চল্লিশোর্ধ যুবক আজ একচল্লিশে(??) পা দিলেন…

বিসিএস পরীক্ষার ডাউট দিয়া আজকাল আমি ব্লগে প্রায় কিছুই লিখি না,কিন্তু কিছু কিছু ব্যাপার আছে যখন না লিখে পারা যায়না।সেই ংটা কালে যেই লোককে স্কিন টাইট জিন্স আর ঢোলা শার্ট পড়ে পাড়ার “উনাদের” সাথে পার্ট নিতে দেখতাম,যেই আঙ্কেল আমাদের জেসিসির এডজুটেন্টের ব্যাচমেট হয়েও ক্যাডেট কলেজে আমাদের সিনিয়র হবার অভিজ্ঞতায় সমৃদ্ধ(উনাকে ক্লাস সেভেনে পেয়েছি টুয়েল্ভ হিসেবে,আমাদের কলেজে নয়,এফসিসিতে)-সেই মানুষটার বয়েস আজ আরো বাড়ল।কাগজে কলমে এই মানুষটা আমাদের থেকে মাত্র ৬ ব্যাচ সিনিয়র কিন্তু জনতার দাবী অনুযায়ী ইনার বয়স কমপক্ষে চল্লিশ।এইতো সেদিন উনার সাথে ইয়াহুতে চ্যাট করবার সময়(পাঠক,দয়া করে বাংলা শব্দ আমলে নেবেন না, আমি ইংরেজি শব্দ বুঝিয়েছি) যখনি বললাম-“বস,বয়েস তো আর কম হলনা এইবার চাচী ঘরে আনেন…”,উনি উনার প্লেবয় সুলভ হাসি দিয়ে বললেন-“ধুর এত তাড়াতাড়ি কোরবানি হওয়ার কোনই শখ নাই আমার-দুনিয়াটা দেখি আরো কিছুদিন…”.বুঝতে পারলাম,চল্লিশেও ইনি মোটেও চালশে নন, বরং যতই দিন যাচ্ছে উনি ততই ড্যাশিং হয়ে উঠছেন…

পেশায় প্রকৌশলী এই মানুষটা বড়ই বিচিত্র জীবনের অধিকারী।পড়াশুনা করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ে,ক্যাডেট ছিলেন ফৌজদারহাটে,বাড়ি আরেক যায়গায়,কাজ করেন ঢাকায়,মাঝে মাঝেই রহস্যজনকভাবে কাউকে কিছু না বলে চট্যগ্রামের দিকে উধাও হয়ে যান…গুজবমতে তাঁকে জিইসি মোড়ে শুক্রবারদিন দেখা যায় সুইটম্যাক্সে বসে গাঁটের পয়সা খরচ করে বিএমএ এর লেডি ক্যাডেটদের ভুরিভোজ করাতে( কিন্তু আমি খেতে চাইলেই বলেন ওরে,তোকে খাওয়াতে গেলে আমার জায়গা জমি বিক্রি করতে হবে রে…যদিও মোহাম্মদপুরের নাদিম হোটেলে আমাকে একদিন উনি পেটপুরে খাইয়েছিলেন-অস্বীকার করলে গুনাহ হবে তা…)।

সিসিবির গেট টুগেদারে ব্লগ এমপির সাথে কি জানি একটা জরুরী বিষয় নিয়ে অনেকক্ষন আলাপ করছিলেন দেখে আমরা জুনিয়র গ্রুপ উনাকে “পয়েন্ট আপ করানো” নিয়ে হাল্কা খোঁচা দেওয়ার পর এই মানুষটা লাঠি নিয়ে তাড়া করেছিলেন বলেও শোনা যায়… “একা এবং কয়েকজন” নামক বাড়ির মালিক “ক” দিয়ে নাম শুরু হওয়া ব্লগারের সহায়তায় রক্তপাত এড়ানো গিয়েছিল বলে বাজারে প্রচলিত আছে…

