বাদশাকথন

সেই ছোট্টবেলায় দেখা বাদশা সিনেমাটার কথা মনে আছে? ওই যে টুইঙ্কেল আপু আর শাহরুখ ভাইয়া অভিনীত জেমস বন্ডের বলিউড-কমেডী সংস্করণ?

ওটার কথা এমুহূর্তে কি কারণে মনে পড়ল নিজেও জানিনা-মাথায় এখন দেখা দিচ্ছে অদ্ভুত এবং পরস্পর সম্পর্কহীন কথাবার্তাঃ

১) আমাদের একাডেমিক ব্লকে একটা বিশাল সাইজের গ্লোবাকৃতি ওয়ার্ল্ড ম্যাপ ছিলো, ২৯ ইনটেকের প্রতীক ভাইয়ের(হ-১৬১৫,বর্তমানে মাইক্রোসফটে কর্মরত) আঁকা।ওটার একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে,আফগানিস্তানের জায়গায় স্লিপ অফ পেন হিসেবে আফঘাইস্তান লেখা।ওটা দেখিয়ে ভূগোলের ম্যাম আমাকে জিজ্ঞাসা করেছিলেন কোন ভুল আছে কিনা তা বলতে।আমি ভুল নেই বলাতে আচ্ছা করে কান টেনে বলেছিলেন-“দেখছোনা গানের বদলে ঘাই লেখা?”

২)মালয়েশিয়া বেড়াতে গিয়ে ফোনে কথা বলছি বাংলাদেশে অবস্থানরত ক্যাডেট কলেজের এক বড়ভাইয়ের সাথে।উনাকে জিজ্ঞাসা করলাম,”ভাই,কি আনবো আপনার জন্য”?
বড়ভাইয়ের নিষ্পাপ উত্তর– “আমার জন্য কিছু আনা লাগবেনা তুই তোর জন্য সুন্দর দেখে উচ্চ তাপমাত্রার একটা ভাবী আনিস

৩)চিকেন বা মুর্গা আমাদের কলেজে খুব জনপ্রিয় একটা পানিশমেন্ট।ক্লাস এইটের এক সিনিয়র নতুন আসা ক্লাস সেভেনের এক ক্যাডেটকে খুব ভাব নিয়ে কমান্ড দিলো- “য়ু ব্লাডি চ্যাপ,বি চিকেন!!!” কমান্ড শুনে ভ্যাবাচ্যাকা খাওয়া ইংরেজিতে অনভ্যস্ত ক্লাস সেভেনের সেই ক্যাডেটের প্রশ্ন-“কার িি কিনবো ভাইয়া?”

৪) আমাদের ইমিডিয়েট সিনিয়র শোয়েব ভাই(৩৩ তম ব্যাচ) ক্লাস ইলেভেনে আমার টেবিল লিডার ছিলেন।কোন এক কারণে উনার কঠিন পরিস্থিতে মাথা ঠান্ডা রাখার ক্ষমতার আমরা খুব প্রশংসা করতাম।এটা শুনে উনি অন্য কলেজে তাঁর এক সহপাঠীর গল্প শোনালেন।সেই ভাই প্যারেডের কিছুক্ষণ আগে টয়লেটে “লং বিজনেস” করতে কমোডে আসন গেঁড়ে বসেছিলেন,তাড়াহুড়ার কারণে দরজার ছিটকিনি লাগানো হয়নাই।নিম্নাংগ দিগম্বর অবস্থাতেই হঠাৎ টয়লেটের দরজায় বেদম ধাক্কা এবং দরজার মুখে ক্লাস সেভেনের এক ক্যাডেটের মুখ দেখা গেলো।”স্ট্যাচু অব লিবার্টি” অবস্থায় চোখে চোখ রেখে কাটলো কয়েক সেকেন্ড।তারপর সেই সিনিয়র ভাইয়ের অবিস্মরণীয় “কাভারেজ”- “এই গাধা এইখানে কি করিস,দেখতেছিস না আমি এখন বিজি?যা,আমার বেডের উপর থিকা ক্যাপব্যাজ নিয়া মেটাল পালিশ কইরা বেসিনের উপরে ক্যাপ রাইখা যা”

