একটা দুইটা কিউই ধর সকাল বিকাল নাস্তা করঃ লাইভ খেলা আপডেট

গতকালকে রাত্রে ৪ টার সময় কামরুল ভাইরে জ্বালাইতেসিলাম বিসিএস এর প্রশ্ন নিয়া।তখন উনি কইসিলেন খেলার লাইভ আপডেট নিয়া একটা ব্লগ লিখবেন।আমি ৬ টার দিকে ঘুমাইছি, উইঠা দেখি কুৎসিৎ কিউইর ছানারা ৯৭/৫ আর আমার সামনেই দুইটা গেল আরো-১১৮ ফর সেভেন!!! গতকালকের জুটির ভেট্টোরি আউট! গায়ে চিমটি কাটলাম-শালার এইটা কি বাংলাদেশ না নিউজিল্যান্ডের স্কোরকার্ড!! আসেন সবাই লাইভ মন্তব্য করি খেলা নিয়া……

(অফ টপিক- এই খেলা বাংলাদেশ হারলে পুরাটা কামরুল ভাইয়ের দোষ-উনি ভোলাভালা আমার মোটা মাথায় আইডিয়া ঢুকায় দিয়া নিজে কাইটা পড়ছে-পাপ লাইগা যাওনের কথা।শালার আমারে দিয়া সবাই খাটায় নেয়,ফেরেন্ড রা তো আছেই,সিনিয়র কামরুল ভাই আর এমনকী দুধের বাচ্চা জিহাদ সেই হালাও এর আগে সিসিবি এর ফেসবুক গ্রুপ লিখায় নিয়ে পটায় পাটায়…শালার কাসেমই রয়া গেলাম সারাজীবন…)

৩,৫৩৮ বার দেখা হয়েছে

৫৫ টি মন্তব্য : “একটা দুইটা কিউই ধর সকাল বিকাল নাস্তা করঃ লাইভ খেলা আপডেট”

  1. তৌফিক (৯৬-০২)

    কমেন্ট আর কি করুম রে ভাই, পুরা অন্তর্জাল খুঁইজা একটাও লাইভ লিংক পাইলাম না। ধ্যানমগ্ন ঋষির মতো বইসা আছি এক ট্যাবে ক্রিকইনফো আর আরেক ট্যাবে সিসিবি খুইলা। ক্রিকইনফোর টেক্সট কমেন্ট্রিতে কি আর পোষায়? খেলাটা দেখবার পারতাছি না। ওই দিকে আবার ওরাম ছোটখাট একটা পার্টনারশিপ দাঁড় করায়া ফেলছে। পড়ে না ক্যান ওইটা? মাসরুর, তুমি না খাইতে জানো? ৭ টা খায়া ফেলছো, ৮ম টা দেরি না কইরা খায়া ফেলাও 😉

    জবাব দিন
  2. মাসরুফ (১৯৯৭-২০০৩)

    কিন্তু কামরুল ভাই,২১২ চেজ করতে পারা উচিৎ বাংলাদেশের।এই সুযোগ আর আসবেনা সিরিজ জিতার।আমি চাই না বাংলাদেশ রে আন্ডার ১৫০ অলআউট কইরা ভেট্টোরি পার্ট নিয়া কউক-ওয়েল উই অয়্যার নেভার আন্ডার প্রেশার,২১২ ইজ আ গুড স্কোর,ওরাম প্লেড ওয়েল x-( x-( x-(

    জবাব দিন
  3. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

    আজকে রাজ্জাকে বেচারার কপালটাই খারাপ..আমি মাঠে হালার খেলা + কমিটমেন্ট + অন্য প্লেয়ারগো লগে ইন্টারঅ্যাকশন দেখসি, তাই আজকে ওরে আর কোপামুনা....
    25 একটু বেশি হয়া গেছে যদিও লাস্ট ওভারে, কিন্তু 212 কইরা ফালানো উচিত আমাগো ব্যাটসম্যানগুলার...
    দেখা যাক, আপাততঃ মুঠ কইরা বয়া থাকন ছাড়া কুনু কাম নাই B-)


