ফয়েজীয় ভঙ্গিমায় বাড্ডে পোস্ট…

প্রিয় ভাইবোনেরা,

আমি জানি যে এই ব্লগে যে কোন পোস্ট দেওয়ামাত্র আপনারা শেষ লাইন পড়ে ফেলেন-তাই এইবার আর কোনো ধানাই পানাই নাই-আগেই স্বীকার করে নিচ্ছি ইহা একটি আদি অকৃত্রিম জন্মদিনের পোস্ট। মাস্টার্স পরীক্ষা,বিসিএস গতটার(২৮তম) অনিশ্চয়তা এবং পরবর্তীটার(২৯তম) রিটেনের প্রস্তুতির কারণে এই অধম বড়ই মাইনকা চিপায় আছে। বন্ধুবর সোনিয়া(মগকক-১৯তম) এটা নিয়ে কমেন্টে ঝাড়িও দিয়েছে-বিশ্ব জন্মদিন দিবসে জেপির (জন্মদিন প্রিফেক্টের) কুনো পোস্ট নাই কেনু?

এই পোস্ট লেখা নিয়া কে কে কি অজুহাত দি্যেছে সেইগুলা একটু তুলে ধরিঃ

রকিব-ইয়ে মাস্ফ্যুদা, আমার একটু পরে পরীক্ষা-লাইব্রেরিতে বইসা পড়তেছি।পিলিজ কষ্ট কৈরা পোস্টটা নামায় ফ্যালেন-আপনেরে কোলকাতা কফি হাউসে আফগানী চিকেন খাওয়ামু…(অফলাইন)

(আমি দিব্যি অনুভব করতে পারলাম বদমাইশটা তার পাশে বসা কানাডীয় স্বর্ণকেশী্কে “আসো তুমারে চা আইনা দেই” বলে কোথায় জানি নিয়ে গেল।নাহ,পোলাপাইন বড় হয়ে গেছে…)

কামরুল ভাই– ওই হারামী আছোস?(কামরুল ভাই লাস্ট কবে আমাকে আমার নাম ধরে ডেকেছেন ভুলে গেছি :(( ) শুন তোরে দুইটা লিঙ্ক দেই ওই দুইটা পইড়া একটা পোস্ট লিখবি, খবরদার উলটাপালটা করবিনা কইতাছি x-(

এইবার শুনেন সবচেয়ে মিজাজ বিলা করা কেসঃ

জিহাদ-মাসরুফ ভাই আছেন?(কামরুল ভাই ঝাড়ি দেবার পরপর জুনিয়রের আদব কায়দা মিশ্রিত ডাক শুনে ভালই লাগল)
আমি-হ,আছি।কাহিনী কি কইয়া ফালা-বাই দা ওয়ে,সকালে আমার একজাম খবরদার এখন পোস্ট লিখতে কবিনা…
জিহাদ-ইয়ে মানে,ঠিক তা না…মানে…
আমি-মানে মানে করছ ক্যান? *** তে এমুন লাত্থি দিমু…
জিহাদ-না মানে…ইয়ে…আপনের স্ট্যাটাসে লিখা দেখলাম লুলাবাই,এইডা কি কোন লুলা নর্তকীর নাম?
আমি-আরে বেকুব এইডা হইল জন ডেনভারের গানের লাইন, Colorado Rockey Mountain high…the shadows from starlight is softer than a lulabye…লুলাবাই কোন নর্তকীর নাম না,এর মানে হইল গিয়া বাচ্চাগো ঘুমপাড়ানি গান…
জিহাদ-(এক্কেবারে বিনয়ে গদগদ সালামের ইমো দিয়ে) বস কনগ্র্যাটস, :just: ফেরেন্ড থিকা কি এক ধাপ এগিয়ে গেলেন নাকি??? আমরা কি চাচা হয়া গেছি???
আমি– শালার ভাই,আইজ তোর একদিন কি আমার একদিন…খাড়া হুনাইন হাউসের সাকিব ভাইয়ের দেয়া রাবারের চাবুক দিয়া যুদি তোর পিঠের ছাল আমি না তুলছি…বেটা **@#@৳#…(মনে মনে,ছাপার অযোগ্য)
জিহাদ-বস আমার কালকে সকালে বাইরাইতে হইব,স্ক্রু দিয়া কম্পিউটারের জিনিসপাত্তি আলগা করুম এখন…মাইর পরে দিয়েন…(সকালে বের হওয়ার সাথে স্ক্রু দিয়ে কম্পিউটার খোলার কি সম্পর্ক এখনো বুঝতে পারছিনা…টেকি কেউ হেল্প করবেন কি?)

রাগে গজগজ করতে করতে আমি ভাবছিলাম,আমার প্রিয় জন ডেনভারের গানের লিরিকসকে নর্তকীর নাম বলে চালিয়ে দেওয়া জিহাদ ছাড়া আর কারো পক্ষে সম্ভব কিনা…

হঠাৎ মনে পড়ল,আরে!!!!!!”লুলাবাই” আমার দরকার না পড়লেও তো মনে হয় এই ভদ্রলোকের খুবই কাজে লাগে!

