চা নিয়ে চাপাবাজি

প্রিয় ভাই বোনেরা,

চা নিয়ে মজার মজার দুটি ওয়ান-লাইনার পড়লাম ইন্টারনেটে।ইংরেজি থেকে অনুবাদ করলে মজা অনেকটাই হারিয়ে যাবে বলে মডুদের ভ্রুকুটি এড়িয়ে ইংরেজিতেই পোস্ট করে দিচ্ছিঃ

1.Why did the teapot get in trouble?
–Because he was naughtea.

2.What did the teapot wear to bed?
–A nightea

চা নিয়ে অতিশয় বোরিং দুটো ওয়ান লাইনার বললাম-এবার আজ থেকে ৮ বছর পেছনে চলে যাই।নিচের ছবিটি দেখুনঃ

272388848

ছবিটি ২০০২ সালে জেসিসির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার।সবার সামনে ভাব নিয়ে মার্চ পাস্ট করে যাচ্ছে যে সেই তালগাছের সমান লম্বা মাস্ফ্যুকে তো আপনারা সবাই মনে হয় চিনতে পারছেন।আমার ঠিক পেছনেই রয়েছে রুবাইয়াত,তার পেছনে মিজান।বলুন দেখি মিজানের ঠিক পেছনে বদর হাউসের পতাকা হাতে রোদে পোড়া মুখ নিয়ে কোন মাসুম বাচ্চা মার্চ করছে???

উপরে চা নিয়ে চাপাবাজি শুনেও বুঝতে পারছেননা??একটু হিন্টস দেই, ক্যাডেট কলেজে রোদে পুড়ে যাবার কারণেই কম্পেন্সেশান হিসেবে বিধাতা ওকে বিশ্বের সবচেয়ে ঠান্ডা দেশগুলোর একটিতে পাঠিয়েছেন।

দেশটির নাম কানাডা।

হ্যাঁ,ঠিক ধরেছেন-ও হচ্ছে ওয়ার্ল্ড টি বিজনেসম্যান ফোরামের অন্যতম সদস্য এবং আমাদের ব্লগের রেসিডেন্ট চাওয়ালা রকিব।আমাদের সুখে দুঃখে প্রতিটি মুহুর্তে সিসিবি পরিবারের ছোট্ট এই ছেলেটি তার উপস্থিতি দিয়ে মাতিয়ে রাখে সবাইকে-সুদূর কানাডায় থাকলেও প্রতি মুহূর্তে ওর উপস্থিতি যেন সিসিবিকে প্রাণবন্ত করে তোলে।কানাডার স্বর্ণকেশী ডেনিশ তরুণী এবং রংপুরের পায়রাবন্দে জন্মগ্রহণকারী বাংলার এক মহিয়সী নারীর মিতা এক উপমহাদেশীয় তন্বীর সাথে এই ছেলেটার বিশেষ হৃদ্যতা আছে-যা নিয়ে লাভগুরু ড; মাস্ফ্যুর কাছে সে প্রায়শঃই শলাপরামর্শ করতে আসে।এছাড়া আমার হইলেও হইতে পারে শ্যালিকার মন জয় করা নিয়ে ব্লগের রেজুর সাথে এই ছেলেটির খানিকটা অম্ল-মধুর সম্পর্ক থাকলেও ইদানীং ওর দিকেই পাল্লাটা ঝুঁকে পড়ছে যেন!!!রেজু,সাবধান!!!

ও হ্যাঁ,শেষ লাইন পড়া অতি চালাকেরা এর আগে রায়হানের পিএইচডির পোস্টে ধরা খেলেও এবার বেঁচে গেলেন।

যে যেখানে আছি চলুন মনের ঘরে একটা কাল্পনিক মোমবাতিতে ফুঁ দেই।এরপর এককাপ চা এক চুমুকে খাবার চেষ্টা করার সময় জিহবা পুড়িয়ে বলে উঠি-শুভ জন্মদিন রকিব!!!!!!

