পরম

সুন্দর সত্য হে স্বত্বা অনাদি অনন্ত
বসে আছি প্রতীক্ষায় যতক্ষণ নারি
হৃদয় স্পন্দনে মম স্মরণে তোমারি
ছুয়ে যাবো ঠিক হেথা যেথায় সীমান্ত।
নষ্ট যুগের ভ্রষ্ট অবগাহনে ক্লান্ত
বিষন্ন পথিক, কী হারিয়ে খুঁজে ফিরি
বিকিয়েছি মূল্যবোধ, ঠিক যেন ফেরি
করে ফেরিওয়ালা দূর থেকে দূ্রান্ত।

দোষ আর কারে দেব, এতকাল ধরে
নির্ভুল নিজের কাছে সব অজুহাতে
হয়ে গেছি পার পিছু দেখি নিতো ফিরে
গলদ কীসে ঠিক, ওজরে না আমাতে?
এটাই হয়েছে কাল, শিখিনি কি করে
ভুলগুলো ফুল হয় জীবন ডালিতে।

১,০৯৬ বার দেখা হয়েছে

৬ টি মন্তব্য : “পরম”

মওন্তব্য করুন : সাব্বির (৯৫-০১)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।