আমার বিসিএসঃ কবীর ভাইয়ের বিপ্রতীপ গল্প

পড়াশুনা কইরা কে কবে দুইন্নায় কি করছে?লাস্ট ৯ মাস রেগুলার দিনে অন্তত ১০ ঘন্টা পড়াশুনা করসি-এই বিসিএস কোয়ালিফাই করলে আব্বার আগে সিভিল সার্ভিসে ঢুকতে পারুম,জীবনে কোনদিন আব্বা আম্মারে তো খুশি করতে পারিনাই এইটা একটা চান্স ইত্যাদি ইত্যাদি… এই আশায়।কোচিং থিকা শুরু কইরা মডেল টেস্ট কিচ্ছু বাদ রাখিনাই-যেহেতু আমার বয়স কম আর পরীক্ষা দিতে হইতেছে ইয়া বয়স্ক মানুষদের সাথে-ভাল করার একটা তাগিদও ছিল।শুধু এই পরীক্ষা ধরার জুন্যে লাস্ট দুই সেমিস্টারের পড়া একসাথে নিয়া এন এস ইউ রেকর্ড টাইপ প্রেশার নিছি(এক সেমিস্টারে ২১ ক্রেডিট)।আর এইটা করতে গিয়া ডিপার্ট্মেন্টে দৌড়াদৌড়ির কথা আর নাই কইলাম।প্রশ্ন যে কঠিন হইছিল এইটাও কওয়া যাইবোনা-হালকা ট্রিকি আর এক্টু আনকনভেনশনাল ছিল বড়জোর।

নেগেটিভ মার্কিং এর ভয়ে উত্তর দিছি মাত্র ৫৭টা আর তার মইধ্যে ৪ টা ভুল।কাইটা কুইটা থাকে ৫১।আজকে বিকালে কামরুল ভাইয়ের ওইখানে শুনি যে একটা প্রশ্নের উত্তর কোনোটাই নাই অপশনে-ধইরা রাখলাম সেইটাও যাইব।তাইলে হইল ৪৯ দশমিক ৫।এতেই শেষ না,দুইটা উত্তর আমি জানি কিন্তু ভুলে গ এর জায়গায় ক এর গোল্লায় চারপাশে দাগ দিছি, পরে শেষ মুহূর্তে সঠিকটা পুরা ভরাট করছি। যেহেতু গোল্লার খালি আউটলাইন সার্কেল করছি,ভিতরের অক্ষর দেখা যায়, তাই আশা করতেছি যে কম্পিউটার ঠিক উত্তরটাই নিবে।যদি না নেয় তাইলে আরো কাটাকুটি হইয়া নাম্বার হইবো ৪৬দশমিক ৫ আউট অফ হান্ড্রেড।নিজের কাছে আমার যেই প্রশ্নের কোন উত্তর দিতে পারতেছিনা সেইটা হইল-এই ৪৬ দশমিক ৫ কারেক্ট করার জন্য কি গত নয় মাস পড়াশুনার কোন দরকার ছিল?প্রিলিতে টিকুম সেই সম্ভাবনা খুবই কম-যেই পোলা ১০০ তে ৫০ এর নিচে কারেক্ট করে তার প্রিলিতে টিকার কতটুকু যোগ্যতা আছে সেইটা বলা মুশকিল-গাধা যতই খাটুক সে গাধাই থাকে, কোনদিন ঘোড়া হয়না।

আমার পরিচিত অন্তত ৩ জন যারা দিনে ১০ ঘন্টা না সব মিলায়া ১০ ঘন্টা পড়ছে কিনা সন্দেহ-ঠান্ডা মাথায় পরীক্ষা দিয়া ৬০ পেলাস কারেক্ট কইরা আইছে বইলা শুনলাম।

আমি দোয়া করি কবীর ভাই যেন সফল হন।আমি যেই গাধা সেই গাধাই রয়া যামু-উন্নতির সম্ভাবনা খুবই ক্ষীন।

ভাইজানেরা পারলে আমি যেই প্রশ্নের উত্তর মিলাইতে পারতেছিনা নিজের কাছে একটু সাহায্য কইরেন।আপাতত পড়াশুনা ছাইড়া দেওয়ার সিদ্ধান্ত নিছি-টিচিং এসিস্টেন্ট হিসেবেই কাটামু কিছুদিন।

সালাম সবাইরে।

৪,৫৩৮ বার দেখা হয়েছে

৬৬ টি মন্তব্য : “আমার বিসিএসঃ কবীর ভাইয়ের বিপ্রতীপ গল্প”

  1. এই পোলারে নিয়া তো ভালো সমস্যায় পড়লাম। ~x( বিকালে এতো কইরা বুঝাইয়া দিলাম যে আমার চেনাজানা সবারই পরীক্ষা খারাপ হইছে। এতো যে মন খারাপ করিস না। প্রিলিতে হয়ে যেতে পারে। :clap: :clap:

    আর এবার না হলে কি হইছে। পরের বার হবে। 😀

    পরীক্ষা একটু খারাপ হইলে মন খারাপ করবে সিভিল পোলাপাইন, ক্যাডেটরা তো বাই বর্ন এক্সাম-প্রুফ। 😉 😉

