অভিনন্দন পোস্টঃ নরকবাসীর স্বর্গসম সাফল্য

এই ব্লগের নীলপদ্ম আমার খুব প্রিয় একজন বড়ভাই।আমার মতই খুলনায় বাড়ি এই মানুষটিকে আমি খুবই ভালা পাই।আর নরকবাস ১,২ পড়ার পর লেখক হিসেবে উনার বলিষ্ঠতা সম্পর্কে মোটামুটি আমরা সবাই নিঃসন্দেহ।কিন্তু সমস্যা হইল উনার এত্ত ভাল লেখার ফলে আমরা যারা পাতি ব্লগার তারা অতীব হিংসায় হিংসিত হয়ে কিভাবে উনাকে একটু “বাটে” ফেলা যায় সেই সুযোগ খুঁজছিলাম।”বান্দা যা চায় আল্লাহ তাকে তা দেন” এই অমোঘ বানী প্রমান করতে সেই সুযোগ মিলেও গেল।নিচের সংবাদটা দেখুনঃ

পুলিশ সপ্তাহ-২০০৮ উপলক্ষ্যে ২০০৭ সালে পুলিশ ও র‌্যাবের বিভিন্ন ইউনিটের মধ্যে আইন-শৃংখলা রক্ষার বিভিন্ন বিভাগে প্রতিযোগীতায় সাফল্যের পুরস্কার বিতরণ এবং ২০০৭ সালে ব্যক্তিগত প্রশংসনীয় ভালো কাজের স্বীকৃতী স্বরুপ বাংলাদেশের পুলিশের আইজিপি পুলিশ ও ৠাবের ৬৮ জন সদস্যকে আইজিপির এক্সম্পেলারী গুড ব্যাজ প্রদান করেন

আইজিপির এক্সম্পেলারী গুড ব্যাজ প্রাপ্ত ১৭ জন র‌্যাব সদস্যরা হলেনঃ

ক্যাটাগরী এ

(১) লেঃ কমান্ডার মোগাম্মদ মাহতাব আলী, (ই), বিএন, র‌্যাব-১১, নারায়নগঞ্জ।
(২) ক্যাপ্টেন সৈয়দ মোঃ আস-সাজিদ, র‌্যাব-২, ঢাকা।
(৩) ফ্লাঃ লেঃ মোল্লা মোহাম্মদ তৌহিদুল ইসলাম, জিডি(পি), র‌্যাব-১, ঢাকা।
(৪) ক্যাপ্টেন আ ন ম ফয়সাল, র‌্যাব-৬, খুলনা।
(৫) লেঃ এম আল আমিন মজুমদার, (এক্স), বিএন, র‌্যাব-৯, সিলেট।
(৬) লেঃ এম আল আমিন মজুমদার, (এক্স), বিএন, র‌্যাব-৯, সিলেট।
(৭) লেঃ খন্দকার আল মঈন, (এক্স), বিএন, ইন্টেলিজেন্স উইং, র‌্যাব ফোর্সেস সদর দপ্তর, ঢাকা……(তালিকা অসমাপ্ত)

এত দারুন একটা খবর আমাদের কাছে লুকিয়ে রেখে সিসিবির সদস্যদের প্রীতিভোজ থেকে বঞ্চিত করার যে ব্যর্থ উদ্যেগ
নীলপদ্ম ভাই নিয়েছিলেন,আপনাদের প্রিয় ব্লগার খাদক মাস্ফ্যুর শার্লক হোমসীয় কায়দায় তদন্তে তা এবার জনসমক্ষে ফাঁস হল।

আমাদের সিসিবির একজন সদস্যের এই সাফল্যে আমি অত্যন্ত গর্বিত বোধ করছি। আর মিশন থেকে দেশে আসার পর সাফল্য অর্জনকারী সেই সদস্য সিসিবির বাকি সদস্যদেরকে র‌্যাডিসনে না শেরাটনে খাওয়াবেন সেটা ঠিক করার ভার সবিনয়ে সিসিবির বাকী গুনী সদস্য-সদস্যাদের হাতে ছেড়ে দিচ্ছি :gulli2: :gulli2:

২,২০৬ বার দেখা হয়েছে

৩৫ টি মন্তব্য : “অভিনন্দন পোস্টঃ নরকবাসীর স্বর্গসম সাফল্য”

মওন্তব্য করুন : আদনান (১৯৯৪-২০০০)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।