৪০ টি মন্তব্য : “*”

  1. জিহাদ (৯৯-০৫)

    খুউব সুন্দর গোছানো লেখা।
    এমন লেখা শুধু চেষ্টায় হয়না, সহজাত প্রতিভা থাকলেই কেবল বেরিয়ে আসে।
    ব্লগে স্বাগতম। লিখতে থাকো জোরসে।
    আর নামের পাশে সালটা লাগিয়ে দিও প্রোফাইলে গিয়ে।


    সাতেও নাই, পাঁচেও নাই

    জবাব দিন
  2. জুলহাস (৮৮-৯৪)

    সবই তো বুঝলাম...
    পাঙ্গার কথা কেউ বলে না ক্যান? x-(
    এই যে ভাইজান...এক্ষুণি ১০ টা সম্মুখ-ডিগবাজি শুরু করেন... :grr: :grr:
    সুন্দর একটি লেখা প্রদান করিয়াছেন বলিয়া মাত্র দশটি...নচেৎ, কিয়ামত পর্যন্ত চলিত! 😛
    অঃটঃ লেখাটা দুর্দান্ত হয়েছে... :clap:


    Proud to be an ex-cadet..... once a cadet, always a cadet

    জবাব দিন
  3. ওয়াহিদা নূর আফজা (৮৫-৯১)

    খুব ভালো লাগলো।

    অদ্ভুত কিংবা অপরিচিত।

    গভীর বোধোদয় এবং সাবলীল প্রকাশ।
    কিছু কিছু মানুষ জন্ম থেকেই মহত। আর অধিকাংশের ক্ষেত্রে যখন তার নিজের ভেতরটা পূর্ন হয় তখনই সে উপচিয়ে পড়ে।


    “Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
    ― Mahatma Gandhi

    জবাব দিন
  4. আশহাব (২০০২-০৮)

    অসাধারণ মনোজ :clap:
    নামের পাশে সালটা ঠিক করে দিও ভাই
    ২০০৩ থেকে ০৬, এইটা আবার কেম্নে হয়??? 😀


    "Never think that you’re not supposed to be there. Cause you wouldn’t be there if you wasn’t supposed to be there."
    - A Concerto Is a Conversation

    জবাব দিন

মওন্তব্য করুন : মনোজ (২০০৩ - ২০০৬)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।