হাল্কা পোস্ট

দেশ আসলেই এগিয়ে যাচ্ছে। এই এগিয়ে যাওয়ার পথে আমার কিঞ্চিৎ পোস্ট কাউন্ট বাড়ানোর চেস্টা (অন্য ভাষায় আজাইরা পোস্ট)।

নিচের সংখ্যাগুলো দেখে মনটা কেমন যেন ভালো হয়ে গেল। সব পোলাপাইনের দেশ বিদেশে ইফতারের সমাহার দেইখা খারাপ মন ভালো করার কিঞ্চিৎ প্রয়াস। আসলেই, দেশ এগিয়ে যাচ্ছে, ভাবতে ভালই লাগে। নাহ্‌, এইবার একখান গাজী ট্যাংক কিনাই লাগে।

•সিসিবি প্যারেড স্টেট
সর্বমোট সদস্য: ১,১০০
সর্বমোট পোস্ট: ২,৭২৭
সর্বমোট মন্তব্য: ১০৪,৯০৮

নাহ্‌, বেশি ফাকিবাজী পোস্ট হয়া যাইতাছে। কয়েক পিস ছবি দিলাম (মতান্তরে আরেক ফাকিবাজী)।

১.১। অরেগন কোস্টে গিয়েছিলাম কয়েকদিন আগে। হাইওয়ে ১০১ ধরে প্যাসিফিকের পারে।
DSC01949

১.২। আরেক পিস।
DSC01988_2

২। মাউন্ট বেকার
DSC02039_2

৩.১। মাউন্ট রেইনিয়ার। একপিস অ্যাক্টিভ ভলকানো। বাড়ির পাশেই, বেশি দূরে না। মাত্র ৬০ মাইল। যেকোন সময় এই পিস্‌ উগরাইতে পারে।
DSC01773_2

৩.২। মাউন্ট রেইনিয়ারের আরেক সাইড। সেদিন মেঘের যন্ত্রনায় দেখা একটু মুস্কিল ছিল।
DSC01827_2

১,৪৪৩ বার দেখা হয়েছে

৫৩ টি মন্তব্য : “হাল্কা পোস্ট”

  1. তানভীর (৯৪-০০)

    * ১ম আর শেষ ছবি দুইটা খুব ভালো লাগল।

    * মেঘ ছুঁয়ে দেখতে খুব ইচ্ছা করে!

    * আগ্নেয়গিরির এত কাছে থাকেন, ভয় লাগে না?

    * আমাদের মত বাচ্চা-কাচ্চাদের জন্য আপনার লেখা সিরিজটা মিস করছি। 😀

    * কেমন আছেন ভাইয়া? ভাবী ভালো আছে?

    জবাব দিন
  2. তাইফুর (৯২-৯৮)

    বস, নামকরনের সার্থকতায় আপনে দশ-এ শূণ্য পাইছেন ... 😛

    হাল্কা পোষ্টে রোজা হাল্কা হইব কি হইব না সেই দুশ্চিন্তা নিয়া শেষ পর্যন্ত রিস্ক নিয়া দেখি এ কি ?? 😮
    ইন্সাফ হইল এইডা ...


    পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
    মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥

    জবাব দিন
  3. ফয়েজ (৮৭-৯৩)

    পানি এত্ত নীল লাগে ক্যান? আহা কি সোন্দর, মনটা জুড়াই গেল।

    তোমার প্রোফাইল পিক্টা মারাত্মক হইছে। মনে হইতেছে জুনিয়র কেউ পাংগা খাইতেছে আর তুমি মিচকা মাইরা মুখ ঘুরাই হাসতেছো 😀


    পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না

    জবাব দিন
  4. আহারে!
    মরতুজা ভাই আমাগোরে ভুইলাই গেছিলো 🙁
    আপনার তথাকথিত আজাইরা পোস্ট দেইক্ষা ঝকামকা কইরা লগইন করলাম...

    ছবিগুলো দারুন। আজকে সকালেই অরেগন বিচ এর ছবি দেখলাম ফ্লিকারে এক বড় ভাইয়ের লিংক ধরে... আবার আপনার কাছেও দেখলাম।। জটিল ভাইয়া

    তবে, আগ্নেয়গিরির কাছে থাকেন, ভয় করেনা? 😀

    জবাব দিন
  5. কামরুল হাসান (৯৪-০০)

    ইউনিট টেস্ট শিখানোর বদলে সবাইকে ফাঁকিবাজি শিখাচ্ছেন।

    প্রথম ছবিটা সবচেয়ে সুন্দর এসেছে।

    আপনার না আমারে মিষ্টি পাঠানোর কথা? আগ্রিম পাঠাইয়া দেন। 😛


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন

মওন্তব্য করুন : তাইফুর (৯২-৯৮)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।