই আসছে ...
    সাবাস ... সুন্দর লেখা


    পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
    মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥

    জবাব দিন
  4. মেহেদী (১৯৯৮-২০০৪)

    রিয়াজ.........ধরে নে এতা শুধু এক্তা গল্পই......।।
    মুহিব্বুল ভাই...কষ্ট দেয়ার জন্য আন্তরিক ভাবেই দুঃখিত। কিন্তু এটাই তো সত্যি, তাই না?
    তাইফুর ভাই.........অনেক ধন্যবাদ, আপনার ভাল লাগসে শুনে গর্বের চোটে দুইটা পলটি লাগাইলাম...... :frontroll:

    জবাব দিন
  5. আহসান আকাশ (৯৬-০২)

    সিসিবিতে বিসিসির নতুন অতিথি... স্বাগতম... তেজ ১০টা ডিগবাজি লাগাও দেখি।

    প্রোফাইলে ছবি তো লাগাইছো অর্ধেক ঢেকে, তবে যতদুর কনে হয় তুমি হাঃহাঃহাঃ, হিঃহিঃহিঃ মেহেদি... ঠিক কিনা?


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  6. সামিয়া (৯৯-০৫)

    ইরাম যেন কারও জীবনে না হয় 🙁
    মেহেদী ভাই, নামের পাশে কষ্ট করে একটু সালটা লাগায় দিয়েন, নাইলে সিনিয়ররা আপনি ডাইকা ফেলে, জুনিয়ররা ফ্রন্টরোল দিতে বলে 😛

    জবাব দিন
  7. জুনায়েদ কবীর (৯৫-০১)

    ভাল হয়েছে, নিয়মিত লিখতে থাক... :clap:
    শুধু একটা কথা, মাত্র এক বছরের টাইম ফ্রেমে 'সেকাল, একাল...' ব্যবহার কেমন জানি লাগল... :-B


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
  8. খালেদ (০১-০৭)

    অশ্রু পরার কোন দরকার নাই......... আগের চেয়ে ৫ টা বেশি ফুল নিয়ে দাড়ায় থাকবে......... তারপর আবার ফোন আসবে......... আবার রিকশা......... আবার হাত ধরা...... আবার ও ভালবাসার অশ্রু ই পরবে......... B-) B-)

    জবাব দিন

মওন্তব্য করুন : খালেদ (০১-০৭)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।