স্যার, দেশের উন্নতি করব।

ক্লাশ অব ক্লান গেমে ক্লানে নতুন কেউ এসে যখন কো লিডার হতে চায়, জিজ্ঞাসা করা হলে যে “কো লিডার হয়ে কি করবা? ” উত্তর দেয় ক্লানের উন্নতি করব। ব্যাপারটা ঠিক বুঝে উঠি না যে কো লিডার হয়ে ক্লানের ঠিক কি উন্নতি করা যায়।
এটা আসলে কোন দোষ না। এই উত্তর টা আমাদের রক্তে মিশে আছে। আমরা খালি উন্নতি করতে চাই। দেশের, সমাজের।মোটামুটি মুখস্থ উত্তর।
পিচ্চি কালে টিচাররা ক্লাশে দাড়া করায়ে জিজ্ঞাসা করত বড় হয়ে কি হবা?
উত্তর: ডাক্তার হব।
ডাক্তার হয়ে কি করবা?
উত্তর: মানুষের, দেশের সেবা করব।
আরেকটু বড় হলাম। ক্লাশ সিক্সে। ক্যাডেট কলেজ রিটেন এ টিকলাম। ভাইবার জন্য প্রস্তুতি।
প্রশ্ন: ক্যাডেট কলেজে কেন ভর্তি হতে চাও?
উত্তর: I want to be an army officer. I want to serve the nation. that’s why I want get chance in cadet college.
এখন আর মাথায় আসে না যে একটা ক্লাশ সিক্সের বাচ্চা আর্মি লাইফ আর আর্মির নেশন সার্ভ সম্পর্কে সিনেমার দৃশ্যগুলো বাদে আর কিই বা জানে!!

আরেকটু বড় হলাম কলেজে টিচাররা জিজ্ঞাসা করে করে থেকে বের হয়ে প্লান কি?
উত্তর: স্যার, আর্মি।
বেশিরভাগ ক্ষেত্রে আর দ্বিতীয় কোন প্রশ্ন শুনতে হত না। কিন্তু কেউ যদি জিজ্ঞাসা করে বসত “আর্মি কেন?” উত্তর: স্যার, আর্লি এস্টাবলিশমেন্ট।(নিজের/ফ্যামিলির উন্নতি)
আইএসএসবি বোর্ড। ডিপি ভাইবায় আবারো সেম প্রশ্ন।
-আর্মি কেন?
উত্তর তিন রকম।
আর্লি এস্টাবলিশমেন্ট/বাবা-মার স্বপ্ন/এডভাঞ্চারাস লাইফ।
ভার্সিটিতে মাঝে মাঝে টিচার জিজ্ঞাসা করে বিবিএ পড়ে কি করবা।
উত্তর: স্যার দেশকে অর্থনীতিতে এগিয়ে নেব।(আমার এখনও ক্লিয়ার কোন ধারনা নাই যে বিবিএ পড়ে আমি আসলে কি করব,let it go.)
বয়স এখনও অনেক বাকি।জানি এই প্রশ্নের সম্মুখীন আরো অনেকবার হতে হবে। আমি আরো অনেকবার দেশের উন্নতি করব। কিন্তু সিম্পল একটা চিন্তা। দেশের উন্নতি করতে কি এত কিছু হওয়া লাগে!!! শুধু মানুষ হলেই হয়। দেশটা তো মানুষের। গরু-ছাগলের না।
কি হবা? এই প্রশ্নে যদি বলতে পারতাম “মানুষ হব।” ইশ!!

৩,৫৩৯ বার দেখা হয়েছে

১১ টি মন্তব্য : “স্যার, দেশের উন্নতি করব।”

  1. আহসান আকাশ (৯৬-০২)

    ভাল বলেছো। নিজ জায়গায় থেকে নিজের কাজটা ঠিক ভাবে করলেই দেশের জন্য যথেষ্ঠ করা হয় কিন্তু আমরা শুধু মুখে মুখেই দেশের কাজটা করে ফেলতে চাই।


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  2. ইশরাক (২০০৮-২০১৪)

    ধন্যবাদ আপু। চেষ্টা করব সবসময় সাথে থাকতে। দোয়া করবেন।। 🙂


      হারিয়ে যাইনি তবু এইত জরুরী খবর
      আকাঙ্ক্ষা আর হতাশায় হারিয়ে যাওয়ার কোন মানে নেই।

    জবাব দিন
  3. পারভেজ (৭৮-৮৪)

    উৎকৃষ্ট ব্লগ।
    একটা কংক্রিট ধারনার উপরে কয়েক রকম ভাবনা।
    এক নিঃশ্বাসে পড়া গেল, সেটাই বিরাট সাফল্য।
    ভাল লেগেছে...


    Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.

    জবাব দিন
  4. জুনায়েদ কবীর (৯৫-০১)

    আমাদের দেশে 'জীবনের লক্ষ্য' আসলে তামাশা ছাড়া আর কিছুই নয়।
    বাবা-মার ইচ্ছে, গুরুজনের ইচ্ছে, শিক্ষকের ইচ্ছে, কোথায় চান্স পাবে কি পাবে না... এসব কিছু মিলিয়ে জীবনের লক্ষ্য ঠিক রাখাই মুশকিল হয়ে যায়।

    তবে হ্যাঁ, 'মানুষের মত মানুষ হতে চাই'- এই ব্যাপারটিতে স্থির থাকতে পারলে দেশ ও নিজের জন্য সবচেয়ে মঙ্গলজনক হত।

    নিয়মিত ব্লগিং জারি থাকুক।


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন

মওন্তব্য করুন : সাবিনা চৌধুরী (৮৩-৮৮)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।