রক্তের প্রয়োজন(সাময়িক পোস্ট)

প্রিয় সিসিবির ভাই বোনেরা,

আমাদের এহসান ভাইয়ের(৮৯-৯৫) এক আত্মীয়ের জরুরী এ নেগেটিভ(A-) রক্তের প্রয়োজন।তিনি শমরিতায় ভর্তি আছেন,যদি কারো থেকে থাকে বা পরিচিত কারো থাকে তাহলে দয়া করে ০১৭১১১৩৬৭৬২ এই নম্বরে অতি সত্বর যোগাযোগ করুন।

এর আগেও সিসিবি আর্তের সেবায় এগিয়ে এসেছে-আমি নিশ্চিত এবারও তার ব্যত্যয় হবেনা।

ধন্যবাদ।

৬৪৩ বার দেখা হয়েছে

৮ টি মন্তব্য : “রক্তের প্রয়োজন(সাময়িক পোস্ট)”

  1. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

    আশা করি উল্লিখিত গ্রুপের রক্তদাতারা যোগাযোগ করবেন।
    কিঞ্চিত অফটপিক আলোচনাঃ আমাদের ডাটাবেজ রেডি করাটা মনে হয় অনেক শ্রম-সময়-সাধ্য একটি কাজ। তাই আপাততঃ একটি প্রাইভেট পোস্ট করা যায় কি যেখানে সিসিবি মেম্বাররা যারা আগ্রহী তারা নিজ নিজ রক্তের গ্রুপ এবং যোগাযোগের মাধ্যম (মোবাইল নাম্বার/ইমেইল আইডি) রেখে গেলেন মন্তব্যে আর সেটি মূল পোস্টে আপডেট করে দেয়া হলো? তাহলে দরকারের মুহূর্তে একসাথে পাওয়া যেতো সবগুলো। এডু মডু স্যারদের ভেবে দেখতে অনুরোধ করলাম।


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন
  2. এহসান (৮৯-৯৫)

    মোট ছয় ব্যাগ লাগবে। এই মূহুর্তে লাগছে ২ ব্যাগ এবং তা যোগাড় হয়েছে। কিন্তু পরে আরো চার ব্যাগ লাগবে। রক্ত দিতে হবে শমরিতা হাসপাতালে। একবার রক্ত দিলে মনে হয় চার মাসের ভিতর রক্ত দেয়া ঠিক না। তাই মাঈনুল তুমি একটু হিসেব করে দেখো। অন্য কারো খবর জানলে... আমাকে জানাবা প্লিজ।

    জবাব দিন
  3. মাসরুফ, তোমার ই-মেইল টা address টা দেওয়া যাবে। একটু প্রয়োজন ছিল,ব্যাক্তিগত। অথবা এইখানে একটা মেইল ড্রপ করে দিও।
    sharif856@yahoo.com. এরপর কমেন্ট টা ডিলিট করে দিও।
    শরীফ,
    ১৯ ইনটেক, সি সি আর।

    জবাব দিন

মওন্তব্য করুন : রেজওয়ান (৯৯-০৫)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।