প্রিয় পাঠক,আমি স্বীকার করছি যে উপরে যা লিখেছি তার অনেকটাই অতিরঞ্জিত এবং আমার কল্পনাপ্রসূত।কিন্তু আমি জানি আমার লেখা পড়ে এই লোকটি আমাকে কৃত্রিম ঝাড়ি দেবেন,কিছুক্ষন আমার “যাস্ট ফ্রেন্ড” নিয়ে পচাবেন(আমি ব্লগ লিখব আর তাতে একবারো “যাস্ট ফ্রেন্ড” উল্লেখ হবেনা তা কি হয়?)…কিন্তু উনার প্রতি আমার শ্রদ্ধা আর ভালবাসাটুকু বুঝতে পেরে ঠিকই মাপ করে দেবেন…সত্যি কথাটা বলেই ফেলি,উপরের কথাগুলো বেশ কিছু জায়গায় বিলক্ষণ “চাপা”…পছন্দের বড়ভাইকে “ইরিটেট” করবার অপপ্রয়াস…

অনেক দেরি করে ফেললাম…ইয়ে মানে আমার “তার”সাথে ফোনে কথা বলছিলাম কিনা…আমাদের আলোচ্য চল্লিশোর্ধ যূবক তো জানেনই এইসব কাহিনী-উনিও তো একদিন আমাদের মত তরুন বয়স পার করেছেন…(জনশ্রুতি অবশ্য বলে উনি নাকি সেই বাল্যকাল থেকেই পুরা ঝিকিঝিকি পমপম…)

কাইয়ুম ভাই,একচল্লিশতম(??!) জন্মদিনে কোটি কোটি শুভেচ্ছা,বস!কখনো বলা হয়নাই,আমরা অনেক অনেক ভালবাসি আপনাকে…

শুভ জন্মদিন!

৪,৩৯২ বার দেখা হয়েছে

৮৮ টি মন্তব্য : “চল্লিশোর্ধ যুবক আজ একচল্লিশে(??) পা দিলেন…”

  1. রকিব (০১-০৭)

    উপহার তো মাসরূফ দিবো কইলো, তাই আমি একটা গান দিলামঃ

    আমার কেকটা এট্টু মেইলে পাঠায় দিয়েন 😀 ।


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন
  2. আমার ক্যাঞ্জানি শিরোনাম ডা দেইখাই সন্দোইছিলো যে এইডা কাইয়ুম ভাই ছাড়া আর্কেউ হৈতারে না... 😀 😀 😀
    :party: :party: :party: :party: :party:
    :party: শুভ জন্মদিন কাইয়ুম ভাই :party:
    :party: :party: :party: :party: :party:
    (শুভ নামের কাউরে জন্মদিতে কইনাই কিন্তু :-B :-B :-B :-B )

    জবাব দিন
  3. কামরুল হাসান (৯৪-০০)

    তাইতো বলি , আজকে ঢাকা শহরের আবহাওয়া এমন উথাল-পাথাল কেন !! রীতিমতো শিলা-বৃষ্টি। 😉
    সন্ধ্যায় এক কাপ চা খাওয়াইতে ডাকছিলাম, রাজি হইলেন না। কালকে কেক-কুক ছাড়া উপায় নাই। :grr: মাসের শেষ, আপনার স্যালারিও নিশ্চয়ই একাউন্টে জমা হইছে।

    কি বলো পোলাপাইন? হয়ে যাক তাইলে?

    শুভ জন্মদিন।


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন
  4. সাব্বির (৯৫-০১)

    এদিকে এত কাহিনি ঘইটা যাইতাছে মাগার কাইয়ুম ভাইয়ের কোন পাত্তা নাই। :(( :((
    খবর পাইলাম কাইয়ুম ভাই নাকি সিসিবি পার্টিরে কেক খাওয়ানের ডরে পলাইছে :grr: :grr:
    আমি তো এত দিন জানতাম বসে্‌র বয়স ৫০+ :-B ,
    মাস্ফুর লেখার পইড়া আমার ভুল ভাংল 😀 ।
    যাই হোক, কাইয়ুম ওরফে ফৌজিয়ান ভাইকে :just: হেপী বার্থডে।

    জবাব দিন
  5. ফয়েজ (৮৭-৯৩)

    ঐ কাইয়ুম তুমি তো আমার ১২ দিনের ছোট দেখি।

    আস চিটাগাং আস, সিল্ভার স্পুন বাদ, লাস্ট বুফে জমে নাই, খাবারে টেস্ট নাই, এইবার অন্য জায়গায় যামু তোমারে লইলা।

    কাউরে কইও না কিন্তু, একটা জাস্ট ফ্রেরেন্ড আনিও, বহুত দিন টাংকি মারি না। 😉


    পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না

    জবাব দিন
  6. মাহমুদ (১৯৯০-৯৬)

