সিসিবির জাতীয় ভাবীর জন্মদিন আজ

গতকাল রাতে কমান্ডো আহসান ভাই মেসেজ পাঠালেন-“মাসরুফ,আমি এখন নেট থেকে বিচ্ছিন্ন-সিলেটের জঙ্গলে আছি এক সপ্তাহের জন্য।প্লিজ দিহানকে জন্মদিনের শুভেচ্ছা পাঠিয়ে দিও ভাই,আর ওকে বোল যে নেট না থাকায় মেইল করতে পারিনি”

তার আধ ঘন্টা আগে জুনাদার মেসেজ-“ওই বেটা,একটু পরে দি এর জন্মদিন,চাওয়ালা পোস্ট দিক আর না দিক তুই অবশ্যই পোস্ট দিবি-দ্যাটস এ্যান অর্ডার!”

আমি আদর্শ জুনিয়রের মত “ইয়েস স্যার” বললাম এবং যথারীতি চাওয়ালার পোস্টের জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়লাম।সকালে উঠে দেখি রকিব বদমাইশটা ডেনিশ ললনার সাথে ডিনার করতে গিয়েছে বলে সিসিবিতে তার কোন খবর নাই…

হৃদয় ছোঁয়া এই পোস্টের মাধ্যমে সিসিবিতে দিহানাপ্পি জাতীয় ভাবীর স্থান অনেক আগেই দখল করেছিলেন।কিন্তু পরবর্তীতে ক্যাডেটদের নিয়ে উনার যে আবেগ-উচ্ছ্বাস আমরা দেখেছি তাতে মটামুটি সবাই আমরা একমত যে দিহান ভাবীকে আমরা দিহানাপ্পি ডাকব আর উনার স্বামী প্রাক্তন ক্যাডেট মঈন ভাইকে ডাকব দুলাভাই।আমি অবশ্য দুষ্টামি করে উনাকে বৌদি ডাকি-আর উনি আমাকে ডাকেন ঠাকুরপো!

ক্যাডেট কলেজে না পড়েও ক্যাডেট সমাজের প্রতি এত মমতা আমি আর কারো মধ্যে দেখিনি,দেখার সম্ভাবনাও শূণ্যের কোঠায়।

একটি ব্যক্তিগত ঘটনা এই বেলা শেয়ার করি।দুবছর ধরে ফর্মাল কোন জবও করিনা,আবার বাইরেও পড়তে যাইনি দেখে আশেপাশের মানুষজনের কথার যন্ত্রনায় সে সময়ে আমি ফ্যামিলি গেটটুগেদারগুলো সযত্নে এড়িয়ে চলি।তখন সিসিবিতে নাম মনে নেই এমন একজনের সাথে শাহরুখ খানের তুলনা নিয়ে হাসাহাসি করে একটা পোস্ট আর কমেন্ট আমার চোখে পড়েছিলো।আমরা সবাই মজা করছিলাম,কিন্তু দিহানাপ্পি যেন খানিকটা ক্ষেপে গিয়েই বলেছিলেন-“হ্যাঁ,আমার ভাই শাহরুখের চেয়ে কম কিসে?”

খুব ছোট্ট একটা ঘটনা,কিন্তু দিহানাপ্পির বলার ভঙ্গিতে এমন একটা কিছু ছিল যাতে মনে হল আসলেই তিনি মনেপ্রাণে বিশ্বাস করেন-একজন ক্যাডেটের পক্ষে যে কোন উচ্চতায় পৌঁছানো সম্ভব।

এই বিশ্বাসটুকুর জন্য দিহানাপ্পির কাছে আমি চিরকৃতজ্ঞ।

জন্মদিনের অনেক,অনেক,অনেক,অনেক শুভেচ্ছা দিহানাপ্পি/ভাবীপ্পু/বৌদি/আপা/আপু/দি!!!!!

১,৬৪২ বার দেখা হয়েছে

৭৪ টি মন্তব্য : “সিসিবির জাতীয় ভাবীর জন্মদিন আজ”

  1. তানভীর (৯৪-০০)

    শুভ জন্মদিন দিহান।
    এখন অনেক ব্যস্ত থাক মনে হয়, সিসিবিতে নিয়মিত আস না বা আসলেও কমেন্ট কর না।
    আজ না হয় ব্যস্ততা কমিয়ে বাসায় আনন্দ-ফূর্তি কর। 🙂

    জবাব দিন
  2. কামরুল হাসান (৯৪-০০)

    শুভ জন্মদিন।
    এই, চল না দুজন তিন প্রহরের বিল থেকে ঘুরে আসি। 😉


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন
  3. জুনায়েদ কবীর (৯৫-০১)

    অনেক অনেক হেপি হোক তোর বার্থডে... :party:
    সিসিবি এবং সিসিবি'র সবাইকে যে মায়ার বাঁধনে জড়িয়ে রেখেছিলি তা একটু ঢিলা হয়ে গেছে, সময় করে একদিন টাইট করে দিস... :-B


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
  4. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    শুভ জন্মদিন দিহান। :party: কেমন জমেছে? নাকি অয়োময় আর জাভিয়েরকে নিয়েই ব্যস্ত আছো? ভালো থেকো, এমনই প্রাণবন্ত থেকো সবসময়।


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  5. রুম্মান (১৯৯৩-৯৯)

    হেপি বাড্ডে ভাবী । চা খাওয়াই একটু :teacup:


    আমার কি সমস্ত কিছুই হলো ভুল
    ভুল কথা, ভুল সম্মোধন
    ভুল পথ, ভুল বাড়ি, ভুল ঘোরাফেরা
    সারাটা জীবন ভুল চিঠি লেখা হলো শুধু,
    ভুল দরজায় হলো ব্যর্থ করাঘাত
    আমার কেবল হলো সমস্ত জীবন শুধু ভুল বই পড়া ।

    জবাব দিন
  6. রকিব (০১-০৭)

    সবার আগে শুভেচ্ছা জানাইছি B-) , তাও আবার সামনা সামনি। কেক্কুকও খাওয়াইছে দি। :awesome: :awesome:
    আরেকবার কইয়া যাই তাওঃ

    শুভ জন্মদিন দি
    শতেক সন্তানের......... আইচ্ছা থাক কিছু কই নাই। 😐


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন

মওন্তব্য করুন : দিহান আহসান

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।