প্যারেড গ্রাউন্ডে স্টাফ প্রদত্ত কতিপয় ডায়ালগঃ(নিজ সতর্কতায় পড়ুন)

(ক্যাডেট কলেজের ৬ বছরে কিম্ভুতকিমাকার বহু স্টাফের সাথে আমার বেশ ‘দহরম মহরম’ ছিল।এছাড়া আমি প্রায় ৩ মাসের মত বি এম এ ছিলাম-সেখানেও কতিপয় স্টাফ ছিলেন যাদের কিছু উক্তি এখনও হাসির খোরাক যোগায়।আর কথা না বাড়িয়ে সেগুলো কিছু তুলে দিচ্ছিঃ)

১। তাহসিন সাহেব আপনার তালব্য শ কি বেশি বড় হয়ে গেছে?ঠিক মত পা তুলেন না কেন?

২।কি শাহেদ সাহেব,হাসি কিসের?বাসর রাইতের হাসি এইখানে কেন?

৩।এমন ভাবে পা প্রেস করবা যেন “…” দিয়া পানি বের হয়া যায়।

৪।আরেকবার ডজ দিলে আমি তোমার “…” কাইটা সিঙ্গারা বানায় বাস্কেটবল গ্রাউন্ডের কুত্তার গলায় ঝুলায় দিব।

৫।দেকসেন লেডি ক্যাডেট কেমনে সুন্দর কইরা মার্চ করতেসে? আপনে মখরামি করেন কেন?নাকি দুই পায়ের মধ্যের “…” টা ডিস্টার্ব দিতেসে?ব্লেড দিয়া কাইটা দেই??

ডিস্ক্লেইমারঃ শ্লীলতার কারণে শূণ্য স্থান পূরণ করা হলনা।পাঠক দয়া করে নিজ নিজ প্রিয় শব্দ দিয়ে কাজটি করে নেবেন।আর তালব্য শ বলতে আমিও শুরুতে বুঝিনি কি বোঝায়,পরবর্তীতে বুঝলাম যে মানব দেহের(পুরুষ) একটি অঙ্গের সাথে তালব্য শ এর আকারের মিল আছে।লেখাটি gross হবার জন্য আমি দায়ী নই,দায়ী তারা যাদের মুখ থেকে এই উক্তিগুলো শুনেছি…তারপরেও কোন পাঠক যদি আহত হয়ে থাকেন নিজ গুন এ ক্ষমা করে দেবেন।

৩,৬১৩ বার দেখা হয়েছে

৩৫ টি মন্তব্য : “প্যারেড গ্রাউন্ডে স্টাফ প্রদত্ত কতিপয় ডায়ালগঃ(নিজ সতর্কতায় পড়ুন)”

  1. মান্নান (১৯৯৩-১৯৯৯)

    ক্যাডেটগুলা সবাই এই ডায়লগ শুনেছে ....তাই আপনার লজ্জার কিছু নাই। আমি আরো কিছু যোগ করছি :

    * মন্নান সাব পোয়াতির মত মুভ করতাছেন কেন ?
    * ফ্যারেডের ফিছের ফাটি ফ্যারেডের ফরে ফত্যেকে ফাঁচটা করে ফ্রন্টরোল দিবেন ---- এইটা আমাদের নোয়াখালীর একস্টাফের ডায়লগ। সবগুলো "ফ" হবে "প"

    * ঠিকমত পুশআপ দেন, পুশআপের মাজেজা বাসর রাইতে টের পাইবেন
    * দুই পা ঠিক মত ফাঁক করেন ....আপনার মাঝখানেরটা সবাইরে দেখতে দ্যান

    জবাব দিন
  2. কামরুলতপু (৯৬-০২)

    মজাক পাইলাম খুব
    কিছু যোগ করি।
    --বেল্ট লুজ ক্যাআআআআআআআন তোমার?? বেল্ট ধইরা এমন টান দিব বেল্ট যায়গায় থাইকা যাবে কোমর আমার হাতে চইলা আসবে।
    --শিনার উপর থেকে পা পড়বে আর আওয়াজ হইব খটাখট।

    জবাব দিন
  3. আশিক (১৯৯৬-২০০২)

    আমাদের এডজুট্যান্ট প্যারেডে......

    ইউ ব্লাডি কেডেটস......ইউ আর ওয়াকিং লাইক ব্লাডি ডাকস এন্ড স্ক্রাচিং ইয়োর বলস......এই সব আনসার ভিডিপি টাইপ কেডেট আমার দরকার নাই। স্টাফ, এদের চক্কর লাগাও...এদের মার্চ করার দরকার নাই...

    জবাব দিন
  4. সাদিকুর (১৯৯৪-২০০০)

    কিরে আশিক কেমন আছিস?কলেজ এর কথাই এতো মনে রাখছিস?ভাগ্য ভালো যে তুই বি এম এ যাস নাই...এডজুট্যান্ট তো এডজুট্যান্ট,স্টাফ ও যে কি জিনিশ বুঝতা...আমি তো মাফ চেয়ে গেছি ভাই...

    জবাব দিন
  5. (আমি এই খানে র ফলা আর যুকতাখখর লিখতে পারি না, পানিশমেনট খাওয়ার আগে শিখায়ে দেন).............

    আমি আরো কিছু যোগ করছি :
    .বাশার, তোমার '.......' তো আফরিকার জংগল
    .আজকে গেমস optional E.D compulsory
    .Adjutant: in your batch, all the assistant house prefects are chicky type....
    .Adjutant: '......' সিরিষ কাগজ দিয়া ঘইসা দিমু।

    জবাব দিন

মওন্তব্য করুন : mashroof

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।