হৃদয়ের অকস্মাৎ আবেগমিশ্রিত আনন্দতাড়িত উপলব্ধিময় অনুভূতি

দেবালয় থেকে স্বর্গশিশু যদিওবা ভবভূমে পদার্পণ করে তা সত্ত্বেও তার অপূর্ব শ্রী দর্শন চর্মচক্ষে সবার পক্ষে সম্ভবপর হয়না।তবে কিছু কিছু অনন্যসাধারণ প্রতিভাধর সূত্রধর তরুণ তাদের মনীষামণ্ডিত লেখনির মাধ্যমে সে বিস্ময়কর দৃশ্যবলি আমাদের সাধারণ চোখে মর্তে বিরাজমান সুনিপুন ভাষ্কর্যের আকারে উদ্ভাসিত করে তোলেন।তাঁদের স্বর্গীয় ভাষা যদিওবা আমার মত অকালকুষ্মাণ্ডের মস্তিষ্কের উচ্চতর কক্ষের কেদারায় বিশ্রামটুকুও না নিয়ে পঞ্চভূতে বিলীন হয়ে যায়,তদাপি এঁদের প্রতিভার জাজ্বল্যমান বিচ্ছুরণ প্রত্যক্ষ করে বিস্ময়াভিভূত না হয়ে পারিনা।মহাকাব্যিক ভাষাশৈলী,অনির্বচনীয় ভাবাবেগ এবং নীরব ঘাতকের দক্ষতায় এঁরা বুদ্ধিমত্তায় উচ্চ শিখরে অবস্থানরত মানবকুলের অন্তরকে বিকশিত করে অন্তরতর পর্যায়ে নিয়ে যান-আমরা মর্কটজাত শিশুকুল কেবলমাত্র বিমহিতই হয়ে রই।

এমনই বিমোহিতকারী একজনের ধরণীতে আগমন দিবস আজ।“যাস্ট ফ্রেন্ড” ”আমিও খাপো” আর “একটু বেশি ঝাল” ডায়ালগ মাসালা খ্যাত আপনাদের চিরপরিচিত মাস্ফ্যুর এই ভয়ঙ্কর গদ্য দেখেও কি বুঝতে পারছেননা লোকটি কে?

আন্দালিব ভাই, শুভ জন্মদিন!!!

৯,৩৭৮ বার দেখা হয়েছে

৭২ টি মন্তব্য : “হৃদয়ের অকস্মাৎ আবেগমিশ্রিত আনন্দতাড়িত উপলব্ধিময় অনুভূতি”

  1. জুনায়েদ কবীর (৯৫-০১)

    মাসরুফ, তোমার আবেগসিক্ত বলিষ্ঠ লেখনী হৃদয়-মন্দিরের বেদীতে যেন অনির্বান শিখা প্রজ্জ্বলিত করে দিয়ে গেল... :thumbup:

    আন্দালিব, শুভ 'ধরিত্রি-পদার্পণ দিবস'... :clap: :clap: :clap:


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
  2. রেজওয়ান (৯৯-০৫)

    শুভ জন্মদিন আন্দালিব ভাই :party: :party: :party:
    ১৭ তারিখ এই উপলক্ষ্যে বিশেষ কেক থাকা চাই :awesome: :awesome:
    এক্কেরে সহজ বাংলায় কইছি 😀 মাথার উপ্রে দিয়া জানি না যায় ;;;

    জবাব দিন
  3. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    আমি তো প্রথমে ডরাইয়া গেছিলাম। ভাবলাম মাস্ফ্যু তার বিসিএসের মডেল টেস্ট এইখানে দেওয়া শুরু করলো বুঝি!!

    ভূমিকাটা দারুণ হইছে ব্যাটা। ;;;

    শুভ জন্মদিন আন্দালিব। ভালো থেকো। সবাইরে নিয়া কেকটা কাটো।

    happy_birthday_cake

    :clap: :clap: :clap:


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  4. আন্দালিব (৯৬-০২)

    খাইছে!! ঐ ব্যাটা মাসরুফ! করেছিস কী??
    আমি পুরাই হতবাক! শিরোনাম দেখে একটু মজা পেয়েছিলাম। ভাবলাম পচাই মাসরুফকে যে আমি খালি কঠিন শিরোনাম দেই, আর কঠিন লিখি বলিস! তুই নিজেও কী কম নাকি?
    ঢুইকা দেখি, ঘটনা অন্যরকম! পচাইতে আইসা নিজেই এইভাবে পইচা যাওনের ঘটনা বিরল!

    কী মুস্কিল। এই বার তো একটু কিরাম কিরাম লাগতেছে!

    সবাইকে অনেক অনেক ধইন্যাপাতা!! খুব খুশি হইলাম সবার শুভকামনা পেয়ে।

    আজকে আমার আগের ক্যাডেট নম্বরের ছেলেটার বিয়ে। এখন ওর বিয়ে খেতে যাচ্ছি। এসে একটা নাতিদীর্ঘ পুস্ট দিমু আশা করি।
    ততক্ষণ, মাসরুফ: অনেক অনেক ধন্যবাদ ভাই। তোমাকে আসলে শুকনা ধন্যবাদ দেয়াটা ঠিক হচ্ছে না। সবাইকে সামনের মীটে একটু তরল ধন্যবাদ ও দিব!

    টাটা ফর নাউ!

