শুভ নববর্ষ ২০০৯ (or Happy NewYear?)

এখন পর্যন্ত নিউ ইয়ার নিয়ে কোন অফিসিয়াল ব্লগ না দেখে লোভটা সামলাতে পারলাম না। কোবতে একটা দ্যাক্লাম, আর রায়হানের পিলান প্রগ্রাম, মাগার তাও…ফাকা মাঠে গোল দেওয়ার ধান্দা আর কি। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আহারে, পোলাপাইন/মাইয়াপাইন সব বুড়া/বুড়ি অয়া যাইতাচে।

ফুটনোটঃ আজকে বিকালে বাইরে ঘুরতে গিয়েছিলাম। হঠাৎ রাস্তার পাশে দোকানের নাম দেখলাম “Animal Eye Clinic”. আমেরিকার গরু ছাগলেরা মনে হয় আইজকাইল চোখে কম দেক্তাচে আমার মত। চশমা ওয়ালা ছাগল অবশ্য এহনো দেহি নাই। দ্যাশে আছে নাকি?

আপডেটঃ আমার এহানে কিন্তুক অহনো নতুন বছর আহে নাই (রাইত নয়টা বাজে)। সো টেকনিক্যালি, আমি কিন্তুক লেট করি নাই।

আপডেট ২ঃ বউ আইজকা সর্ষে ইলিশ রানছিল। বহুত মজা হইছিল। এক্কেরে চাঁদপুরের ইলিশ। বছরটা মনে লয় ভালই যাইব। আপাতত ঢেকুর তুইলা সিনেমা দেক্তাছি।

২,৫৭৯ বার দেখা হয়েছে

২৯ টি মন্তব্য : “শুভ নববর্ষ ২০০৯ (or Happy NewYear?)”

  1. ফয়েজ (৮৭-৯৩)
    চশমা ওয়ালা ছাগল অবশ্য এহনো দেহি নাই। দ্যাশে আছে নাকি?

    :khekz: :khekz: :khekz:

    আমিও দেখি নাই। ফাকা মাঠে গোল ভালই হইছে। এক ঢিলে দুই পাখি মারছ তুমি। অনেক দিন লেখা না দেয়া টাও হইল কি বল?

    তোমাকে আর পার্বতী ভাবী কে Happy new year


    পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না

    জবাব দিন
  2. তানভীর (৯৪-০০)

    মরতুজা ভাই, শুভ প্রত্যাবর্তন এবং একই সাথে হেপি নিউ ইয়ার। 🙂

    কেমন আছেন ভাইয়া? পার্বতী ভাবীকে নিয়ে যে খুব সুখে আছেন ব্লগে আপনার অনুপস্থিতি দেখেই বুঝা যায়। 😀

    চশমা ওয়ালা ছাগল অবশ্য এহনো দেহি নাই। দ্যাশে আছে নাকি?

    :khekz: :khekz: :khekz:

    জবাব দিন
  3. টিটো রহমান (৯৪-০০)

    উফ কতদিন পর মরতুজা ভাইযের লেখা। আনন্দে কয়টা দিয়া লই :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll:
    হ্যাপি নিউ ইয়ার ভাই.........এই খুশিতে আবার ব্লগ ছাইড়া ভাবীরে নিয়া লাইট ইয়ার দূরে চইলা যাইয়েন না।
    ব্লগে থাকুন(stay close)


    আপনারে আমি খুঁজিয়া বেড়াই

    জবাব দিন
  4. মুহাম্মদ (৯৯-০৫)

    প্রথমে মরতুজা ভাই ও পার্বতী ভাবীকে হেপি নিউ ইয়ার। তারপর সবাইকে হেপি নিউ ইয়ার।
    আমার গত বছরের সমাপ্তি আর এই বছরের শুরুটা খুব ভাল হয়েছে।
    ২০০৮ শেষ করেছি একটা মুভি দিয়ে: লাইক ওয়াটার ফর চকলেট। সিনেমাটা সুন্দর, তাই গত বছরের শেষটাও ছিল সুন্দর। সিনেমা দেখা শেষ হয়েছিল রাত ১১:৫৪ তে।
    ২০০৯ শুরু করেছি স্ট্যানলি কুবরিকের "আইস ওয়াইড শাট" দেখে। অসাধারণ সূচনা। সিনেমাটা একেবারে পাগল করে দেয়ার মত, অনন্যসাধারণ; তাই নতুন বছরের শুরুটাও হল চমৎকার। এই সিনেমা দেখা শুরু করেছিলাম রাত ১২:১০ এ। শেষ হয়েছে ৩:৫০ এ।