১,৯৭৪ বার দেখা হয়েছে

১০৫ টি মন্তব্য : “চা নিয়ে চাপাবাজি”

  1. কিবরিয়া (২০০৩-২০০৯)

    শুভ জন্মদিন, রাকিব ভাই। নেন চা খান,
    :teacup: :teacup: :teacup: :teacup: (বাংলাদেশি চা)
    আর কানাডা থাইক্যা আমারে ঠান্ডা চা পাঠাইয়্যা দিয়েন।


    যেমন রক্তের মধ্যে জন্ম নেয় সোনালি অসুখ-তারপর ফুটে ওঠে ত্বকে মাংসে বীভৎস ক্ষরতা।
    জাতির শরীরে আজ তেম্নি দ্যাখো দুরারোগ্য ব্যাধি - ধর্মান্ধ পিশাচ আর পরকাল ব্যবসায়ি রূপে
    - রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ

    জবাব দিন
  2. মেলিতা

    শুভ জন্মদিন রকিব।
    এই ছেলে কানাডায় এতোদিন থেকেও এইরকম বাংলাদেশী চিরকিশোর ভাব ধরে আছে কিভাবে কে জানে?
    যাক এইবার একটু বয়ষ বাড়বে।
    সে নিজেতো বিশাল ভদ্র,বন্ধু বান্ধব জোগাড় করেছে তস্য ভদ্র।
    ওর সমান বয়ষে আমি এত লক্ষী ছিলাম না।

    জবাব দিন
  3. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    শুভ জন্মদিন চাওয়ালা। আমারে আপাততঃ এককাপ গ্রীন টি দিস। আর দ্যাশে আইলে আমার অফিসে আইস্যা আইসক্রিম খাইয়া নিস। অনেক ভালো থাকিস।


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  4. ওয়াহিদা নূর আফজা (৮৫-৯১)

    চাওয়ালা চা খেতে খেতে পোস্টটা পড়লাম। এর আগে তোমারে ই্মেইলে বলছিলাম উত্তর দাও নাই। এবারও বলতেছি, টেলিস্কোপের লিঙ্ক পাঠাইছিলা যেমন তেমনি এবার একটা ক্ষেপনাস্ত্র উত্ক্ষেপকের লিঙ্ক পাঠাও। যখন চা খেতে ইচ্ছে করবে কানাডার দিকে তাক করে একটা কাপ ছুড়ে মারবো। তুমি কাপটা ভর্তি করে আবার আমারে পাঠায়ে দিও।
    যুগ যুগ (X১০) বেঁচে থাক।


    “Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
    ― Mahatma Gandhi

    জবাব দিন
  5. জুনায়েদ কবীর (৯৫-০১)

    বিলাডি, তোর মধ্যে যে সারল্য এবং সততা আছে তা আজীবন ধরে রাখিস।
    জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। :party:


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
  6. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

    অন্যান্য ছোট্টরা হালকা মাইন্ড খাইতে পারে যদিও, কিন্তু মনে হয় বেশির ভাগের কাছে এই রকিব্যাই সিসিবির সবচে আদুরে ছোট্ট :hug:

    শভ জনমদিন বাচ্চে :party:


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন
  7. মাসরুফ (১৯৯৭-২০০৩)

    কানাডার স্বর্ণকেশী ডেনিশ তরুণী এবং রংপুরের পায়রাবন্দে জন্মগ্রহণকারী বাংলার এক মহিয়সী নারীর মিতা এক উপমহাদেশীয় তন্বীর সাথে এই ছেলেটার বিশেষ হৃদ্যতা আছে আচ্ছা,এই লাইনটা কি এখনো কারো চোখে পড়েনাই? 😛

    জবাব দিন
  8. কামরুল হাসান (৯৪-০০)

    শুভ জন্মদিন পাগলা।
    'চা -দ্য টি' নামে একটা সিনেমা করার চিন্তা ভাবনা করতেছি। নায়কের নাম রেঞ্চোর দাস রকিব।
    জলদি দেশে আয়। তিন প্রহরের বিলে শ্যুটিং হবে। 😀


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন

মওন্তব্য করুন : হাসান (১৯৯৬-২০০২)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।