অনন্তের স্বপ্ন

কী চাইনা মাপতে মাপতে যখন ভুলে গিয়েছিলাম –
কী চাই আমার?
অথবা,
কী চেয়েছিলাম অন্য কোন এক জীবনে?
ঠিক তখনি, তোমার আবির্ভাব।

 

প্রচণ্ড খরা শেষে আমি তখন ঝড়ের প্রতীক্ষায় –
সবকিছু ভেঙে চুড়ে ফেলবার মত –
যে ঝড়ে পথ হারায় সবাই।
তুমি এলে, আর,
আকাশ ভেঙে বৃষ্টি নামলো।
জন্মজন্মান্তরের ব্যাকুলতা তোমার কণ্ঠে –
আমার কানের পাশে মুখ নামিয়ে বললে,
‘পথ হারিয়েছিলে বুঝি?’

 

আর কী অদ্ভুত!
বৃষ্টির ধারা তখন যেন এক পাহাড়ি নদী –
সেই পাহাড়ের গায়ে তোমার আমার
ছোট্ট একটা ঘর।
বিকেল বেলায় সেই নদীতে চান শেষে যখন ঘরে ফিরি আমি,
বুনোফুলের মালা গেঁথে আমার পথে তাকিয়ে তুমি –
আমাকে পরাতেই ফুলগুলো উড়ে যায় হাজার প্রজাপতি হয়ে।
অভিমানী তখন আমি,
আবদার করে বলি,
‘ওদের সব্বাইকে আমার চাই!’
হাত বাড়িয়ে দাও তুমি –
সেই স্পর্শে আমার অনুভবেই তখন
লক্ষ প্রজাপতির মেলা।

 

ছুটতে থাকি আমরা –
যেন দুরন্ত কিশোর-কিশোরী।
ছুটতে ছুটতে দেখা পেয়ে যাই রাতের আকাশের।
তারার চাদর জড়িয়ে বসে থাকা আমরা তখন প্রথম মানব-মানবী,
অথবা, শেষ –
আর কোথাও কেউ নেই, কিচ্ছু নেই।
তোমার কানে কানে বলা তখন আমার উত্তর,
‘এবার পথ খুঁজে নিয়েছে আমাকে’।

 

আর ঠিক সেই মুহূর্তে জানলাম আমি,
কিছুই চাওয়ার নেই আমার –
বৃষ্টির আলিঙ্গন –
নদীর সুর –
মহুয়ার মাতাল গন্ধ –
প্রজাপতির রং –
তারার আলো –
সবাই গেয়ে উঠলো একসাথে –
তুমি আমার আদি, অন্ত –
তুমি আমার অনন্তকাল…

১,১২১ বার দেখা হয়েছে

২০ টি মন্তব্য : “অনন্তের স্বপ্ন”

  1. আহাম্মদ (৯৬-০২)

    কবিতার তো কিছুই বুঝি না। তবে এইটা পড়ে (আগেই ফেসবুকে পড়েছি) কেমন কেমন যেন লাগল! খুব গুছিয়ে অনুভূতিটা প্রকাশ করতে পারি নি বলে ফেসবুকে কমেন্টও করি নি। জিনিসটা অনেকটা এমন - "গভীর বিষণ্ণতায় মন ভালো হয়ে গেল"! বিষণ্ণতায় তো আর মন ভালো হয় না। কিন্তু কবিতাটা পড়ে আমার কেমন যেন বিষণ্ণও লাগল, আবার মনও ভালো হয়ে গেল।

    তবে ছোট্ট একটা সমালোচনা করি? (চান শব্দটির জায়গায় "স্নান" ব্যবহার করা হলে আমার আরেকটু আরাম হত। আমি জানি না, কবিতার এই বিশেষ জায়গায় হয়তো এই শব্দটাই ব্যবহার করা উচিৎ ছিল। আমি লেম্যান পাঠক হিসেবে বললাম আরকি!)

    জবাব দিন
  2. খায়রুল আহসান (৬৭-৭৩)

    কবিতার রোমান্টিক ভাবনাগুলো আচ্ছন্ন করে রাখার মত সুগভীর। সেলুলয়েডের ফিতেয় বয়ে যাওয়া দৃশ্যকল্পের ন্যায় কবিতার কথামালা চোখের সামনে ছবি হয়ে ভেসে বেড়ায়।
    "হাত বাড়িয়ে দাও তুমি –
    সেই স্পর্শে আমার অনুভবেই তখন
    লক্ষ প্রজাপতির মেলা।" - খুবই চমৎকার!

    জবাব দিন

মওন্তব্য করুন : তানজিনা (১৯৯৮-২০০৪)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।