এই তো,মাত্র ক’দিন আগেই ফুটফুটে এক কন্যাসন্তানের জনক হয়েছেন মাইক্রোসফটের মত জায়গায় সদর্পে বিচরণ করা এই লোকটি। আজ তাঁর জন্মদিন। সিসিবির কঠোর সময়ে কোনমতেই নাম না প্রকাশের শর্তে ডমেইন কেনার পুরো টাকাটা পেট পাতলা রায়হান আর কামরুল ভাইয়ের কাছে দিয়ে “সিসিবির দাতাকর্ণ” উপাধি পাওয়া এই লোকটা, এতক্ষণে বুঝে গেছেন নিশ্চয়ই, প্রাপ্তবয়স্ক মরতুজা ভাই!

চলুন, প্রথমে আমাদের রাইহা মামনির জন্যে একগুচ্ছ ঘুমপাড়ানি গান গাই।

তারপর এই দুইটা (১) (২) লেখা পড়ে আসি।

তারপর কচিকাঁচার সিরিজের পরবর্তী পর্বের দাবীতে তীব্র আন্দোলন গড়ে তুলে সমস্বরে চেঁচিয়ে বলি- হ্যাপী বাড্ডে মরতুজা ভাই!

২,৯১৮ বার দেখা হয়েছে

৫১ টি মন্তব্য : “ফয়েজীয় ভঙ্গিমায় বাড্ডে পোস্ট…”

  1. কামরুল হাসান (৯৪-০০)

    মরতুজা ভাই
    নতুন চাকরি খুঁজেন।
    আপনার কাছে যেই পরিমাণ খাওয়া পাওনা হইছে, ক্ষুদ্র-নরম চাকরিতে আর পোষাইতে পারবেন না।
    কমপক্ষে ১ মিলিয়ন ডলারের মিষ্টিই তো খাওয়াইতে হবে।

    শুভ জন্মদিন।
    দেশে আসেন, দুই ভাই একলগে তিন প্রহরের বিল দেখতে যামু।


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন
  2. জুনায়েদ কবীর (৯৫-০১)

    কচিকাঁচার সিরিজের পরবর্তী পর্বের দাবীতে তীব্র আন্দোলন গড়ে তুলে সমস্বরে চেঁচিয়ে বলি- হ্যাপী বাড্ডে মরতুজা ভাই... :party:


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
  3. মরতুজা (৯১-৯৭)

    ধানাই পানাই না কইরা আমিও স্বীকার যাই, এই পোস্টের জইন্য আমিও কিঞ্চিত লুলায়িত ছিলাম। আমি তো ভাবতেছিলাম, যে হারে হারাইয়া যাইতাছি (খালি পড়া হয়, মাগার লেখা হয় না) কয়দিন পরে তো কিছু লিখলে লোকজনরে মনে করাইয়া দিতে হইব। মাসরুফকে অনেক ধন্যবাদ কস্ট করে লেখার জন্য। তোমরা আছ বইলাই তো অহনো লুকজন কিছু দাম দেয় 😀 ।

    দোষ তো আমারই। মেয়ের জন্য রাতে ঘুম হারাম, আর বছর শেষে এসে .NET4 রিলিজের কাজ শেষ করেও শান্তি নাই। আগের গ্রুপের কাজ ধরায়া দিছে। কই একটু আরাম কইরা ব্লগ পড়ুম তার উপায় নাই।

    তারপরও সবাইকে অনেক ধন্যবাদ। আর কালকের পিকনিকের জন্য খালি বদদুয়া দিলাম যাতে সবার পেট খারাপ হয় 😛 ।

    আর কামরুল, বিলে গেলে লগে নায়িকা কিন্তু থাকন চাই। আর দোয়া কইর, যাতে দেশে তাড়াতাড়ি আইবার পারি।

    জবাব দিন
  4. রকিব (০১-০৭)

    খালি খালি আমার নামে অপবাদ দিলেন। আমি সত্যিই ব্যাপক মনোযোগ সহকারে অধ্যয়ন করতেছিলাম। স্বর্ণকেশী পাশে বসে থাকলেও পাত্তা দেয় নাই আমারে। 😕

    শুভ জন্মদিন মরতুজা ভাইয়া। কেক কুক পাঠায় দিলে ভালো হইতো।


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন
  5. ফয়েজ (৮৭-৯৩)

    শুভ জন্মদিন মরতুজা, অনেক বড় হও ......... 🙂

    (বাকীটা চাইপা গেলাম, পুরা কইলে প্রবলেম আছে, মরতুজা বইলা কথা, হইয়াও যাইতে পারে) 😀


    পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না

    জবাব দিন
  6. মিশেল (৯৪-০০)

    শুভ জন্মদিন মর্তুজা ভাই। :party: :party: :party:
    দিনটার অনেক অনেক সুখী প্রত্যাগমন হোক। (many many happy returns of the day আর কি।)

    ভাবীকে আমার সালাম আর পিচ্চিটাকে অনেক অনেক আদর দিবেন। 🙂

    জবাব দিন
  7. মরতুজা (৯১-৯৭)

    সবাইকে আবার অনেক ধন্যবাদ। গতকাল দারুন কেটেছে কিনা তা বলতে পারব না। পরের পোস্টে জানাচ্ছি কেমন গেল আমার জন্মদিন।

    আর ধন্যবাদ সিসিবিকে আমাকে এতটা অন্যকে মনে করিয়ে দেবার জন্য। এই জন্যই বোধহয় বারবার সিসিবিতে ফিরে আসি।

    জবাব দিন

মওন্তব্য করুন : তানভীর (৯৪-০০)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।