মোবাইল নম্বর … … স্মৃতিতে “শিশু নিকেতন মাধ্যমিক বিদ্যালয়” … SSC পরীক্ষা …

জীবনে প্রথম পাবলিক পরীক্ষা দিতে গেছি …
প্রথম পরীক্ষা English 1st …
আমাদের সীট পড়েছিল কলেজের বাইরে, কলেজের পাশেই “শিশু নিকেতন মাধ্যমিক বিদ্যালয়”এ …
যে যার সীট খুঁজে নিয়ে বসে পড়লাম … কে কাকে কীভাবে কখন “কত নং প্রশ্ন উ:” pass করব – এগুলোই আমাদের তখনকার আলোচনার বিষয়.. যথারীতি স্যার আসলেন, খাতা দিলেন … আমরা সবাই চুপ …

খুব সতর্কতার সাথে খাতার OMR sheet এ রেজিস্ট্রেশন নং, Subject code ইত্যাদি পূরণ করতে শুরু করলাম … কিন্তু খাতায় রোল নম্বর লিখতে গিয়ে আমার ঘটল বিপত্তি …

ছয় ডিজিটের রোল নম্বর লিখতে গিয়ে দেখি নম্বরটা খুব পরিচিত মনে হচ্ছে … …

যা হোক, পরীক্ষা নিয়ে ভাবতে গিয়ে রোল নম্বর নিয়ে খুব বেশি ভাববার সময় পেলাম না … …

কিন্তু ২য় দিনেও একই ঘটনা … রোল নং লিখতে গিয়ে আবার আমি থমকে যাই … নম্বরটা খুব বেশি পরিচিত মনে হচ্ছে … … তবে সেদিনও এই “পরিচিত পরিচিত” খেলার কোন সমাধান খুঁজে পেলাম না … …

পরের পরীক্ষা বাংলা, বেশ কিছুটা relax … এবার রীতিমত গবেষণায় লেগে গেলাম … … ২/৩ জন বন্ধুকে ব্যাপারটা জানালাম …

অবশেষে যে result পেলাম, তাতে আমি একেবারে তাজ্জব … …

আমার ছয় ডিজিটের রোল নং আর আমার এক Friend*** এর মোবাইল নম্বরের শেষ ছয় ডিজিট অবিকল এক … …

*** এই Friendটি বর্তমানে আমার মায়ের হবু পূত্রবধূ … … আর আমার মায়ের একটাই ছেলে … হি হি হি … … :awesome: :tuski:

৩,৯৯৫ বার দেখা হয়েছে

৪০ টি মন্তব্য : “মোবাইল নম্বর … … স্মৃতিতে “শিশু নিকেতন মাধ্যমিক বিদ্যালয়” … SSC পরীক্ষা …”

  1. আহসান আকাশ (৯৬-০২)

    শিশু নিকেতনের মাঠ ক্লাশ সেভেন এ খুব প্রিয় ছিল, নভিসেস প্যারেড এর আগে সপ্তাহে ১ দিন গেমস টাইমে ড্রিল এর বদলে গেমস করতে পারতাম, এক মাঠে পুরো ব্যাচ দুই দলে ভাগ হয়ে ফুটবল খেলা... কি মজাই না পেতাম :dreamy: :dreamy: তার উপর কলেজের মেইন বাউন্ডারির বাইরে হওয়ায় কেমন মুক্ত মুক্ত মনে হত...


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  2. সাজিদ (২০০২-২০০৮)

    আয় হায় ভাই যেহেতু আমার ইমেডিএট সিনিয়র তাই আমারেও তো আম্মার জন্য ইমেডিএটলি একটা হবু পুত্রবধু খোজা লাগে 😕 😕 😕 কিন্তু আমি যে এখনো ছুটু কি করি :(( :(( :((

    জবাব দিন
  3. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    এই পিচ্চি কি ১৭ তারিখ আইবো? ইউসুফ, কামরুল, মাস্ফ্যু, জিহাদ, মুহাম্মদ সব রেডি হও!! x-( এই পিচকিটারে একটু সাইজ করতে হবে!! x-( x-( x-(
    এত্তোসব বড় ভাইরা এইখানে, একটুও লজ্জাশরম নাই!!


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  4. ফয়েজ (৮৭-৯৩)
    মায়ের হবু পূত্রবধূ

    এইটার মানে কি? :just: বউ নাকি?

    পোলাপাইন, বুইড়ারা বেল পায় না, আর পিচকা কোমড়ে দড়ি বাইন্ধা নাচে


    পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না

    জবাব দিন

মওন্তব্য করুন : আঁধার

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।