না চাওয়া স্বাধীনতা

এতটা স্বাধীনতা চাইনি। ছোটবেলা থেকে আব্বু আম্মু একটু বেশিই কেয়ার নিত। স্কুল -কোচিং শেষে বন্ধুরা যখন খেলত বা ঘুরতে যেত আমি তখন আব্বু কিংবা আম্মুর সাথে বাসায় ফিরতাম।আর শুধু চাইতাম একটু বড় হতে।ক্যাডেট কলেজেও ভ্যাকেশন শেষে সবাই যখন একা একাই কলেজ যেত, আমাকে কলেজ যেতে হতো আব্বু আম্মু দুইজনার সাথে। ” আম্মু আমি বড় হইছি। একা একা যেতে পারি।” কথাটা বাতাসেই মিলায় যেত। আম্মু শুনে শুধু হাসত। আর আমার মুখ স্বাভাবিকের চেয়েও বেশি কালো হয়ে যেত। হোৎাৎ করে কেন জানি একটু বেশিই বড় হয়ে গেলাম। সেই এইচএসসির পর থেকে শুরু। এক সময় এসএসসির পর বন্ধুদের সাথে গেটটুগেদারে ঢাকা আসার জন্য আব্বু আম্মুর সাথে অনেক জেদ করতে হয়েছিল। ফলাফল স্বরূপ আসতে পেরেছিলাম, কিন্তু ওইযে….. আব্বু আম্মুও সাথে। তারপর…….. গতদুই বছর হল ঢাকায় আছি। কোচিং, ভার্সিটি, মেসে ওঠা, ভার্সিতি চেঞ্জ, মেস চেঞ্জ…………. অনেক কিছুই হলো। কিন্তু পুরাই একা। কেউ আসেনি। সব কিছু একা করতে হয়েছে। ফোনে কি অবস্থা জিজ্ঞাসা করলে শুধু একটু রাগই দেখাতে পেরেছি ” এখানে একজনের সাথে দশ জন করে আসছে, আর আমি একা একা দৌড়া দৌড়ি করছি।”
ওপার থেকে শুধু একটু হাসি ভেসে আসছে।
” কি করবি বাবা!! আমরা যে যেতে পারছি না।”
সন্ধ্যায় আযানের একটু পর বাসার দরজা নক করলে আম্মু রাগ হতো।
” এত দেরী করে আসার কি দরকার। খেলে ওখানেই থাকতি!!”
গলায় অনেক অনুনয় বিনয় থাকত। এখন আর তা নেই। ফোনে শুধু পরামর্শ ” এত রাত করে বাইরে থাকিস না বাবা।”
মনে করে খুব মজাই আছি। নাহ। কোন মজা নেই। সব অভিমান। রাস্তা পার হতেও খুব আলসামো লাগে। মনে হয় কেউ যদি একটু হাতটা ধরে পার করে দিত। এতটা স্বাধীনতা চাইনি। এতটা বড় হতে চাইনি।

৩,৬৫৮ বার দেখা হয়েছে

২ টি মন্তব্য : “না চাওয়া স্বাধীনতা”

মওন্তব্য করুন : পারভেজ (৭৮-৮৪)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।