    জবাব দিন
  5. হেপি নিউ ইয়ার। :clap: :clap: :clap:

    ফাঁকিবাজি ফালাইয়া লিখতে বসেন। x-( আপ্নে তো মিয়া মানুষ না। এতো বড় একটা ক্রিস্মাসের ছুটি গেলো , আমাদের দাওয়াতো দিলেন না। আবার চাঁদপুরের ইলিশ খাইতেছেন সেই গল্প রসাইয়া রসাইয়া কইতেছেন। 😡 😡 😡

    ফাঁকিবাজি করার লাইগা মরতুজা ভাইয়ের আধাঘন্টার জন্য আজীবন ব্যন চাই। 😉 😉 😉

    জবাব দিন
  6. আম্রিকার মানুষদের সমস্যা কী? তারা এতো ইলিশ খাওনের গপ্প করে ক্যান? আমরা কী ইলিশ জীবনে চোখে দেখি নাইক্কা? :grr:

    বস হ্যাপি নিউ ইয়ার। টিটু ভাইয়ের মতো কইরা কই, লাইট ইয়ার দূরে হারায়া যায়েন না। মাঝে মাঝে সিসিবিরেও মনে কইরেন... :tuski: :tuski: :awesome: :awesome:

    জবাব দিন
  7. তৌফিক (৯৬-০২)

    হ্যাপি নিউ ইয়ার, মরতুজা ভাই। বহুদিন পর লিখলেন।

    আমি তো কুত্তা বিলাইয়ের spa করার জায়গায় দেখছি।

    কোথায় যেন পড়ছিলাম, নর্থ আমেরিকায় কুত্তা বিলাইয়ের পিছে যতো খরচ হয়, বাংলার ১২ কোটি মানবসন্তানের পিছে অত খরচ হয় না। যখন পড়ছিলাম তখন বাংলাদেশের জনসংখ্যা ছিল ১২ কোটি।

    নিউ ইয়ার পার্টিতে গেছিলাম এক বন্ধুর বাসায়। অভ্যাগত অতিথিদের মধ্যে মাইয়াগুলা পোষা কুত্তাটারে এমন চুমান চুমাইল যে কুত্তা হয়া যাইতে ইচ্ছা করতেছিল।

    জবাব দিন
  8. মুসতাকীম (২০০২-২০০৮)

    মরতুজা ভাই ব্লগ না লিখেন ~x( ~x( কমেন্টতো করতে পারেন মাঝে মাঝে নাকি 🙁 🙁


    "আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"

    জবাব দিন
  9. আহ্সান (৮৮-৯৪)

    মরতুজা,
    অনেকদিন পরে। অল্প লেখা কিন্তু তাও ভালো লাগছে। তোমার লেখার অভাব বোধ করি সবারই অনুভূত হয়েছে। নতুন বছরে আরো ভালো লেখা বেশী বেশী করে লিখ এই প্রত্যাশা রইল।
    ভাবীকে সালাম ও নতুন বছরের শুভেচ্ছা।

    জবাব দিন
  10. জুনায়েদ কবীর (৯৫-০১)

    মরতুজা ভাই দেখি লেখা দিছেন???? :party: :party:
    সপ্তাহ্‌খানেক আগে ভাবতেছিলাম 'আপনি লাস্ট কবে লেখা দিয়েছেন...' :-B
    কিন্তু মনে করতে পারি নাই- নিশ্চয়ই আমি তখন অনেক ছোট ছিলাম...!!! O:-)

    যাউগগা আপনার এবং ভাবির জন্য শুভকামনা…
    মরতুজা ভাই ব্লগ না লিখেন ~x( ~x( কমেন্টতো করতে পারেন মাঝে মাঝে নাকি 🙁 🙁


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন

মওন্তব্য করুন : তৌফিক (৯৬-০২)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।