৫)এই ব্লগে অনেক আগে একজন অস্ট্রেলিয়া প্রবাসী বড়ভাই আনাগোনা করতেন।ফেসবুকে আমার সুন্দরী এক বান্ধবীর সাথে ফ্লার্ট করতে গিয়ে কট-রেড-হ্যান্ডেড হবার পর ৯৫ ব্যাচের বিসিসির এক্স ক্যাডেট এই ভাইকে আমি ফেলার্টার ভাই বলে ডাকতাম।কিছুদিন পর নায়কসুলভ চেহারার অধিকারী এই বড়ভাই দিহান ভাবীর কাছেও ধরা খেলেন এবং তখন তাঁর নাম হয়ে গেল ফেলার্টের বাদশা ওরফে সংক্ষেপে বাদশা।একটু আধটু “ফেলার্ট” করলেও আমার এই ভাইটি নিপাট ভালোমানুষ,চাঁদের কলঙ্ক থাকলেও উনার (অন্ততঃদৃশ্যমান 😉 ) কোন কলঙ্ক নেই।এই মানুষটাকে আমি এয়ারপোর্টে নামামাত্র এ্যারেস্ট করার সিদ্ধান্ত নিয়েছি।দিন যায়,মাস যায়,বছর যায়-তাও এই মানুষটা সিসিবিতে আসেননা।

উনার জন্মদিনের এই দিনে ভদ্রলোককে নিয়ে কি করা যায় বলুন তো সবাই???

ক্যাঙ্গারুর রোস্টে কামড় দিতে দিতে কিছু বলার আগেই সবাই চিৎকার করে চলুন বলি-


“শুভ জন্মদিন সাব্বির ভাই!!”
:awesome: :goragori: :clap: :tuski: 😀

২,৪১৭ বার দেখা হয়েছে

১২২ টি মন্তব্য : “বাদশাকথন”

  1. দিহান আহসান

    ম্যাশ পটেটো অস্ট্রেলিয়ার সময় অনুযায়ী দেরী কইরা ফালাইসিস। রাত ১২টায় না তোর পোষ্ট দেওয়ার কথা? :duel:

    জন্মদিনের অনেক শুভেচ্ছা রইলো। :party:
    জন্মদিনে তোরে আর পাঙ্গাইলাম না। :grr:
    ফুন কি বন্ধ নাকি? 😕 কেক্কুক পাঠায় দিস ;))

    জবাব দিন
  2. রায়েদ (২০০২-২০০৮)
    কার িি কিনবো ভাইয়া?
    এই গাধা এইখানে কি করিস,দেখতেছিস না আমি এখন বিজি?যা,আমার বেডের উপর থিকা ক্যাপব্যাজ নিয়া মেটাল পালিশ কইরা বেসিনের উপরে ক্যাপ রাইখা যা

    =)) =)) :)) :khekz: :khekz: :goragori: :goragori:

    জবাব দিন
  3. রকিব (০১-০৭)

    বাদশা ভাইয়ের জনমদিন
    কেক-কুক আর ফেলার্ট নিন। 😛
    অফটপিকঃ মাস্ফ্যুদা, ভূগোলের কোন ম্যাডাম আপনার কান টানছিলেন? নিশ্চই ব্যাপক লম্বা উনি :gulti:


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন
  4. কিবরিয়া (২০০৩-২০০৯)

    শুভ জন্মদিন সাবির ভাই। :party: :party: :party:


    যেমন রক্তের মধ্যে জন্ম নেয় সোনালি অসুখ-তারপর ফুটে ওঠে ত্বকে মাংসে বীভৎস ক্ষরতা।
    জাতির শরীরে আজ তেম্নি দ্যাখো দুরারোগ্য ব্যাধি - ধর্মান্ধ পিশাচ আর পরকাল ব্যবসায়ি রূপে
    - রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ

    জবাব দিন
  5. সাব্বির (৯৫-০১)

    আবেগে ইমোশনাল হইয়া গেলাম। :shy:
    কি বলব বুঝতে পারতেসি না। আমার বাড্ডে নিয়ে সিসিবি তে পোষ্ট আসবে আশা করিনাই। আমি সিসিবি তে ছিলাম, আছি। তবে বেশ কিছু দিন ধরে সক্রিয় না। যত টুকু সময় পাই সেটা পোষ্ট পড়তেই কাজে লাগাই, কমেন্ট করা আর হয়ে ওঠে না। তাই মনে করেছিলাম আমাকে সবাই ভুলে গেছে।
    সবাই কে অনেক অনেক ধন্যবাদ।
    অ ট ম্যাশ এইটা তুই কি করলি, আয় বুখে আয়।
    (আমার মান সম্মানের উপ্রে তুই বার বার হামলা চালাইতেছিস, পুলিশের উপ্রে অনেক ক্ষোভ জমাছে, ওগুলা আদায় করমু একবার দেশে আইসা লই 😡 )

    জবাব দিন
  6. আয়েশা ( মগকক) আয়েশা

    উপরের ফোটুতে চশমা পরা শাহরুখ না? আর নীচের ছবিটার হিরু কে? B-)
    ম্যাশ, টুইঙ্কেল আমার আন্টি হলে তোমার আপু কেমনে হয়? উনি আমার চাচার খুব ক্লোজ বান্ধবী ছিলেন( চাচ্চু দাবি করেন)!

