শুভ জন্মদিন ক্যাডেট কলেজ ইনটেক ২০০৭

আজ তেইশে মার্চ ,
ক্যাডেট কলেজ ইনটেক ২০০৭ থেকে ১৩ এর ক্যাডেটদের সবার দ্বিতীয় জন্মদিন আজ ।
দেখতে দেখতে সাত সাতটা বসন্ত পেরিয়ে গেলো ।
কিন্তু আজো স্মৃতির পাতায় স্পষ্ট ভাসে দিনটি ,
দিনের প্রতিটি মুহূর্ত আজো হুবহু বলে দিতে পারবো ।

আজ কয়েকটি ঘটনা খুব মনে পড়ছে ।
সত্যি ঘটনা , প্রাইভেছি রক্ষার্থে ছদ্মনাম ব্যবহার করে ঘটনাগুলো শেয়ার করছি…।।

২৩ শে মার্চ স্মরণীয় কারণ এই দিনে যুক্ত হয়েছিলাম নতুন এক পরিবারের সাথে ,
অনেক বড় এক পরিবার …।
এই বড় পরিবারের অনেক সদস্যের মধ্যে সবার আগে পরিচয় হয়েছিলো সিলেট ক্যাডেট কলেজের ৩২ তম ব্যাচের ৫০ টি কচি শিশুর সাথে…।
যারা সবাই এখন ছড়িয়ে গেছে দেশ বিদেশের বিভিন্ন প্রান্তে । অজানা কারনে তাদের সাফলে উল্লাসিত হই ।
মনে হয় এইতো সেদিন মোটা ছেলেটাকে নিয়ে কত হাসাহাসি করতাম । সেই মোটা ছেলেটার এখন আঙ্কেলদের মতো চেহারা হয়ে গেছে,
আইবিএ নামক বিখ্যাত প্রতিষ্ঠানে ছেলেটা অধ্যয়ন করছে ।

আজো স্পষ্ট দেখতে পাই ছেলেটার ডাইনিং হলের সেই চেহারা , ডিম-আলু ভর্তার মতো সব চাইতে বোরিং খাবারকে ইয়ামি বলে আনন্দের সাথে খাওয়ার দৃশ্য আজো আমার মুখের কোনে হাসি এনে দেয় ।

আজো মনে পরে কোইয়াটস আওয়ারে রুম থেকে বাথরুম এ যাওয়ার নিষেধাজ্ঞার কথা।
সেই নিষেধাজ্ঞায় লকার এর চিপায় যেয়ে ফ্রেশ পানির বোতলে কাজ সারার অভিনব কৌশল চাইলেও কোনদিন ভুলতে পারবো না ।

মনে হয় এইতো সেদিন বোতলটা হাউস বেয়ারার কাছে ধরা খেলো , প্রথমে সে সরবত ভাবল অতঃপর ডিউটি মাস্টারের কাছে বোতল খানা নিয়ে গেলো ।
ডিউটি মাস্টারের নামো ভুলি নি ,
হ্যাঁ সেদিন নাহিদা ম্যাডাম ডিউটি মাস্টার ছিলেন। ম্যাডাম সামনে কি লজ্জাই না পেলাম আমি।
রাতের বেলা জাহাঙ্গীর স্যার ওরফে জ্যাক স্যারের বেতের বারির কথা হয়তো চাইলেও কোনদিন ভুলতে পারবো না ।

বুকটা বড় ফাকা ফাকা লাগে যখন দেখি কেউ আর আমাকে টিজ করে না ।

যখন দেখি সাকি আর আমার সাথে তর্কে হেরে চুপ হয়ে যায় না ।

যখন সকালের ফলিনে গত রাতে স্বপ্নে কে কি দেখেছি সেটা নিয়ে গল্প হয় না।

কেউ আর হয়তো বলবে না গত রাতে স্বপ্নে সে নাবিলের গার্লফ্রেন্ডকে অন্য আরেক ছেলের সাথে দেখেছে,
পরক্ষনেই নাবিল চিৎকার করে বলবে না –
“বয়েস আমিও স্বপ্নে দেখছি যে ওর গার্লফ্রেন্ড আর আমার বিয়ে হয়েছে, দুইটা কিউট বেবিও ছিল সাথে।”

