হাঁসের গল্প

সুপ্রিয় ভাই ও বোনেরা,

আমাদের কুচ্ছিত হাঁসের ছানা আর কুচ্ছিত নাই সুন্দর হইয়া গেছে 😡 ।আজকে একটু আগে আমাকে সে ফোন কইরা বলে-মাসরুফ ভাই,আপনের কাছে করাত আছে? আমি তো হতবাক! 😮 ব্যাটার কি মাথায় মাল উঠছে নাকি-ভর দুপুরে এইগুলা কি কয়?? 😡 ঘটনা কি সেইটা জিজ্ঞাসা করতেই বলে-“ইয়ে মানে বুঝেনই তো,বাসায় এত বড় খাট,আমি ছুটো খাটো মানুষ আমার অত বড় খাটের দরকার নাই,তাই ঠিক করছি করাত দিয়া কাইটা দুই ভাগ করুম :duel: ।

এই ডিজুস যুগের ডিজুস টাইপ পোলাপাইনের বাকি কান্ডকারখানা না বুঝলেও নানা দেশের নানা জাতির :just: ফ্রেন্ডদের সংস্পর্শে আমার বুদ্ধিশুদ্ধি কিছুটা হইলেও খুলছে।সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করলাম-“হারামজাদা,একা একা এক খাটে থাকতে ইচ্ছা করেনা তার মানে কি তুই বিয়া করতে চাস? x-(

আমাকে অবাক কইরা আমার চেয়ে দুই বছরের ছোট সেইদিনের দুধের বাচ্চা কুচ্ছিত হাঁসের ছানা ওরফে তুহিন কয়-“হ ভাই :shy: :shy: :shy: :shy: :shy: ”

এইবার আর সহ্য হইলোনা,চ-অক্ষর আর ব-অক্ষরের বাছা বাছা গালিগুলা টানা পাঁচ মিনিট ঝাড়ার পর জানতে চাইলাম- “ওরে @#৳%,বিয়া যে করবি তা বউরে খাওয়াইবি কি?বউ পালার চেয়ে হাতি পালা যে কম খরচের সেইটা জানোস? 😡 ”

তুহিন কয়-জানি ভাই :shy:

আমি তবুও হাল না ছাইড়া কইলাম-তাইলে??????????????????????

মুখ প্রথম চুম্বনপ্রাপ্ত অষ্টাদশী তরুণীর লাজুক মুখের চাইতেও লাল কইরা তুহিন উত্তর দিল-“ভাই,আমি আইজকা চাকরি পাইছি-ইস্টার্ণ ইউনিভার্সিটির ট্রিপল-ই ডিপার্টমেন্টের লেকচারার হিসেবে।বউ পালতে কুনো সমিস্যা হৈবোনা :shy: :shy: :shy: :shy: :shy: ”

আনন্দে আমার হাত থিকা ঠাস কইরা ফোনটা পইড়া গেল।ফোন উঠায় খাওয়া দাওয়ার কথা জিজ্ঞাসা করতেই কিপটা তুহিন কয় যে আমার জন্য ইস্পিশাল খাওয়া এক শর্তে-যদি আমি তার পিছনে সিসিবির খাদক স্কোয়াড লেলায় না দেই।

(পরবর্তী অংশ পল্টনী ময়দানের বক্তৃতা আকারে পড়তে হবে)

ভায়েরা আমার,

আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে।আমাদেরই এক ভাই আজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছে তবুও তার মধ্য থেকে বক্ষিলতা যায়নাই-সামান্য খাওয়াদাওয়া নিয়ে তার সাদা হাত আজ কৃপণতার কালিমায় লিপ্ত হতে চলেছে।চলুন,তার সাদা হাতকে কালো হওয়া থেকে রক্ষা করি-সবাই একযোগে কেক্কুক খাবার আন্দোলনে ব্লগে ব্লগে দূর্গ গড়ে তুলি।

খাদ্য যখন খেয়েছি খাদ্য আরো খাবো-তুহিনের সাফল্যকে উদ্ভাসিত করে তুলব ইনশাআল্লাহ!

কি বলেন সবাই? ;;; ;;; ;;;

৪,৬৬৯ বার দেখা হয়েছে

১১৯ টি মন্তব্য : “হাঁসের গল্প”

  1. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    কিন্তু হাঁসু গেল কৈ? চাকরি পাওয়ার আনন্দে কি আশুলিয়ায় তিন প্রহরের বিল কিনতে গ্যাছে??

    অভিনন্দন ব্যাটা। পড়াশুনা শেষ করার লগে লগে চাকরি! নাহ, এই গতিতে চললে তো দেশ ছানাপোনায় ভইরা যাইবো!! কেক-পেপসি খা্ওয়া ব্যাটা, জলদি!!! 😡 😡 😡


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  2. আমিন (১৯৯৬-২০০২)

    কমেন্টানোর্লাইগাপিসির্সাম্নেবইসা অভিনন্দন মাস্টাররে। 😀 😀 (আবারো ফাঁকিবাজি কমেন্ট)।
    @হাঁসের বাচ্চা সতর্কীকরণ : তোর রুমের আশেপাশে খুশির চোটে প্রোফাইল পিকচারটা লাগাইস না কিন্তু !!!

    জবাব দিন
  3. আন্দালিব (৯৬-০২)

    ফেসবুকে যেমনে স্ট্যাটাসে কমেন্ট পড়তেছে তাতে আমি নোটিফিকেশনের জ্বালায় অস্থির হয়ে গেলাম!

