ব্রেকিং নিউজঃ

প্রিয় সিসিবির ভাইবোনেরা-এইমাত্র আমাদের সবার প্রিয় এবং ব্লগের “জাতীয় মামা” তাইফুর ভাইয়ের কাছ থেকে একটা এস এম এস পাইলামঃ “You can now edit my name in your cell phone as Major taif”। ফোন দিয়ে জানলাম উনি এখন ঢাকায়,এইমাত্র র‌্যাঙ্ক পরে বের হলেন।

ভাই-বোনেরা আমার, এর পরেও আমাদের কালাকুর্তা তাইফুর মামাকে ছিল না দেয়াটা কি আইনতঃ দণ্ডনীয় অপরাধ হয়ে যায়না??? এর আগেও মেজর টুশকি সায়েদ ভাই আমাদের ফাঁকি দিয়েছেন- চলেন সবাই সিসিবির এই দুই মেএএএএএএএএএএইইইইইইইইইইইইইইইজাআআআআআআর ,বিশেষ করে কালাকুর্তা মামাকে ধরে বি-শা-ল একটা ছিল দেই।

হিপ হিপ হুররে!!!!!!

৯৪৪ বার দেখা হয়েছে

৩১ টি মন্তব্য : “ব্রেকিং নিউজঃ”

  1. রুম্মান (১৯৯৩-৯৯)

    কি দরকার,তার চাইতে বরং আররা তার উজ্জ্বল ভবিষ্যত প্রার্থণা করি ।
    (অফটপিক ঃ মাস খানিক পর আমিও...... 😉 )


    আমার কি সমস্ত কিছুই হলো ভুল
    ভুল কথা, ভুল সম্মোধন
    ভুল পথ, ভুল বাড়ি, ভুল ঘোরাফেরা
    সারাটা জীবন ভুল চিঠি লেখা হলো শুধু,
    ভুল দরজায় হলো ব্যর্থ করাঘাত
    আমার কেবল হলো সমস্ত জীবন শুধু ভুল বই পড়া ।

    জবাব দিন
  2. তানজিনা মেহেদী অমী (অতিথি)

    আমি তিনটা সিল দাবি করছিঃ
    ১। টুশকি সায়েদ ভাই মেজর হয়েছেন, এই উপলক্ষ্যে
    ২। টুশকি মামণির উপলক্ষ্যে
    ৩। তাইফ ভাই এর মেজর হওয়া উপলক্ষ্যে
    :party: :party: :party: :party: :party: :tuski: :tuski: :tuski: :tuski:

    জবাব দিন
  3. আহসান আকাশ (৯৬-০২)

    অভিনন্দন বস, ঘাপলা (শাপলা) পার্টিতে যোগ দেবার জন্য 🙂


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  4. সাকেব (মকক) (৯৩-৯৯)

    মেজর ভাই,
    লাল সালাম... :salute:

    জাতির উদ্দেশ্যে সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ
    "বসে কিন্তু মাস্তান;
    ডিসিপ্লিন সাবধান!" :gulli2:


    "আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
    আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"

    জবাব দিন

মওন্তব্য করুন : মাহমুদ (১৯৯০-৯৬)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।