ফর ইয়ং বয়েজ: হাউ টু বিহেভ উইথ গার্লস??

Our education system teaches us how to buy a living, NOT how to live

আমার অধিকাংশ স্ট্যাটাসে ছেলেদেরকে বকাঝকাই করেছি, আজ হঠাৎ একটু ভিন্ন কথা মনে হচ্ছে| মেয়েদের সাথে কিভাবে আচরণ করতে হবে এর বিস্তারিত কোন গাইডলাইন আমি আমার জীবনে পাইনি| শুধু জানতাম,ওদের সাথে কোন খারাপ আচরণের ঘটনা মায়ের কানে গেলে আমার পরদিন সূর্যের আলো দেখা লাগবেনা|

ক্যাডেট কলেজের ছাত্র ছিলাম, মেয়েদের সাথে আঠার বছর বয়েস পর্যন্ত একসাথে চলাফেরা বা পড়াশোনার কোন সুযোগ আমার ছিলনা| ওদের সম্পর্কে প্রচুর কৌতুহল ছিল, তবে অতিমাত্রায় খ্যাত আর আনস্মার্ট হওয়ায় সাহস করে এ্যাপ্রোচ করতেও বেশ বাধত|
আমার এই অবস্থার উত্তরণ ঘটায় গার্লস ক্যাডেট কলেজের বান্ধবীরা| ওদের সাথে মিশেই প্রথম বুঝতে শিখি, মেয়েদের সম্পর্কে যেসব গালগল্প শুনেছি সেগুলো অধিকাংশই মনগড়া| পরবর্তীতে নর্থ সাউথ ইকোনমিক্স ডিপার্টমেন্টের বান্ধবীরাও মেয়েদের সম্পর্কে নানারকম ভুল ধারণা দূর করতে সহায়তা করেছে আমাকে|

জানি,এই ফেসবুক আর ইন্টারনেটের যুগে এটা হয়ত আর প্রয়োজন নেই, তবুও একটা গাইডলাইন দাঁড় করাচ্ছি আমার মত খ্যাত আর আনস্মার্টদের জন্য| সদ্য কিশোর বয়েস পার হওয়া যারা প্রথমবারের মত কো এডুকেশনে পড়বে, তাদের কারো কারো হয়ত এটি কাজে লাগবে|

এক) মেয়েরা স্রষ্টার অপূর্ব সৃষ্টি, কোন ভীনগ্রহের প্রাণী নয়| ওরা আমাদের মতই দুষ্টুমি করে, হাসিঠাট্টা করে , অপমানিত হয়, কষ্ট পেলে কাঁদে| তবে এই কান্না তাদের দুর্বলতা নয়| সন্তান জন্ম দেবার মত ভয়াবহ শারীরিক কষ্ট সহ্য করার মত শক্তি ওদের আছে, কাজেই, ওদের দুর্বল ভেবে সুযোগ নেবার আগে দশ বার চিন্তা করো| Female of the species is far deadlier than the male , এই প্রবাদ এমনি এমনি আসেনি|

দুই) মেয়েদের প্রতি আকর্ষণ খুব স্বাভাবিক একটি অনুভূতি, এতে পাপবোধের কিছু নেই| কাউকে ভাল লাগলে সাহস করে তাকে বলে ফ্যালো, লজ্জার কিছু নেই| সে যদি সাড়া দেয় তো ভাল, না দিলে আহত হওয়া বা ইগোতে লাগার কোন কারণ নেই| তোমার যেমন সবাইকে ভালো লাগেনা, সবার যে তোমাকে ভাল লাগবে এমন ধারণা মাথায় রাখলে বিনা কারণে ধরা খাবে নিশ্চিত থাকো|

তিন)
সিনেমায় যেমন দেখায়, নাছোড়বান্দা হয়ে বেহায়ার মত পেছনে লেগে থাকলে প্রেম হয়ে যায়, এই চিন্তা যত দ্রুত পারো ডাস্টবিনে ফেলে দাও| যদি বুঝতে পারো মেয়েটি তোমার আচরণ পছন্দ করছেনা- ক্ষমা চাও এবং দ্রুত কেটে পড়ো| ঝুলোঝুলি করে মেয়েটির জীবন অতিষ্ট করে তোলা শুধু চরম কাপুরুষতাই নয়- হাফ ডজন আইন আছে যা দিয়ে এরকম আচরণের শাস্তি হিসেবে তোমাকে জেইলে পোরা যাবে|

A real man is someone who can accept the refusal of a girl just as smilingly as he would receive her consent.

