২০০০তম পোস্ট এই মাস্ফ্যুর!

হেহেহেহেহেহে

যতই চাপাচাপি করেন কোনই লাভ নাই,ব্লগের ২০০০ তম পোস্ট এই মাস্ফ্যুই ছিনায় নিলো।আপনেরা সবাই জানেন যে আমার বিসিএস পরীক্ষা চলতেছে-এখন আমার পোস্ট দেওনের সময় থাকার কথা না।কিন্তু হা হতোস্মি-যার কাছ থেইকা পোস্ট “লিস্ট একসপেক্ট” করছিলেন সেই মাস্ফ্যুই বাজিমাত কইরা দিল!

এইবার সবার কাল্পনিক অনুভূতি জানাইঃ

১)কামরুল ভাই- “বেটা জা*ই মাস্ফ্যু,তরে কেডা কইছিল পোস্ট দিতে??আমি সেই ১৯৫৩ সাল থেকে অপেক্ষা করতেছি কবে কন্ডম গলি থিকা টোকাইরা কন্ডম কুড়ানোর আগেই ২০০০তম পোস্ট দিমু, তুই এমনে বাঁশ দিলি?ওরে ঠাডাইয়া একটা থাবা দেন তো কেউ…

২)তাইফুর ভাই-ভাগিনা,আমার কুনু আফসুস নাই কারণ ভাগিনার দেওয়া মানেই মামার দেওয়া(এই বলে তিনি ভাগিনার ইংরেজি বানানের শব্দটি দিয়ে আমাকে গালি দেবেন মনে মনে)

৩)তৌফিক ভাই-বেটা লম্বু(উনি নিজে কি,আমারে কয়??হেহ!),আমি কানাডায় বইসা আমার থিসিসের রোবটটারে বসাই দিছিলাম এই পোস্ট নাম্বার ট্র্যাক করতে আর তুই আমার ভাত মারলি?খাড়া আইজকা আমা থিসিসের একদিন কি তোর একদিন(ইয়ে মানে তৌফিক ভাই রোবট নিয়া রিসার্চ করতেছেন বইলাই জানি,ভুল হইলে মাপ কইরা দিয়েন)

৪)রবিন ভাই-মিস্ফ্যু, তিই ইমিরা নি বিইলা পিস্ট দিয়া দিলি?ইক্কিরি পিরি গিয়ি মিরি গিলিম!!যিই ইমি রিবিবি মিডিমির কিলে মিথি রিইখা কিন্নিকিটি কিরি।

৫)ফয়েজ ভাই-কি হে মাসরুফ পোস্ট দিলা নাকি?ফাঁক পাইলা কেমনে?ফাঁকি দিছ? বুঝি কি আর না,সব ই বুঝি…

৬)কাইয়ুম ভাই- ওই মাসরুফ তোর সিনিয়র-জুনিয়র আক্কেল জ্ঞ্যান নাই?আমার মত ৬০ বছরের বয়স্ক(আজিব!আমি তো জানতাম ৪০) লোকের আগে পোস্ট দিয়া দিছস?যা লং আপ হয়া থাক…

৭)তুহিন-মাস্রুব্বাইপোস্টদিছেন?কুব্বালাহৈছে কিন্তুয়ামিদিলে আরোভালহৈত।এইটা ঠিক্করঞ্জায়না?

৮)জিহাদ-আররে যাস্ট মাস্রুফ ভাই যাস্ট পোস্ট দিলেন নাকি?তাও ২০০ নাম্বার?সাবাশ!

৯)মুহম্মদ-ডারুইনের বিবর্তনবাদ থেকে আমরা জানি যে এই ব্লগ একদিন এরকম ছিলনা এখন বিবর্তিত হতে হতে ২০০০তম পোস্ট এসে গিয়েছে-মাসরুফ ভাই্যের পোস্ট সেই বিবর্তনেরই ফসল…

১০)রকিব-আররে মাস্রুফ ভাই ২০০০ তম পোস্ট আমাগো জেসিসির?লন এক কাপ চা লন…

১১)আন্দালিব ভাই- ভোরের আলো শিশির ছুঁয়ে আলোকবর্ণালী প্রতিসরিত করে বর্ণিল পুষ্পকের সলজ্জ আহবানে সাড়া দেবার আগেই তোমার এই পোস্ট মন ছুঁইয়ে গেল…