    শুভ জন্মদিন, কাইয়ুম। :party:

    আর ঘটনাটা জমায়া লিখে দেওয়ার জন্য মাসরুফরে ধন্যবাদ। :thumbup:


    There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx

    জবাব দিন
  7. সাকেব (মকক) (৯৩-৯৯)

    মাস্ফ্যু,
    বসের জন্মদিনটা মনে করায়া দেওয়ার জন্য থ্যাঙ্কস...
    শ্রদ্ধায় মাথা নত হয়ে আসতেসে...
    আবেগ চেপে রাখতে পারতেসিনা...
    এই শুভদিনে আমি সবার চেয়ে একধাপ আগায়া বস কে 'কাইয়ূম চাচা' বলে ডাকতে চাই... :boss:


    "আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
    আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"

    জবাব দিন
  8. আদনান (১৯৯৭-২০০৩)

    আরে শিট আমার গ্রাফিক্স কার্ডটা গেড়ায় যাবার কারনে আইতে পারিনাই... এখানে দেখি হৈহুল্লোড় লাইগা গেসে।

    ম্যাশ আমার জন্য কেকের একটা টুক্রা ফ্রিজে জমায়া রাখিস। আইতে আইতে যদি ভাল থাকে তাইলে এক্টু কামুর দিতে পারুম।

    লেট বার্থডে গ্রিটিংস টু কাই"ঊমমম" ভাই!

    জবাব দিন
  9. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

    ফেইসবুক আর সিসিবির কল্যাণে ৩ দিন ব্যাপী 'আরো বৃদ্ধহওয়া দিবস' পালন করলাম 😀 আসল দিনে শিলা এবং বৃষ্টি 😡 দুজনেই একসাথে আসায় অফিস থেকে বাসাগমন পুরোটাই সেরকম হয়ে গ্যাছিলো 🙁 তার উপর বাসায় গিয়া দেখি শিলা আর বৃষ্টি ডার্লিং দুজনেই আমার আই এস পির নেটওয়ার্কের উপর চড়ে বসেছে, যেকারণে এখোনো আমি বাসায় গিয়া দুইন্নার বাইরে। আর ইদানিং অফিসেও হালকা দৌড়ের উপ্রে আছি :(( :((

    যাহোক, আমার দোস্তরা, সিনিয়র ভাই জুনিয়র ভাইয়েরা সবাইকে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা জানানোর জন্য। সিসিবির কাছে অশেষ কৃতজ্ঞতা :hatsoff:
    আর বেলাডি মাসরুফ, সিনিয়রের বয়স শুধু শুধু বিশ বছর কমায়া বলার জন্য নেক্সট ইয়ার মার্চ পর্যন্ত লুন্গি পিড়া লংআপ হয়া থাক 😡 😡

    সবাইকে আবারো থ্যাংকু, আর কে কে আমাকে কেক খাওয়াবেন জায়গায় বসে আওয়াজ দেন, নিজ দায়িত্বে খেয়ে আসবো :hug:


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন
  10. সিনিয়রের বয়স শুধু শুধু বিশ বছর কমায়া বলার জন্য নেক্সট ইয়ার মার্চ পর্যন্ত লুন্গি পিড়া লংআপ হয়া থাক

    আইহাই এইডা কি কন!!!আপনের বয়েস ৬০??!!!!সানা ভাইয়েরো ১৩ বছর সিনিয়র আপনে???কাম সারছে রে!!! :((

    জবাব দিন
  11. সামীউর (৯৭-০৩)
    পেশায় প্রকৌশলী

    মাস্ফু , তোর মত জ্ঞানী বৃক্ষ যদি আর্কিটেক্ট রে স্থপতি না বইলা প্রকৌশলী বলে উদ্ভিদজগতের কান্ডে চুন ও পাতায় কালি মাখায় তাহলে আর কিছু বলার নাই।

    জবাব দিন
    • কামরুল হাসান (৯৪-০০)

      গত বছর কাইয়ুম ভাই প্রকৌশলী ছিল। এই বছর স্থপতি হইছে। সামনের বছর চিকিৎসক হইয়া যাবে।

      মাস্ফু, বিসিএস এর প্রিপারেশন কেমন হচ্ছে? :grr:


      ---------------------------------------------------------------------------
      বালক জানে না তো কতোটা হেঁটে এলে
      ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

      জবাব দিন

মওন্তব্য করুন : রকিব (০১-০৭)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।