মনে রেখো এটা|

চার) মেয়েটা তোমার সাথে হেসে কথা বলে, পাশাপাশি বসে – এর মানে এই না যে সে তোমার প্রেমে হাবুডুবু খাচ্ছে| এরকম কোন সন্দেহ যদি হয়, সরাসরি জিজ্ঞাসা করো| নিজের কাল্পনিক ধারণার দায় দিয়ে ওকে উত্যক্ত করার কোন অধিকার তোমার নেই|

পাঁচ) লুচ্চা লাফাংগা বন্ধুবান্ধবদের কথা আর পর্ণ এর উপর ভিত্তি করে মেয়েদের সম্পর্কে ধারণা করতে যেওনা| পর্ন দেখতে নিষেধ করাটা অর্থহীন, সেদিকে যাচ্ছিও না| শুধু এটা মনে রাখো, গার্লস আর নট পিসেস অফ মীট, মেয়েরা মাংসের টুকরো নয়| ট্রিট দেম উইথ রেসপেক্ট এ্যান্ড দে উইল রেসপেক্ট ইউ ব্যাক|

ছয়) “ওকে ছাড়া বাঁচবোই না”, “অমুক কে না পেলে মরেই যাবো” এইগুলা আসলে ভুল ধারণা| আমি যদি বাঁচতে পারি, তুমিও বাঁচবে wink emoticon “তেরে নাম” স্টাইলে জোর জবরদস্তি করলে জেলে যেতে পারো, এটা যেন মাথায় থাকে!

সাত) মেয়েদের শারীরিক পরিবর্তন , মেন্সট্রেশন ইত্যাদি নিয়ে নোংরা জোক এবং অশ্লীল ইংগিত করা তোমাকে “কুল ডুড” বানায় না, বানায় “এ্যাসহোল”| এগুলো করে বন্ধুমহলে সস্তা জনপ্রিয়তা পেতে পারো, কিন্তু মেয়েদের চোখে তেলাপোকারও অধম হয়ে দাঁড়াবে|

সবশেষে বলি, স্রষ্টার অপূর্ব সৃষ্টি এই মেয়েদের প্রতি কামনা এবং বাসনাকে সুস্থ্য, স্বাভাবিক পর্যায়ে রেখে ওদেরকে মানবিক দৃষ্টিতে দ্যাখো,
অবাক হয়ে আবিষ্কার করবে, কি অদ্ভুত সুন্দর এক জগৎ ওদের মধ্যে লুকিয়ে আছে!

( লেখাটি আমার ফেসবুকে লিখেছিলাম, নবীন এক্স ক্যাডেটদের কাজে আসবে ভেবে এখানেও দিচ্ছি)

১,৩৪৪ বার দেখা হয়েছে

১১ টি মন্তব্য : “ফর ইয়ং বয়েজ: হাউ টু বিহেভ উইথ গার্লস??”

  1. রাব্বী (৯২-৯৮)

    আমার কাছে ১ নম্বর বেশ প্যাঁটারনালিস্টিক শোনালো। "মেয়েরা স্রষ্টার অপূর্ব সৃষ্টি" - এটা কিন্তু প্রব্লেমাটিক। যেন আপেল সুদূর গাছ থেকে পড়লো। দেখা উচিত একজন ব্যক্তি হিসেবে। মানুষ হিসেবে।

    কিভাবে বিহেব করতে হয় তা আমরা শিখি পরিবার এবং সমাজ থেকে। পাট্রিয়ারকিও একটা বাঁধা। তারপরও, পোলাপান যেদিন বুঝতে শিখবে যে কনসেন্ট ইজ সেক্সি ... সেদিন অনেকটাই ঠিকমত বিহেভ করতে পারবে।


    আমার বন্ধুয়া বিহনে

    জবাব দিন

মওন্তব্য করুন : লুৎফুল (৭৮-৮৪)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।