লেটস বি ইউনাইটেড এগেইন…

আমাদের কলেজের খুব মেধাবী এবং প্রিয় একজন আপা আইভি আপা (৯৪-০০)।

তিনি আমাদের কলেজ প্রিফেক্ট ছিলেন। আপার হাজব্যান্ড খুবই রেয়ার একধরনের ক্যান্সারে ভুগছেন। মেডিকেলের ভাষায় বলে Biphenotypic Leukemia. এই রোগের চিকিৎসার জন্য প্রচুর অর্থের প্রয়োজন, যার সঙ্কুলান করা আপার পুরা পরিবারের জন্য কষ্টসাধ্য।

মাত্র ৩ বছর হল তাদের বিয়ে হয়েছে এবং ১ বছরের একটি মেয়েও আছে।

মুর্তজা ভাই এখন মাউন্ট এলিজাবেথ হসপিটালে আছেন। তাঁকে আরো ৮টা কেমোথেরাপি দিতে হবে যার প্রতিটা সাইকেল পড়বে প্রায় ২০-৩০ হাজার সিঙ্গাপুর ডলার।

ফারজানার পর আর একবার কি আমরা সবাই আপার পাশে দাঁড়াতে পারি?

নিচের ব্লগটি দেখুনঃ
http://savemortoja.blogspot.com/

সাহায্য পাঠাতে নিচের ঠিকানায় যোগাযোগ করতে পারেনঃ

Bank’s Address:
Mohammad Mortoja
Account Number: 2252020051001
The City Bank Ltd.
www.thecitybank.com.bd
SWIFT code for City Bank : CIBLBDDH

যোগাযোগের জন্য ফোন করুনঃ
তুহিন-০১৭১৯৩৫৬৫৮৮

নিচের বাটনটি ব্যবহার করে সরাসরি Paypal – এর মাধ্যমে ডোনেট করা যাবে।





২,৪৬৮ বার দেখা হয়েছে

১৭ টি মন্তব্য : “লেটস বি ইউনাইটেড এগেইন…”

  1. মামুন (২০০২-২০০৮)

    জানিনা কতটুকু সহায়তা করতে পারবো, কিন্তু ভাইয়ার জন্য অনেক শুভকামনা রইলো। আমাদের একতা যে শুধু কথায় না, কাজেও আছে, তা প্রমানের আরেকটা সুযোগ এলো।

    জবাব দিন
  2. মুনিম(~৮৩-৮৯/ককক)

    "আমার সামান্য ক'টা টাকায় ওর কিছু হবে না"... ... এই মনে করে যেন পিছিয়ে না পড়ি... বিন্দু বিন্দু জলেই মহাসাগর তৈরী হয়। আমাদের মত শক্তিশালী ফোরাম কয়টা আছে বাংলাদেশে? নিশ্চয়ই কিছু একটা করতে পারবো আমরা।

    জবাব দিন
  3. নাজমুল (০২-০৮)

    জানিনা কতটুকু সহায়তা করতে পারবো, কিন্তু ভাইয়ার জন্য অনেক শুভকামনা রইলো। আমাদের একতা যে শুধু কথায় না, কাজেও আছে, তা প্রমানের আরেকটা সুযোগ এলো।

    জবাব দিন
  4. ওয়াহিদা নূর আফজা (৮৫-৯১)

    মাত্র এক বছরের মেয়েকে নিয়ে স্বামীর এতো বড় অসুস্থতা আইভী যাতে ঠিক মতো সামলে নিতে আরে দূর থেকে এই কামনা করছি।


    “Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
    ― Mahatma Gandhi

    জবাব দিন
  5. আমিন (১৯৯৬-২০০২)

    চেষ্টা করবো কিছু করার। তবে এই মানবিক সাহায্যে সিসিবিকে আরো বেশি এনগেজড করার ব্যাপারে আমার নিজের কিছু ভাবনা আছএ। সময় করে গুছিয়ে লেখবো। ভাইয়ার পাশে দাঁড়ানোর সময় হঠাৎ করেই জুলহাস ভাইয়ের একটা পোস্ট এবং তার পর সিসিবিতে উদ্যোগী একটা আভাওয়া ছিলো ষেটাকে পুনরুজ্জীবিত করা যায় কি? যেমন যে কোন মানবিক সাহায্য কিংবা ন্যাশলান ক্রাইসিল সিডর আইলা লায়লার মতো জায়গায় সিসিবি আরো সক্রিয়ভাবে কিভাবে অংশ নিতে পারে এই ব্যাপারে বড় ছোট সবার ভাবনা জানার প্রত্যাশায় রইলাম।
    এই ধরণের পোস্টে অফটপিক মন্তব্য করার জন্য সরি। ভাইয়ার জন্য শুভকামনা।

    জবাব দিন
  6. সেলিনা (১৯৮৮-১৯৯৪)

    মেহবুবা,
    ধন্যবাদ তোমার কাজের জন্য। আর একটা কথা, এমেক প্রেসিডেন্ট শামসী আপাও এমেক -এর ইয়াহু গ্রুপে প্লেজ করেছেন, সেটা কি তুমি এখানে এটাচ করে দিবে? খুব ভালো হয় তাহলে।

    জবাব দিন

মওন্তব্য করুন : আমিন (১৯৯৬-২০০২)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।