    হাঁসের ছানার চাকুরি ভালো চলুক। এই সুযোগে আমাদের কেক ও কুক খাওয়ার ব্যবস্থা হউক। আমিন! (তোরে ডাকি নাই)

    ইস্টার্নের ক্যাম্পাসটা কোথায়? শরম্নাপাইয়াজানাও।

    জবাব দিন
  4. মাহমুদ (১৯৯০-৯৬)

    অভিনন্দন তুহিন! আর পেশাগত আঁতেল সমাজে স্বাগতম।

    অফটপিকঃ ইষ্টার্নে সমাজবিজ্ঞান পড়ায় ফারজানা আমার ঢাবি'র ক্লাসমেট আর ফারহিদা জুনিয়র।


    There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx

    জবাব দিন
  5. শিক্ষক হবার মন চায়...........ঐ টা না হলেও চলবে, কিন্তু সাম্নের ফল এ উত্তর আমেরিকা যাইতে চাওয়ার আশাটাই যেন পূরণ হয়,তার জন্যে দোয়া প্রার্থী...........................সবাই মন খুলে দোয়া শুরু করেন.......... O:-) O:-)

    জবাব দিন
  6. আহমদ (৮৮-৯৪)
    মুখ প্রথম চুম্বনপ্রাপ্ত অষ্টাদশী তরুণীর লাজুক মুখের চাইতেও লাল কইরা তুহিন উত্তর দিল-”ভাই,আমি আইজকা চাকরি পাইছি-ইস্টার্ণ ইউনিভার্সিটির ট্রিপল-ই ডিপার্টমেন্টের লেকচারার হিসেবে।বউ পালতে কুনো সমিস্যা হৈবোনা

    @ মাসরুফঃ কেমুন কেমুন জানি গন্ধ পাইলাম মনে হয়।

    @ তুহিনঃ অভিনন্দন। যাক আমার লাইনের আরেকটা পাওয়া গেল। (অঃটঃ ২০ বছর মাষ্টারি করার পরে নাকি কোর্টে স্বাক্ষী নেয় না। সাবধানে থাইকো)


    চ্যারিটি বিগিনস এট হোম

    জবাব দিন
  7. সামীউর (৯৭-০৩)
    একটু আগে আমাকে সে ফোন কইরা বলে-মাসরুফ ভাই,আপনের কাছে করাত আছে? আমি তো হতবাক! 😮 ব্যাটার কি মাথায় মাল উঠছে নাকি-ভর দুপুরে
    বউ পালার চেয়ে হাতি পালা যে কম খরচের সেইটা জানোস?
    মুখ প্রথম চুম্বনপ্রাপ্ত অষ্টাদশী তরুণীর লাজুক মুখের চাইতেও লাল কইরা তুহিন উত্তর দিল

    প্রশ্ন ১-তোর মাথায় মাল উঠলে কি করাত ব্যবহার করিস?
    প্রশ্ন ২-তোরে পালতে যে তোর বাপ -মার হাতি পালার চাইতেও বেশি খরচ হয় তুই নিজে কি সেটা জানোস?
    প্রশ্ন ৩- তুই ফোনে হাঁসের বাচ্ছার রক্তিম বদন টা দেখলি কেমনে?
    মাস্ফু
    উত্তর গুলা কাগজে লেইখা কাইয়ুম ভাই এর কাছ থেকে উত্তরপত্র সত্যায়িত কইরা কামরুল ভাই এর লগে দেখা করিস।

    জবাব দিন
  8. ইউসুফ (১৯৮৩-৮৯)

    অভিনন্দন হাঁসের ছানা!
    আমাকে কিছু খাওয়াতে হবে না (যশোরে থেকে খাওয়া দাওয়ার আশা করাই বৃথা).

    এডজুটেন্ট এর তরফ থেকে তোমার এই সুসংবাদের জন্য পেন্ডিং ৫ টা ইডি মাফ. বাকি ২৫ টা ঠিকমত কইরা যাইও.

    মাসরুফ, সামীউর এর প্রশ্নগুলার জবাব দাও. না পারলে তুহিন এর ২৫ টার ১০ টা শেয়ার কর.

    জবাব দিন
  9. আহ্সান (৮৮-৯৪)

    হংস শাবক যখন আমাকে ফোন করেছে তখন মি যে কি পরিমাণে খুশী হয়েছি তা বলে বোঝাতে পারবোনা...। আমি তখন শ্রীমঙ্গলের শীতে ঠক ঠক কইরা কাপ্তাছিলাম। কিন্তু খবরটা শুইনা শীত-কাপুনি সব উধাও হয়ে গেছিলো...। জীবনের এত্ত বড় একটা খুশীর খবরে পোলাডা আমারে মনে রাখছে এবং ফোন করছে এইডা মনে হইতেই একটু ইমোশনালও হইছিলাম। কেন যে পোলাপাইনগুলা এত্ত ভালা... ধুর জ্বালা...আবারো ইমোশনাল হইয়া যাইতেছি...
    মাস্ফ্যু,
    ধন্যবাদ তোকে সাফল্যের খবরটা সবার সামনে তুলে ধরার জন্য।

    জবাব দিন
  10. আরে দোস্ত, তুই কি জানিস আমার বর্ত্মান অবস্থা? বাসায় থাকি আমরা চারজন, একটা আইইউটি তে, একটা স্ট্যাম্ফোর্ড এ, আর মোস্তফা তো কাল বিইউবিটি তে ঢুক্লো..........সামনে প্রাইম আর গ্রীন আছে,দোয়া কর দোস্ত............না হইলে বাসায় থাকা যাবে না........... 😀

    জবাব দিন

মওন্তব্য করুন : কুচ্ছিত হাঁসের ছানা (৯৯-০৫)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।