বিকিনি বারিস্তা

[ডিস্ক্লেইমারঃ ইহা একপিস ফাঁকিবাজি এবং সংক্ষিপ্ত পোস্ট]

গতকাল থেকে আমাদের এরিয়াতে তথাকথিত বিকিনি বারিস্তা নিয়ে বেশ ফাটাফাটি চলতাছে। ঘটনা কি? তার আগে কই বিকিনি বারিস্তা কি। খুব সোজা বিজনেস আইডিয়া। কফি শপ + স্ট্রিপার। মানে হোল এমন কফি শপ যেখানে কফি সার্ভ করে খুবই সংক্ষিপ্ত পোষাক পরা ললনারা। তো ঘটনা হইল গতকাল আমাদের শহরে (আমার অফিসের কাছের শহরটার নাম হোল বেলভিউ) এই টাইপের এক পিস বিকিনি বারিস্তা খোলা হয়েছে। যথারীতি খোলার দিন থিকাই ওদের বেচাকেনা ফাটাফাটি। মাগার রক্ষনশীল শহরবাসী চেইতা গেছেগা। তাগো কথা হইল আমরা পরিবার পরিজন বাচ্চা পোলাপাইন নিয়ে থাকি, আমাগো পোলাপাইনের সামনে এইসব চলব না। যদিও এরা সি-বিচে হারাদিন ন্যাংটা হইয়া থাকব, কিন্তু এইখানে আইসা হেগো মাথা আউলা। তাই চলছে এই বিকিনি বারিস্তা হঠাও আন্দোলন। ওহ, বারিস্তার নামডাও জটিল “Knotty Bodies”।

যাই হোক, আইন মতে সিটি কর্পোরেশন কিছু করতে পারে না। কিন্তু জনগনরে সামাল দেবার জন্য এর আপাতত কফি শপের ড্রাইভ থ্রু (গাড়িতে চড়েই কফি কেনার ব্যাবস্থা, ভিডিও দ্রস্টব্য) বন্ধ করে দিয়েছে সিটি কোড ভায়োলেশনের দায়ে। তবে পায়ে হেটে কফি ঠিকই কেনা যাবে। ভাবতাছি কাইল যামু কিনা। এনি হু, পোলাপাইনের কথা চিন্তা কইরা কিছু ভিডিও দিলাম।

আহারে, এমন বিকিনি পরা চায়ের দোকান কবে যে ঢাকায় দেখুম।

৩,৯৩১ বার দেখা হয়েছে

৩৯ টি মন্তব্য : “বিকিনি বারিস্তা”

  1. ইফতেখার (৯৫-০১)

    ট্রাভেল চ্যনেলে দেখলাম এইটা সেদিন ... সিয়াটল যাইতে মন্চায়। এদের টিপসের পরিমান বিশাল 😉

    ওরেগন এ দেখলাম মারিজুয়ানা বার ও খুলসে। ওইদিকে গেলে মরতুজা ভাই রে নিয়া দুই যায়গায় ঘুরতে যাবো 😉

    জবাব দিন
  2. আহসান আকাশ (৯৬-০২)

    অনেক দিন পর মর্তুজা ভাই পুরানা দিনের মত আমাদের ছোটদের জন্য একটা পোস্ট দিলেন, আপনার সেই সিরিজ পড়তে মন চায় 😛


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  3. তানভীর (৯৪-০০)

    তওবা-আস্তাগফিরুল্লাহ! এইগুলা কি ভি্ডিও দেখলাম!! 😛 😛

    মরতুজা ভাই, অনেক দিন পর আমাদের মত কচি-কাঁচাদের জন্য একটা লেখা দিলেন। :shy:
    আগাম ঈদ মোবারক ভাইয়া। আমাদের ভাতিজী কেমন আছে?

    জবাব দিন
  4. হায় হায় এমুন কঠিন জিনিস আজকে আমার চোখে পড়লো কেমনে? এত দিন কইছিল!!! ধুর আমার ব্যাঞ্চাই....

    বস , ছোটদের জন্য লেখা আপনার সিরিজটা পড়তে মন চায়... অফিস টফিস তো নাই এখন আর,,, লিখা ফালান একটা....

    জবাব দিন

মওন্তব্য করুন : জাহিদ (১৯৯৯-০৫)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।