চল্লিশোর্ধ্ব যুবক আজ বিয়াল্লিশে পা দিলেন(গতবছরের পোস্টে লিখেছিলাম একচল্লিশে)

প্রিয় ভাই ও বোনেরা,

আজ আমাদের প্রিয় এক বড়ভাই বিয়াল্লিশে(!!) পা দিয়েছেন।চাওয়ালা রকিব এইমাত্র ফেসবুকে জানালো যে তার ঘরভর্তি মেহমান(সেই বংগ-ললনার আত্মীয়স্বজন নাকি?কথাবার্তা এতদূর এগিয়ে গিয়েছে আর আমরা কিছু জানিনা!!!)।সে নিশ্চিত যে আমি যতই দৌড়ের উপর থাকি না কেন-ফয়েজ ভাইয়েরটার মত জন্মদিন ভুলে গেলে নাকি আমার আর তার উভয়ের জেপিশিপ ও এসিস্টেন্ট জেপিশিপ(জেপি=জন্মদিন প্রিফেক্ট) সিজ করা হবে।বুড়োবয়েসে অতসব ঝক্কি পোষায়,বলুন তো?আমার যদিওবা পোষায়-সেই বংগললনার পিতৃকুলের কাছে রকিব নিজের ইমেজ খারাপ করতে চায়না,তাই নিশ্চিত করে নিল শুভেচ্ছা ঠিকঠাক পৌঁছাচ্ছে কিনা।

এই দিনে লিখেছিলাম উনার কাজকর্মের এক কাল্পনিক ফিরিস্তি,আগ্রহী পাঠক ঘুরে দেখে আসতে পারেন সেখান থেকে।এবছর নতুন খবর হল-২০০৯ এ সিসিবি ব্যাচেলর ক্লাবের সভাপতি কমান্ডো আহসান ভাই এবং এবছরের শুরুতে সহসভাপতি ফুকো মাহমুদ ভাই কোরবানি হয়ে যাবার ফলে চেয়ারম্যানের পদটা আপাততঃ তিনিই অলংকৃত করছেন।তবে গোপন সূত্রে খবর পাওয়া গিয়েছে যে আগের দুই প্রাক্তন সভাপতির ট্রেডিশান চালিয়ে রাখতে তিনি অতিসত্বর পদটি পরবর্তী জনকে হস্তান্তর করবেন…

ধুরো কিসের মধ্যে কি বলি-আসল কথায় আসি।বুঝতেই তো পারছেন-আজ একজনের জন্মদিন।

চার্লস ব্যানারম্যানের(!!) সিসিবিয় ব্যানার দেখতে দেখতে একসাথে চিৎকার করে বলি শুভ জন্মদিন,কি বলেন কাইয়ূম ভাই!

২,৪০৫ বার দেখা হয়েছে

৬৩ টি মন্তব্য : “চল্লিশোর্ধ্ব যুবক আজ বিয়াল্লিশে পা দিলেন(গতবছরের পোস্টে লিখেছিলাম একচল্লিশে)”

  1. রকিব (০১-০৭)

    উপ্রে তো প্রায় পুরাটাই আমার বাঁশ দেয়া হইলো। :((
    শুভ জন্মদিন ভাইয়া। অনেক কিছু বলতে ইচ্ছা করছিল, আপাতত কেবল এটুকুই বলা, উই লাভু কাইয়ুম ভাই।
    অফটপিকঃ তাড়াতাড়ি বিয়া করেন, লাইন কিলিয়ার করেন। মাস্ফ্যু ভাই খাড়ায়া আছে।


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন
  2. মেহবুবা (৯৯-০৫)

    জন্মদিন ...জন্মদিন আর জন্মদিন।যাদের জন্মদিন তাদের কনো খবর নাই আর জেপি রা আপামর ক্যাডেটদের মাঝে কেকের লোভ দেখায় বেরাচ্ছে।
    কেক নাই...হিপি বির্থডিও নাই। :no:
    চল্লিশোর্ধ্বদের কেক ৫পাউন্ডের কম হওয়া চল্বেনা।
    যাই হোক,কাইয়ুম ভাই ভয় পাইয়েন্না।উই লাভ ইউ। :hatsoff:
    হ্যাপি বার্থডে

    জবাব দিন
  3. রবিন (৯৪-০০/ককক)

    কাইয়ূম ভাই, হিপি বির্থডি। 😀

    গোপন সূত্রে খবর পাওয়া গিয়েছে যে আগের দুই প্রাক্তন সভাপতির ট্রেডিশান চালিয়ে রাখতে তিনি অতিসত্বর পদটি পরবর্তী জনকে হস্তান্তর করবেন…

    আমাদের (ব্যাচেলরদের) ছেড়ে যাইয়েন না। :((

    জবাব দিন
  4. কামরুল হাসান (৯৪-০০)

    শুভ জন্মদিন কাইয়ুম ভাই…..
    সামনের বেয়াল্লিশতম জন্মদিনে আপনারে নিয়া তিন প্রহরের বিল দেখতে যামু।


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন
  5. আন্দালিব (৯৬-০২)

    শুভ জনম দিন কাইয়ূম ভাই।

    অনেকে উপরে বলে ফেলেছেন, তাই মনে হতে পারে আমি কপিপেস্ট করতেছি কিন্তু আসলেও আমি আপনাকে কতোটা পছন্দ করি আপনি জীবনেও জানবেন না! 😀

    জবাব দিন
  6. জিহাদ (৯৯-০৫)

    কাইয়ুম ভাই, এইরম শুভ দিনে আপনাকে সবাই কি পরিমাণ পছন্দ করে আপনি জানতে পারবেন্না টাইপ ভালোবাসার রহস্য ফাঁস করে দেন। এবং খোঁজ লাগায়া দেখেন এই গোত্রভুক্ত কোন বিপরীত লিঙ্গের কেউ আছে কীনা। :shy:


    সাতেও নাই, পাঁচেও নাই

    জবাব দিন
  7. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

    সিসিবির আমার অতি আপন বড় ভাই, বড় আপু, দোস্তরা, ছোট ভাই বোন সবাইকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আপনাদের শুভকামনার জবাব আসলে আমার জানা নেই! সিসিবিকেও ধন্যবাদ এখান থেকেই সবটাকে পেয়েছি বলে। সামাজিক কিছু দায়বদ্ধতায় ব্যাপক দৌড়ের উপরে থাকায় আর প্রচন্ড অস্থিরতায় সারাটাদিন পার করায় সময়মতো রিপ্লাই দিতে পারিনি বলে দুঃখিত। আশা করি ক্ষমা পাবো আর যারা যারা কেক্কুক খাওয়াবেন জায়গায় বসে আওয়াজ দিয়ে দিবেন যথারীতি নিজ দায়িত্বে গিয়ে খেয়ে আসবো। 😀
    সবাইকে আবারো অসংখ্য ধন্যবাদ। :salute:
    আর জামাই মাস্ফু, সিনিয়রের বয়স আবারো কমায়া বলার জন্য নেক্সট মার্চের আগ পর্যন্ত বসুন্ধরা সিটির লগে লুঙ্গি পিরা... বুঝতেইতো পারতেছোস :grr:


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন
  8. আহসান আকাশ (৯৬-০২)

    হায় হায়, কাইয়ূম ভাইরে দেখি বাড্ডে উইশ করা হয় নাই ~x( :frontroll: ~x(

    শুভ জন্মদিন কাইয়ূম ভাই 🙂


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন

মওন্তব্য করুন : মাহমুদ (১৯৯৮-২০০৪)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।