    জবাব দিন
  5. সাজিদ (২০০২-২০০৮)

    আন্দালিব ভাই শুভ জন্মদিন :party: :party: আর আপনার আগের ক্যাডেট নম্বরআলা ভাইরে শুভ বিবাহদিনের শুভেচ্ছা :clap: :clap: (উনি যদি ব্লগে না থাকে তাইলে জানায় দিয়েন)

    জবাব দিন
  6. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

    আন্দা, শুভ জন্মদিন 😀
    প্রিয়জন সবাইকে নিয়ে আজকের দিনটি সহ বাকি জীবন আনন্দে এবং সাফল্যে কাটুক :boss: এবং সিসিবিতে লেখালেখির এই চমৎকার সমৃদ্ধ ধারাটিও অব্যাহত থাকুক :party:
    ভালো থাকিস সবসময় :clap:


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন
  7. আহসান আকাশ (৯৬-০২)

    শুভ জন্মদিন আন্দালিব... :party: :party:

    এইডা কি দিলিরে মাস্ফু 😮 😮


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  8. মাহমুদ (১৯৯০-৯৬)

    আন্দালিব,

    শুভ জন্মদিন

    মাসরুফকে ধন্যবাদ এই রকম একটা 'গদ্য' লিখার জন্য। আমার ভয় ছিল যে, কোন এক সময় কেউ কেউ আমাকে পচাইতে পারে কঠিন/দূর্বোধ্য গদ্য লেখার জন্য। এই 'পিসের' পর আমার সেই ভয় কেটে গেলো 😀 ।


    There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx

    জবাব দিন
  9. টিটো রহমান (৯৪-০০)

    দানুণ লেখা মাসরুফ :hatsoff:
    শুভ জন্মদিন আন্দালিব :guitar: :guitar: :party:
    শুভেচ্ছা নূপুর ভাইকেও :guitar: :guitar: :party:
    দুজন মানুষেরই অসাধারণ লেখার ক্ষমতা। একইদিনে জন্ম বলে???


    আপনারে আমি খুঁজিয়া বেড়াই

    জবাব দিন
  10. নূপুর কান্তি দাশ (৮৪-৯০)

    আন্দালিবের বার্থডে পোস্ট এ আইসা দেখলাম আমারো বার্থডে ওইদিন..
    বড়ই মজা পাইলাম।
    সবাইরে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা জানানোর জন্য।
    আরো একটা বছর চইলা গেলো।

    জবাব দিন
  11. আলম (৯৭--০৩)
    "হৃদয়ের অকস্মাৎ আবেগমিশ্রিত আনন্দতাড়িত উপলব্ধিময় অনুভূতি"

    দারুন লেখা দোস্ত :hatsoff:

    দেরিতে দেরিতেঃ
    শুভ জন্মদিন আন্দালিব ও নূপুর ভাইকে :guitar: :party:

    আশাকরি নতুন বছরটা ভালোভাবেই শুরু করলেন।।

    জবাব দিন
  12. আন্দালিব (৯৬-০২)

    আমি মহা দৌড়ের মধ্যে আছি। এটাই হয়, যখন আমার উদ্‌যাপন বা বিশেষ করে পালন করার মত কোন সময় আসে, আমি কোন না কোনভাবে একটা প্যাঁচে পড়ে যাই! 🙁

    এখন আমার ইউনিতে পরীক্ষা চলছে। এই সেমিস্টারে আমি চারটা থিওরি আর একটা ল্যাব নিয়েছি। ল্যাব কুইজ শেষ, খাতাগুলো দেখতে হবে। বাকি থিওরির পরীক্ষা এখনও হয়নি, সেগুলোতে পুরনো লোড অনেক বেশি। গাদা গাদা খাতা জমে আছে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব কিছু কাজও থাকে, কারিকুলাম, রুটিন ইত্যাদি। তার কয়েকটা ঘাড়ের উপরে পড়েছে (ক্যাডেটদের কি সব জায়গায় এমন আকাজ ঘাড়ে এসে পড়ে?)। সব মিলিয়ে জন্মদিন কোথা দিয়ে কোথায় গেল টেরই পেলাম না।

    মাসরুফ যেদিন পোস্ট দিয়েছে, ঐদিন রাতে আর বসা হয়নি। তারপর এগারো, বারো, তেরো- এই তিনদিন বাসায় ফিরেছে রাত ৯টা ১০টার দিকে! :((

    নূপুর ভাইকে অনেক বিলম্বিত জন্মদিনের শুভেচ্ছা। আপনার সাথে একই দিনে জন্মানোর সৌভাগ্য আমার! ভাল থাকবেন ভাই।

    বাকি সবাইকে ফাঁকিবাজের মত শুকনা ধন্যবাদ দিতে হচ্ছে বলে বিরাট খারাপ লাগতেছে। খারাপ লাগলে মন ভাল করার জন্যে আমি টাকা পয়সা খরচ করি। এখন ভাবতেছি ১৭ তারিখের জিটুজি-তে কিছু পয়সা খসামু! 😉

    যেহেতু 'জামাই'বাবাজীর পোস্ট, সেহেতু তাকেই দায়িত্ব দিলাম ঠিক করো, কীভাবে আমার নিকট থেকে পয়সা খসানো হবে। 🙂 তবে আমি দরিদ্র শিক্ষক, এটা একটু মাথায় রেখো! 😕

    সবাই ভাল থাকেন। সামনে দেখা হচ্ছে।

    জবাব দিন

মওন্তব্য করুন : মাসরুফ (১৯৯৭-২০০৩)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।