আর কোনদিনই হয়তো একজনের স্বপ্নের বাকি অংশ আরেকজন দেখে দিবে না ।

মাঝ রাতে কেউ আর পানি দিয়ে বেড ভিজাবে না ।

আব্দুল্লাহর ভয়াবহ ফুটবল কিক , সাহসি কমলের সেই কিকের ডিফেন্ড করতে গিয়ে পা ভাঙার রোমাঞ্চকর দৃশ্য আর কোনদিন দেখা হবে কিনা জানি না।

ক্লাস সেভেনের সেই ছেলেটার কথা আজো কানে ভাসে ,
যে সবাইকে বলতো-
“দোস্ত , একটা কথা বলি , কাউকে বলিস না , তোকে বিশ্বাস করে বলতেছি । আমার একটা গার্লফ্রেন্ড আছে ।”
ক্লাসের ঘুম মানবের কাল্পনিক প্রেম কাহিনি হয়তো আর কোনদিন শোনা হবে না ।

আমারা হয়তো আর কখনই সিরাজ কে বলব না “তুই শালা অংক মুখস্ত করস ”

আমি হয়তো আর আজান কম্পিটিশনে আজান ভুলে যেয়ে আল্লাহু আকবর আল্লাআআআআআআআআআআআআআআআআআ বলে ২ মিনিট ধরে টান দিব না পরবর্তী লাইন মনে করার জন্যে ।

শানিকে আর কেউ হাউজ দরজি ডাকবে না, সেই শানি হবে কয়েকদিন পর প্রতাপশালী আর্মি আফিসার ।

শিপনের জোক আবার কবে শুনি ঠিক নাই ।

ভ্যাকেশন থেকে কলেজে ফিরে আর হয়তো সবার মেয়ে ঘটিত বীরত্বপূর্ণ গল্প শোনা হবে না ।

৭ বছর আগে শোনা সালমানের জোক ,
” one day a man went to a barbar and asked, how much for haircut and how much for shave, barbar replied 5 taka for shave and 10 taka for hair cut.
then the man said, “shave my head”
এখনো ভুলতে পারিনি…।

ভুলতে পারিনি সেদিন ইবতির গাওয়া সেই গান…।

” আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা ,
আর কতকাল আমি রব দিশেহারা,
রব দিশে হারা ।”

সবাই ছড়িয়ে ছিটিয়ে গেছে । কিন্তু স্মৃতিগুলো হারায়নি ,
স্মৃতি গুলো নিশ্চিত ভাবে এখনো সবাইকে হাসায় , কখনো কাদায় …।।

স্মৃতি গুলোর জন্মদিনে ক্যাডেট কলেজ ইনটেক ২০০৭ এর সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা শুভকামনা ,
সেই সাথে সবার কাছে আমাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্যে দোয়া প্রার্থী ।

২,৭৫০ বার দেখা হয়েছে

১০ টি মন্তব্য : “শুভ জন্মদিন ক্যাডেট কলেজ ইনটেক ২০০৭”

  1. শাহরিয়ার (০৬-১২)

    ব্লগে জুনিয়র দেখলে খুব ভাল লাগে। সিনিয়র সিনিয়র ভাবটা আসে। 😛
    শুভ জন্মদিন বাচ্চারা।


    • জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব - শিখা (মুসলিম সাহিত্য সমাজ) •

    জবাব দিন
  2. আশিক (২০০৭-২০১১)

    রেসপন্স দেখে খুব ভালো লাগছে,
    সবাইকে অসংখ্য ধন্যবাদ।
    রাজীব ভাই ওয়াজ রাইট,
    উই সুড রেসপনস .
    যদিও সময়ের অভাবে করতে পারি না সব সময় কিন্তু এখন থেকে চেষ্টা করবো।
    মোস্তাফিজ ভাই, কলেজ আউট হইছিলাম

    জবাব দিন

মওন্তব্য করুন : আশিক (২০০৭-২০১১)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।