বেগ আবেগ

সুখ..
কী আপেক্ষিক এক গল্প,
তোমার, আমার, আমাদের সবার-
কিছু মাস্টার-পিস মুহূর্ত
আর মস্তিষ্কে বিদ্যুৎ তরঙ্গের অনুরণন,
কিছু ভালো লাগা মুখ আর
কিছু চেনা স্বরে।
নিষ্কাম প্রেমাবেগ, কিছু স্মৃতি।
বিষ্ফোরণোন্মুখ হৃদয়দ্বারে কড়া নাড়া কোন চেনা শব্দ
অবুঝ কৈশোরের তীব্র শিহরণ-
অদ্ভুত কোনো নতুন গানে বুদ হয়ে থাকা কতক দিন,
হৃদয় ছোঁয়া কোনো নভেলে নীরব সংবেদনশীলতা।
প্রানশক্তির ব্যবহারে ফিকে হয়ে আসা সোনা রোদ আলোয়
হারিয়ে যেতে থাকা মুহুর্তগুলো
শৈশবের বিকেলের মত
হেমন্ত আর শীতের কিছু অপত্য হলদে মান্দার পাতা,
ম্যাপলের মত রাঙ্গানো উঠোন, সরু পথ
নির্মোহ কিছু মন আর ক্ষুদ্রাকাঙ্খী কিছু জন
কী সরল, কী সরল!!!
সুখ খুঁজে পাওয়া সবকিছুতেই।
সে জন, সে মন, সে ক্ষন আজ ডিজিটাল।
আইপড কিংবা ম্যাকবুক,
কাঁপা হস্তলেখনী মুক্ত প্রেমপত্রে সিদ্ধহস্ত
রোমিও কিংবা ফেসবুক
না হয় ক্ষুদ্র এক মুঠোফোন।
গাইতে হয়না আর কোন গান,
ভাসাতে হয়না তা আর বাতাসে,
অথচ কী সহজ অনুপ্রবেশ!
কী ভীষণ গভীরে!
এফোড় ওফোড় করে দেয়া!
শখ বদলায়, সুখ বদলায়
আর শোকও বদলায়
বদলায় অপটিক্যাল ফাইবারের ডাটার স্পীডে।
চোখ দেখে, কান শোনে
হৃদয় কি বোঝে?

২,০৭৫ বার দেখা হয়েছে

১৪ টি মন্তব্য : “বেগ আবেগ”

  1. আসাদুজ্জামান (১৯৯৬-২০০২)

    ধন্যবাদ রিফাত। অবশ্যই চিনতে পারছি। ক্যাডেট নাম্বার ২০৮২। ভুল হতে পারে। 😕 তবে আক্কেলপুরের ছেলে এ ব্যাপারে কোন সন্দেহ নাই। কোথায় আছ এখন? ইমতিয়াজ, তৌকির, রাব্বী ওরা কি করছে? ভালো থেকো। আশা করছি এখানে প্রায়ই কথা হবে। আল্লাহ হাফিজ।

    জবাব দিন

মওন্তব্য করুন : মোঃ তৌফিক মোর্শেদ (২০০২-২০০৮)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।