    কয়দিন রেস্ট নে। সিসিবির জন্য ধুমাইয়া কিছু লেখা দে। আর আর.জে ম্যামের টি.এ শীপ কর 😉 😉 । আমার বাসায় আইসা আড্ডা দে। দেখবি সব ঠিক হইয়া যাবে। 😀

    এর পরে বিসিএস নিয়া আফসোস কইরা কোন পোস্ট বা কমেন্ট দেখলে আমি কিন্তু লগে লগে তোরে ব্যান করুম। x-( x-(

    জবাব দিন
  2. সায়েদ (১৯৯২-১৯৯৮)
    গাধা যতই খাটুক সে গাধাই থাকে, কোনদিন ঘোড়া হয়না।

    আমি তো জানতাম পিডাইলে গাধা ঘোড়া হয়।
    কেউ কি পোলাডারে মৃদুমন্দ :chup: (পাঙ্গাইলেও হইতে পারে) দিয়া দেখবেন 😛 ।


    Life is Mad.

    জবাব দিন
  3. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

    দাড়া, মাস্ফ্যুরে আমি পাঙ্গাইতাছি। x-(
    কিরে, পান্থপথে আইসা আওয়াজ দেসনাই ক্যান x-(
    নেক্সট্ টাইম :frontroll: দিতে দিতে ঢুকবি এই রোডে x-(
    আর বিসিএস চ্যাপ্টার আপাততঃ বন্। আরজেএফ ম্যাম নিয়া পারলে একটা পোস্ট দিয়া দিস 😉


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন
  4. মুসতাকীম (২০০২-২০০৮)

    মাসরুফ ভাই টেনশন নিয়েন না। ইনশাল্লাহ হয়ে যাবে 🙂


    "আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"

    জবাব দিন
  5. তাইফুর (৯২-৯৮)

    মাস্ফু, তোর যে হবে এতে কুন ডাউট নাই। তাই কইতাছি ...
    খিয়াল কইরা, খুব খিয়াল কইরা
    এত গল্প দেওয়ার পর চান্স পাইলে কিন্তু 'ভাব' মারার ওষুধ 'কম্বল-গণ' খাবি


    পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
    মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥

    জবাব দিন
  6. জুনায়েদ কবীর (৯৫-০১)

    মাসরুফ মন খারাপ করো না...এবারের প্রশ্নের যে প্যাটার্ন, তাতে পড়ে কোন লাভ হবার কথা না...সুতরাং বুঝতেই পারছ তোমার কোন গাফিলতি নাই...ইনশাল্লাহ্‌ হয়ে যাবে...


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
  7. তানভীর (৯৪-০০)

    মাসরুফ, আমি যাদের সাথে কথা বলেছি সবাই বলেছে খারাপ হয়েছে। সুতরাং এতোটা হতাশ হইওনা। আমার মনে হয় এইবার প্রশ্নই কঠিন হয়েছে।

    ক্যাডেটরা মরার আগে কখনো মরে না!

    জবাব দিন
  8. রেজওয়ান (৯৯-০৫)

    ব্যাপপার না।
    রেজাল্ট কথা বলবে। B-)
    পকেট রেডি রাখেন।
    কুনু চিন্তা নাই......
    অফ টপিক,

    আমি আরজেএফ ম্যামের টিচিং এসিস্টেন্ট হপো

    কিন্তু উনি কেঠা......???? কেউ কি বুঝায়া দিবেন নি...???

    জবাব দিন
  9. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    পোস্ট শুরু হইলো বিসিএস দিয়া আর কমেন্ট হইতাছে নসুর ম্যাডাম নিয়া। মাস্ফু তোমার সমস্যা আসলে কোনটা??

    :gulli2: :gulli2: :gulli2:


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  10. আন্দালিব (৯৬-০২)

    মাসরুফ, তোমাকে সান্ত্বনা দিবো না। ঐটা তাদের দরকার যারা মানসিকভাবে দুর্বল। তবে তুমি যে টেনশনে পড়ে পোস্টাইছো সেটা বুঝতেছি।টেনশন কাটানোে সেরা উপায় হলো মনকে ডাইভার্ট করে ফেলা। এহেন আরজেএফ ম্যাডাম সেখানে ভালো নিরাময়। আরো ভালো হয় নিজের সম বা কমবয়সী কোন মেয়ে (অলরেডি থেকে থাকলে সে)-কে নিয়ে কিছুটা সময় কাটাও। বাস্তবে অথবা অবাস্তবে। যেটাই করো, হাসিখুশি থাকো। দেখবা টেনশন দূর! 🙂

    জবাব দিন
  11. আরো ভালো হয় নিজের সম বা কমবয়সী কোন মেয়ে (অলরেডি থেকে থাকলে সে)-কে নিয়ে কিছুটা সময় কাটাও।

    সময় কাটাইতে পারি কিন্তু তাতে যুদি দেশের জনসংখ্যা বৃদ্ধি পায়া যায় তাইলে? 😛

    জবাব দিন

মওন্তব্য করুন : মাসরুফ (১৯৯৭-২০০৩)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।