অতঃপর ব্লগর ব্লগরে……

আমি এই ব্লগে কনিস্ঠতম সদস্য না হলেও নিশ্চিত ভাবেই কনিস্ঠতম ব্লগার, অন্তত আগামী ৫-১০ মিনিট তো অবশ্যই।অতঃপর ৪ মাস ১০ দিন বয়সে (ব্লগে) এসে সাহস হলো ব্লগে একটি লেখা লিখার।অনেক দিন ধরেই ভাবছি একটি লেখা দিব কিন্তু বড় ভাই-বোনেরা তো অবশ্যই কলেজে থাকা পিচ্চি পোলা-পানেরাও এতো ভালো লেখা লিখতেছে যে আর সাহসেই কুলোতে পারছিলাম না।আজ ভাবলাম আর কাহাতক সহ্য করা যায়….. ~x( এইবার কিছু একটা করা দরকার।কিন্তু কি করব ??????লেখার হাত এতোই বাজে যে আমারে দিয়ে কিসসু লিখানোর চেয়ে আশরাফুল রে জাতীয় দলে ধারাবাহিক ভাবে রান করানো বা প্রতি ম্যচে century করানো সহজ…….. ;;; কিন্তু আজ পণ করেছি লিখবই লিখব।আর কতো সবার লেখায় comment করে বিরক্তি উতপাদন করা যায়….সারাজীবনে wall magazine এও এক লাইন নিজে থেকে লিখি নাই (copy-paste তো করছিই,মাঝে মাঝে junior এর টাও নিজের নামে চালাই দিছি…..) আর আজ লিখতেছি ব্লগে।এইখানে লিখতে আইসা বুঝতে পারলাম খাতা-কলমে তো লিখতে পারিই না,গত ২বছর ধরে computer নামক এই যন্ত্রটা ব্যবহার করার পরেও আমি এতে games খেলা ছাড়া অন্য কিসসু পারিনা। আমি এই ২ লাইন লিখতে আমার ৩ টা key-board ভাইংগা যাওয়ার সম্ভাবনা আছে।এই ২/৪ লাইন লিখতেই কখন যে ৫টা B&H একের পর এক ধরাইয়া ফালাইছি টেরই পাই নাই (senior ভাই-বোনেরা পিলিজ mind খাইয়েন না,ছোটরা আগের লাইনটা পড়বা না) :shy: কাল exam কিন্তু গত এই লেখা লিখার আগে গত ৬ ঘন্টা ধরে না পড়া পুরান ব্লগ এর আধাগুলাই পইড়া ফালাইছি।আর লিখতেছি ৪০-৪৫ মিনিট ধইরা…..বহুত তো লিখলাম আর কতো……না আর কিছু আসতেছে না।থাক এই T-20র যুগে দ্রাবিড়ীয় স্টাইলে টেস্ট খেইলা আপনাগো বিরক্ত না কইরা আশরাফুলের মতো তাড়াতাড়ী ভাগি নাইলে কে যে কখন মাথায় বাড়ি দিবো আল্লাহ মালুম :chup: টেনশন লইয়েন না,আবার দেখা হইব 😛

পুনঃশ্চঃ অনেকেই হয়তো এই আজাইরা প্যচাল পইড়া time loss করায় আমারে মারার জন্য খুজতে পারেন……কিন্তু আমার নাম দেইখা কোন কলেজ বা কোন ব্যাচ খুইজা না পাইয়া হয়রান হইয়া যাবেন। 😡 তাই আগে থাইকা কইয়া রাখাই ভালো আমি মামুন,ককর(২০০০-২০০৬)

১,৯৫৬ বার দেখা হয়েছে

২৬ টি মন্তব্য : “অতঃপর ব্লগর ব্লগরে……”

  1. ইফতেখার (৯৫-০১)

    সাহস কত পোলাটার দেখসেন নাকি প্রিন্সিপাল সাব ...

    নতুন আইস্যা দাড়ায় দাড়ায় ক্যালাইতেসে ... জুনিয়র লুকডাউন না করায়া :frontroll: :frontroll: দেয়াইলে বুঝবে ঘটনা কি।

    জবাব দিন
  2. রুম্মান (১৯৯৩-৯৯)

    😀 বালা লিকছুইন।
    বাংলা সাহিত্যে এই পোলার ভালো মার্ক্স পাওয়ার কথা।কোন সাবজেক্ট ছাড়াই ২ পেইজ লিখা ফেলছে!!!


    আমার কি সমস্ত কিছুই হলো ভুল
    ভুল কথা, ভুল সম্মোধন
    ভুল পথ, ভুল বাড়ি, ভুল ঘোরাফেরা
    সারাটা জীবন ভুল চিঠি লেখা হলো শুধু,
    ভুল দরজায় হলো ব্যর্থ করাঘাত
    আমার কেবল হলো সমস্ত জীবন শুধু ভুল বই পড়া ।

    জবাব দিন
  3. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

    সিসিবিতে স্বাগতম মামুন। :clap:
    প্রোফাইল বাংলায় করে দাও। সব বাংলা লেখার মধ্যে লেখকের নামটা ইংরেজিতে ভালো দেখাচ্ছেনা। আর পোস্টেও অপ্রয়োজনীয় ভাবে ইংরেজি শব্দের আধিক্য দেখা যাচ্ছে। আশা করি আগামী লেখা থেকে এটিও খেয়াল রাখবে। 🙂

    শুভ লেখালেখি :thumbup:


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন
  4. রম্যেও তো দেখছি মামুন অসাধারণ।এরপরও লেখার হাত ভালোনা বলাটা একটু বেশিই বিনয় হয়ে গেলনা ব্রাদার?

    প্রতীকি খোঁচাগুলো ভালো হইছে।ইশ, আশরাফুলরে যদি লাইন দুটো দেখানো যাইত!!! 😛

    আমারে দিয়ে কিসসু লিখানোর চেয়ে আশরাফুল রে জাতীয় দলে ধারাবাহিক ভাবে রান করানো বা প্রতি ম্যচে century করানো সহজ…….. ;;;

    জবাব দিন

মওন্তব্য করুন : মাসরুফ (১৯৯৭-২০০৩)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।