অগোছালো এই আমি…

অনেকদিন পর সিসিবিতে আসলাম। ফয়সালের লেখাটা পড়ে মনটা ভাল হয়ে গেল। সবার অনেক লেখা দেখে খুব লিখতে ইচ্ছা করছে। কিন্তু আজ মনটা খুব খারাপ লাগছে। হঠাৎ বাবার কথা খুব বেশি মনে পরছে। কাল এক বন্ধুর সাথে প্রথম কথা বলতে গিয়ে জানলাম আমার এই বন্ধুটির বাবা নাই। ডিফেন্সে চাকরির সুবাদে তার বাবাকে কুয়েতে যেতে হয় এবং তিনি ওখানে মারা যান। আজ ২৫শে জুলাই তার ৪র্থ মৃত্যু বার্ষিকী। রাত ১২টার পর কথা বলতে গিয়ে আমিই বললাম আজ ২৫শে জুলাই। বলেই বুঝেছি আমার ওকে মনে করিয়ে দিয়াটা ঠিক হয়নি।

ফেসবুকে আমার বন্ধুটির স্ট্যাটাস দেখে মনে হল আমিও আমার বাবাকে ভালবাসি… কথাটা বলা হয়নি।ঘটনা চক্রে আমার বাবাও আজ দেশের বাইরে……। সেই একই ডিফেন্সের চাকরি। শুনেছি বাবা যেখানে গেছেন জায়গাটা ভাল না। আজ আমার সকাল থেকে ভয় লাগছে আজানা আশঙ্কায়।
আমার আজ এই অগোছালো লেখার উদ্দেশ্য আমার বাবাকে ভালবাসি বলা না……।
আমার ওই বন্ধুটির একটু পাশে থাকা। বন্ধুটি খুব দূরের কেউ না, বরিশাল ক্যাডেট কলেজের হাবিব।

২,৪৯৮ বার দেখা হয়েছে

২৮ টি মন্তব্য : “অগোছালো এই আমি…”

  1. আমিও আমার বাবাকে ভালবাসি… কথাটা বলা হয়নি

    হাবিবের খবরটা আমি জানতাম না...
    ওর সাথে আমার অনেকদিন দেখাও হয়না...
    হাবিব ভালো থাকুক... ওর বাবা শান্তিতে থাকুন... আল্লাহ তার সহায় হোন।

    কেমন যেন বিষণ্ণ বোধ করছি... কেন যে এমন হয় ! 🙁 🙁

    জবাব দিন
  2. আমি যেদিন ছুরিকাহত হয়েছিলাম, সাভার থেকে ডাক্তাররা "বাঁচার আশা নেই" বলে দেবার কিছুক্ষণ পর আমি আব্বু আম্মু দুজনকেই চামে চামে বলে ফেলছি, :grr: :grr: :grr:
    নয়তো এই জীবনে আর বলা হত না।

    হাবিবের বাবার জন্য প্রার্থনা এবং তোমার বাবার জন্য শুভকামনা রইল।

    জবাব দিন
  3. দিহান আহসান

    আপু অনেকদিন পর তোমার লেখা পেলাম।
    শিগগির আংকেলরে ফোন দিয়ে বলো, " বাবা, আমি তোমাকে ভালবাসি "।
    আমিও আব্বুকে ফোন দিয়ে এই কথা বলাতে, আমার আব্বু অবাক হয়ে জিজ্ঞেস করে, বাবা দিবস না চলে গেছে? 🙂

    জবাব দিন
  4. আব্দুল্লাহ্‌ আল ইমরান (৯৩-৯৯)
    আমিও আব্বুকে ফোন দিয়ে এই কথা বলাতে, আমার আব্বু অবাক হয়ে জিজ্ঞেস করে, বাবা দিবস না চলে গেছে?

    আমি বাবা দিবসেও বলার সাহস পাইনা।কেমন আনইজি লাগে।তাই চামে এসএমএস পাঠাই।
    মেহবুবা তোমার লেখাটা খুব হার্ট টাচি। 😡

    জবাব দিন

মওন্তব্য করুন : কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।