    জবাব দিন
  7. শুভ জন্মদিন সাব্বির ভাইয়া
    আমি তো মাস্ফ্যুদার পোস্ট দেইখা টাস্কি খাইছিলাম। পরে ভাবলাম এটা শিউর বাড্ডে পুস্ট।
    কিন্তু শেষের আগ পর্যন্ত ভাইয়া চরম ক্লাইমেক্স ধরে রাখছেন।
    মালয়শিয়া থেকে ভাবি আনার জুক্সটা কমন পড়ছে ! নিজেরে আবাব কেমুন অক্টোপাস অক্টোপাস লাগতেছে 😛

    জবাব দিন
  8. অনেক দিন পর অত্যন্ত মজা আস্বাদন করলাম =)) ... ৩৩ ইনটাকের শোয়েব মনে হয় আর্মি তে,আমাদের কোর্স মেট, তারে নিয়েও এই ধরনের গোটা দশেক ব্লগ লিখা যাবে,হি ইস রিয়াল্লি কুল....চমত্কার লিখার জন্য অনেক ধন্যবাদ মাসরুফ :clap:

    জবাব দিন
  9. সাব্বির (৯৫-০১)

    লেখা নিয়া কিছুই বলা হয় নাই।
    ১ থেকে ৪ পর্যন্ত খুবই সুন্দর হইছে। ৫ নম্বর পয়েন্টে বেশ কিছু অসংগতি দেখা গেছে।

    দিহান ভাবীর কাছেও ধরা খেলেন

    ধরা খাওয়া তো দুরের কথা এই নামে তো কুনু ভাবীরে আমি চিনি না। যদি কোন কারনে দিহানাপ্পির কথা মিন করে থাকিস তাহলে তোমার খবর আছে ম্যাশ চান্দু :grr: , আপুর কাছে ভাইয়ের নামে বদনাম। বাকী দায়িত্ব আপির হাতে তুলে দিলাম।

    জবাব দিন
  10. সাবিহা জিতু (১৯৯৩-১৯৯৯)

    সাব্বিরের তো মনে হয় "লুক" ভালাই ;;; বাদশা নামটা মানায় গেসে :thumbup:
    জন্মদিনের শুভেচ্ছা, সাব্বির।
    ওফটপিকঃ ফ্লার্টিং খারাপ জিনিস না O:-) , ম্যাশ তোমারে হিংসা করে ;;; ;;;


    You cannot hangout with negative people and expect a positive life.

    জবাব দিন
  11. সাব্বির (৯৫-০১)

    থ্যাংকু জিতু আপু।
    অ ট আপুরে ফ্লার্ট কইরা হইলে তো আমারও আপত্তি ছিল না, না করেই যদি ফ্লার্টের বাদশা হয়ে যাই তাহলে কেম্নে কি :bash: :bash:
    জীবনে একবারই ফ্লার্ট করছিলাম আট বছর আগে, এখনও সেইখানে আটকাইয়া আছি 🙁 তারপরও আমি ফ্লার্টের বাদশা???
    ম্যাশ আমার ইমেজের সাড়ে বারটা বাজাইছে সিসিবি তে, ওরে না পিডাইলে আমার শান্তি নাই,তাছাড়া পুলিশ পিডানোরও একটা খায়েস আছে মনে।
    ম্যাশ নসুতে পইড়া যদি আমারে হিংসা করে, তাহলে আমার আর কিছু বলার নাই 🙁

    জবাব দিন
  12. রাব্বী (৯২-৯৮)

    শুভ জন্মদিন, ফ্লার্টের বাদশা! আচ্ছা, মোট কয়টা ফ্লাটের মালিক হলে পরে ফ্লার্টের বাদশা হওয়া যায়? কত অজানারে ...

    মাশ্ফ্যু, প্রতীক আমাদের ব্যাচের ছিল না? ঢাবির? ২৯তম মানে তো ১৯৯২-৯৮ হবার কথা মনে হয়।


    আমার বন্ধুয়া বিহনে

    জবাব দিন
  13. রুম্মান (১৯৯৩-৯৯)

    বিলাডি সাব্বির,
    বি লেটেড হ্যাপি বাড্ডে । আমার কুনো দোষ নাই । বিয়াপোক ব্যস্ত । ভাল একটা দোকানে গিয়া আমার নামে ভালাভুলা ( কোন তরলায়িত খাদ্য নহে) কিছু খাইয়া নিস ।


    আমার কি সমস্ত কিছুই হলো ভুল
    ভুল কথা, ভুল সম্মোধন
    ভুল পথ, ভুল বাড়ি, ভুল ঘোরাফেরা
    সারাটা জীবন ভুল চিঠি লেখা হলো শুধু,
    ভুল দরজায় হলো ব্যর্থ করাঘাত
    আমার কেবল হলো সমস্ত জীবন শুধু ভুল বই পড়া ।

    জবাব দিন

মওন্তব্য করুন : সাব্বির (৯৫-০১)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।