১২)মাহমুদ ভাই(সদ্য লস এঞ্জেলস ফেরত)-বাহ মাসরুফ পোস্ট দিলে?তাও ২০০০ ত।।আরে বোলনা আমার দেবার কথা ছিল কিন্তু লাস ভেগাসের *ডিস্ট বারের সেই স্বর্ণকেশী তরুনীর সাথে নৃতত্ত্ববিষয়ক আলাপ করতে গিয়ে দেরি হয়ে গেল…

১৩)এডজুটেন্ট ইউসুফ ভাই-ব্লাডি মাসরুফ,২০০০ ফ্রন্ট্রোল স্টার্ট!হাউ ডেয়ার ইউ গিভে দা ২০০০থ পোস্ট বিফর মে উইদাউট মাই পারমিশন?

১৪)কামরুলতপু ভাই-কিরে তুই পড়াশুনা না কইরা পোস্ট দিস কেন?তোর মত আমিও ফাঁকি দিছিলাম দেইখা মেট্রিকে ফাস্ট হৈতে পারিনাই কিন্তু দেখ ইন্টারে কি হইল…

১৫)সানা ভাই-বেটা মাস্ফ্যু,তোর আগামী ২০০০ গেট টুগেদারে খাওয়া থিকা ব্যান করা হইল,তোর তো আসার কথা ছিলনা তাই আমি ২৫ পার্সেন্ট খরচ কম ধরছিলাম খাওয়ার…

ভাইয়েরা আমার,সময়ের অভাবে লিস্টটা দীর্ঘ করা গেলনা।এছাড়া আমি জানিনা আমার আগেই কেউ ২০০০তম পোস্ট ছিনিয়ে নিল কিনা-নিলেও ব্যাপার নাহ, আমরা আমরাই তো!

সিসিবি দীর্ঘজীবী হোক!!!

৩,৮১১ বার দেখা হয়েছে

৬৮ টি মন্তব্য : “২০০০তম পোস্ট এই মাস্ফ্যুর!”

  1. তৌফিক (৯৬-০২)

    বেটা লম্বু(উনি নিজে কি,আমারে কয়??হেহ!),আমি কানাডায় বইসা আমার থিসিসের রোবটটারে বসাই দিছিলাম এই পোস্ট নাম্বার ট্র্যাক করতে আর তুই আমার ভাত মারলি?খাড়া আইজকা আমা থিসিসের একদিন কি তোর একদিন।

    -তোর দেওয়া মন্তব্যই দিলাম। এইবার খুশি? :gulti:

    জুনা ভাই কই গেল?

    জবাব দিন
  2. নাজমুল (০২-০৮)

    :(( :((
    আমি লেইখা রাখসিলাম :((
    আমার জানা মতে এইটা লাষ্ট পোষ্ট কিন্তু প্যারেড ষ্ট্যাট এ লিখা ২০০১ পোষ্ট। 😕
    তার মানে কি কাম্রুল ভাই এর পোষ্ট টাই ২০০০ নাম্বার :grr:
    আর যদি আপ্নারটাই হয় তাহলে :clap: B-)

    জবাব দিন
  3. রকিব (০১-০৭)

    আররে মাস্রুফ ভাই ২০০০ তম পোস্ট আমাগো জেসিসির?লন এক কাপ :teacup: লন…

    অফটপিকঃ কইতে চাইসিলাম না, মাগার পেটের মধ্যে কিরমি হইচে মুনে হয়, কইয়াই ফেলাই :grr: মাস্ফু্য ভাই, হাইপারডাইভের হিসাব-নিকাশে একটু ইদিক-সিদিক হয়েচে। ফলে, কামরুল ভাই ফাকতালে ২০০০ এর প্লাটফর্মে চটপটির দোকান দিয়ে দিছে। আপনি কি তাইলে ২০০১ :-/ ?


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন
  4. শাহেদ_৯৭-০৩

    দোস্ত মাশফুর...আমার মত ফাকিবাজ পোলা তোর লেখাতে কমেন্ট করছে...তাইলে বুঝ...কেমুন দারুন লিখা হইসে...

    দোয়া করি...পরীক্ষা ভাল মত দে...

    আফটপিক...আমি ইনশাল্লাহ দেশে আইতেছি ২৪ মে...দেখা হবে ইনশাল্লাহ...