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন
  4. জিহাদ (৯৯-০৫)

    থিওরিটিক্যালি নিউজিল্যান্ড ১৬৯ এ অলআউট। প্যাটেল রান আউট হইসিল। কিন্তু কেউ আবেদন করেনাই। x-(

    আর ওরামের কি দোষ। ওর বদলে আমারে চারটা লাইফ দিলে ছয় বলে নিদেন পক্ষে দুইটাতে ওভার বাউন্ডারি মারতে পারতাম।

    সব কথার বড় কথা কালকে আমার সেমিস্টার ফাইনাল শুরু। কিন্তু পড়তে ইসসা করতেসেনা।


    সাতেও নাই, পাঁচেও নাই

    জবাব দিন
  5. মাসরুফ (১৯৯৭-২০০৩)
    আমি চাই না বাংলাদেশ রে আন্ডার ১৫০ অলআউট কইরা ভেট্টোরি পার্ট নিয়া কউক-ওয়েল উই অয়্যার নেভার আন্ডার প্রেশার,২১২ ইজ আ গুড স্কোর,ওরাম প্লেড ওয়েল

    বাংলাদেশ ১৩৭ অলআউট আর ওরাম ম্যান অফ দা ম্যাচ। এই চুলের(হিন্দি অনুবাদ করুন)খেলা দেখার জন্য সারাদিন বইসা রইলাম আর ব্লগ লিখলাম। x-( x-( x-(

    জবাব দিন
  6. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

    যদিও এইটা ওয়ানডে'র সময়ের, তাও লিখি। আজকে যেভাবে শুরু হইছিলো, তাতে ভয়ই পাইছিলাম, রাজিনরে তো, থাক আর কইনা। তবে শেষের দিকে দুই পিচ্চি ভালোই খেলছে। [যদিও জানি সকালের সেশনেই সব শেষ হইয়া যাবার ব্যাপক চান্স আছে 🙁 ]
    কিন্তু বল যা টার্ন করতেছে, রাজ্জাক আর সাকিব সাথে নাইম যদি সুযোগটা ঠিকমতো কাজে লাগাতে পারে....... :dreamy: :dreamy:

    [হায়রে বাংগালি, আশা আর শেষ হয়না :-* ]


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন
    • আইজকা সারাদিন টিকবো বাংলাদেশ,দুই পিচ্চি সেঞ্চুরি করবো।বাংলাদেশের রান হইবো ৩৫০ পেলাস।তারপর স্পিন বলে লেজে গোবরে হইয়া নিউজিল্যান্ড ফলো অন খাইবো B-)

      জবাব দিন
  7. কামরুলতপু (৯৬-০২)

    আপনাদের সবার পিলিজ লাগে এই মাশরুফ পোলাটার মুখ বাংলাদেশের খেলার দিন একটু স্কচটেপ দিয়া আটকাই রাইখেন। যেদিনই ও ডায়লগ দেয় সেদিনই বাংলাদেশের অবস্থা খারাপ হয়।

    জবাব দিন
  8. হালার পুতের বিষ্টি। সারাডা দিনরাইত ভেড়ার মুতের লাহান এট্টু এট্টু কইরা পড়তেই আছে। আইজকা মনে হয় আর খেলা শুরু হইবো না।
    ওরাম হারামিটা পিঠে ব্যথা পাইয়া ফিরা গেছে, ভাবছিলাম এইবার নিউজিল্যান্ডরে বাটে পাইসি, ধরাইয়া দিবনে। কিন্তু ধুনফুনের বিষ্টি খেলা হইতে দিবে না মনে লয়।

    জবাব দিন
  9. জুনায়েদ কবীর (৯৫-০১)

    কামরুল ভাই, মুতের স্পিড তো 'ডায়াবেটিক' মোড থেকে 'সকালে ঘুম থেকে ওঠার পরের' মোড-এ চলে গেল... 🙁
    খেলা কালকেও হয় কিনা... :bash:


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন

মওন্তব্য করুন : মাসরুফ (১৯৯৭-২০০৩)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।