ফ্রেমে বন্দী সিসিবি ইফতার পার্টি

যারা দেশের বাইরে আছেন কিংবা ব্যস্ততার কারণে মিস করেছেন তাদের জন্য … … দু:খ করবেন না, একদিন আপনিও দেশে আসবেন, আপনিও আমাদের খাওয়াবেন এবং তখনো আমরা আবার এভাবে সিসিবিতে তা তুলে ধরব … … তো কে কবে দেশে আসছেন – ছবি দেখতে দেখতে সেটা ঠিক করে ফেলুন … …

৫,৬০৪ বার দেখা হয়েছে

৬২ টি মন্তব্য : “ফ্রেমে বন্দী সিসিবি ইফতার পার্টি”

  1. মো. তারিক মাহমুদ (২০০১-০৭)

    পেইজ লোডিং time কম রাখার জন্যে ছবি খুব ছোট করে দিলাম ... ...
    ছবির উপরে ক্লিক করে একটু বড় করে দেখতে পারেন ...

    আমার পোস্ট আমি First ... ...
    যাই , মাস্ফু ভাইর কাছ থেকে একটা কোক খেয়ে আসি ... ....

    জবাব দিন
  2. রেজওয়ান (৯৯-০৫)

    :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :((
    :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :((
    :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :((
    আইচ্ছা একটা ডাউট 😕 😕 😕 😕 😕 😕 😕
    জামাই বস রে লাস্ট গেট টুগেদারেও দেখছিলাম এই গেঞ্জিতে 🙁
    আজকেও সেইম......এই ৫ মাস এক কাপরে কাটাইয়া দিল..... :no:
    আপনেরা কেউ তা দেখলেন না 😮 😮 😮 😮 😮
    চান্দা তুইল্যা একটা কিন্যা দিলেও তো পারতেন x-( x-( x-(
    অসুবিধা নাই মাস্ফ্যু ভাই...আমার জাকাতের টা ;;; ;;; ;;;

    জবাব দিন
  3. আশহাব (২০০২-০৮)

    মাস্ফ্যু ভাই , মাফ কইরা দেন 🙂 তারিক ভাইয়ের মনে হয় বাসায় যাওয়ার ভাড়া ছিলো না 😀
    ছবি পুস্ট :thumbup: :thumbup: :thumbup:


    "Never think that you’re not supposed to be there. Cause you wouldn’t be there if you wasn’t supposed to be there."
    - A Concerto Is a Conversation

    জবাব দিন
  4. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    একা মাস্ফ্যুরই (নতুন নাম : ম্যাশ পটাটো) ১২ডা ছবি!! মোস্ট পপুলার ব্লগার অফ সিসিবি!! মনে হইতাছে ওর কাছে ভোটেও হাইরা যামু।

    :-B :-B :-B


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  5. মেহেদী হাসান (১৯৯৬-২০০২)

    আরো ছবি আশা করেছিলাম...

    অনেক ভালো কেটেছে সময়টুকু, কিন্তু আমাদের ব্যাচের মাত্র ৩ জন ছিলাম তাও কখনো একসাথে হতে পারিনি... চারিদিকে ৯৯ অথবা ৯৪ ব্যাচের ছড়াছড়ি...

    জবাব দিন
  6. আহ্সান (৮৮-৯৪)

    অনেক অভিযোগ অনুযোগ মথা পেতে নিয়ে শুরু করলাম আবার হামলা... 😀
    আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আমিও এই বিশাল আয়োজনের অংশ হতে পেরেছিলাম (খাওয়া পার্ট বাদে:(...আমার খাওয়া কে কিংবা কারা যেন খেয়ে ফেলেছে 😮 ...কেউ কি বলতে পারবে কে বা কারা সেই ব্যক্তি বা ব্যক্তিবর্গ? :-/ সানাউল্লাহ ভাই নিজ দায়িত্বে রেখেছিলেন বলে কেক পেয়েছিলাম)
    মাস্ফুর প্লেটের ছবিটা যে কেউ দিলানা...?????

    জবাব দিন
  7. ইউসুফ (১৯৮৩-৮৯)

    (সিসিবির এই এক ঝামেলা! কয়েকদিন অনিয়মিত থাকলে, খেই হারিয়ে ফেলতে হয়)

    অফিসের কাজে দেশের বাইরে ছিলাম ১৫-১৬ দিন, এর মধ্যে দেখি খানা-খাদ্য নিয়া বিশাল কাণ্ড। এডজুট্যান্ট এর অবর্তমানে এই প্রোগ্রাম ফিক্স করল কে? x-( এমনি এক দিনে যেদিন আমি ঢাকা থেকে যশোরে আসলাম। x-( 😡 প্রিন্সিপ্যাল স্যার করে থাকলে কোন অসুবিধা নাই। :salute:

    ছবিগুলা দেখে, ডিসিপ্লিন এর কিছুটা অবনতি টের পেলাম। (বাজারের আঙুফলগুলো খুব টক, ইফতারের জন্য কিনতে পারি না, খাওয়া দূরে থাক!)

    পোলাপান ঠিক হয়ে যাও, এডজুট্যান্ট হাজির। রোজার মাসে কোন কনসেশন নাই। লাগাতার :frontroll: আর :chup: চলতে থাকবে।

    ইয়ে প্রিন্সিপ্যাল স্যার, এডজুট্যান্টকে কি একটু ব্যক্তিগত দাওয়াত দেয়া যায়? ঢাকা - যশোর - ঢাকা GMG টিকিট সহ? ব্লগ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ অফিসিয়াল আলোচনা ছিল...

    জবাব দিন
  8. হাসান (১৯৯৬-২০০২)

    রিবিন ভাই এর মত আমারও একটা ছবিও নাই, কেউ বললোও না আমার কথা :(( তয় খানাদানা জুস আছিলো 😀 নিজেরটা খাইছি, ফ্রেন্ন্ডেরটাও খাইছি :grr: অফিসের জন্য বেশিক্ষণ থাকতে পারলাম না :bash: পরের গেট-টুগেদারটা :just: শুক্রবার দুপুরে করা যায় না?

    জবাব দিন

মওন্তব্য করুন : দিহান (অতিথি)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।