    জবাব দিন
  5. কামরুলতপু (৯৬-০২)

    তোর সব কিছুতেই বড় বড় ধরা রে। মানুষ কমেন্টে ফার্স্ট লেইখা ধরা খায়। আর তুই পুরা একটা পোস্ট লেইখা ধরা খাইছস। তাও কি আর করা
    ভাল ছিল, অবকাশ ও ছিল।

    জবাব দিন
  6. আমিন (১৯৯৬-২০০২)

    মাস্ফ্যু বেশি বারিস না। এখন আমার পোস্ট একটা আছে ২০০২ নম্বর। হিসাব খুব সোজা। আমার আগের দুইটা পোস্ট ডিলিট কইরা দিলেই আমারটা ২০০০ হয়া যাইবো।
    দিমু নাকি ডিলিট কইরা। 😀 😀 😀

    জবাব দিন
  7. তাইফুর (৯২-৯৮)

    সাবাশ ভাগিনা ... মামা'রা যা পারে নাই, ভাগিনা সেইটা কইরা দেখায়া দিল ...
    লেখা, লেখার আইডিয়াও চ্রম হইছে।


    পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
    মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥

    জবাব দিন
  8. আহসান আকাশ (৯৬-০২)
    ২০০০তম পোস্ট এই মাস্ফ্যুর!
    লিখেছেনঃ মাসরুফ (১৯৯৭-২০০৩) | শনি, ৯/০৫/০৯ – ৪:৪০ পূর্বাহ্ন
    চটপটি
    লিখেছেনঃ কামরুল হাসান (৯৪-০০) | শনি, ৯/০৫/০৯ – ৪:১৮ পূর্বাহ্ন

    ব্যাপার না মাস্ফ্যু, মাত্র ২২ মিনিটের জন্য পারলি না... বেটার লাক নেক্সট টাইম :grr: :grr: :grr:


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  9. কামরুল হাসান (৯৪-০০)

    পাবলিকের মুখ কি আর তুই বন্ধ রাখতে পারবি রে জামাই, পাবলিক একদিন না একদিন সত্যি কথা বলবেই। :grr:


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন
  10. রাশেদ (৯৯-০৫)

    এত তাড়াতাড়ি ২০০০ আইসা গেল :-B
    যাইহোক ২০০০ মতান্তরে ২০০১তম পোষ্টের জন্য আপ্নেরে :thumbup:
    ভাই বিসিএস হয় কেমন :-B লাস্টের দিনের প্রশ্ন দেখলাম পুরাই ডেঞ্জারাস 🙁


    মানুষ তার স্বপ্নের সমান বড়

    জবাব দিন
    • মাসরুফ (১৯৯৭-২০০৩)

      বাঁশ খাইছি।এইবার হইবোনা সিউর,হইলেও হইবো বিসিএস কন্ডোমের ক্যাডারে(পরিবার পরিকল্পনা),তা-ও হয় কিনা সন্দেহ।দেখস না সারাদিন নেটে থাকি?এই বিসিএস হৈল ২৯তম বিসিএসের মক টেস্ট।দোয়া করিস একদিন আমিও যেন... B-)

      জবাব দিন
  11. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    ব্লগ প্রিন্সিপালের রায় : বাদী মাস্ফ্যু ও বিবাদী কামরুলের পক্ষের আইনজীবীগণের যুক্তি-তর্ক শুনিয়া আমি সিদ্ধান্তে পৌঁছিয়াছি যে, মাস্ফ্যু যেহেতু কামরুলের তিন বছরের জুনি তাই তাহার পোস্টটিকেই ২০০০তম পোষ্ট হিসাবে সবাইকে মানিয়া নিতে হইবে। মনে রাখিতে হইবে যে, প্রিন্সিপাল খুব দয়ালু। তিনি মাস্ফ্যুর কান্না সহ্য করিতে পারিতেছেন না! আর এই রায়ের বিরুদ্ধে কোনো আপিল করা যাইবে না। না। 😉 😉 😉


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  12. সাব্বির (৯৫-০১)

    ম্যাশ মন খারাপ করিস না ভাইয়া,
    হার জিত না, অংশ গ্রহনই বড় কথা। :goragori: :goragori:
    চেষ্টা ছিল। :khekz: :khekz:
    ব্লগ প্রিন্সিপাল রায় দিয়া দিছে তাই আর কিছু কইতে পারলাম না :bash: :bash:

    জবাব দিন

মওন্তব্য করুন : মাসরুফ (১৯৯৭-২০০৩)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।