লাস ভেগাসের ছবি

ভাই সকল (বোনদের কইতে সাহস হল না),

এই ছবিগুলো আমার এক বাংলাদেশী সিনিয়র ভাইয়ের কথা অনুযায়ী ইহজগতে শয়তানের আখড়া+পরকালে দোজখের স্যাম্পল “লাস ভেগাস” এ গিয়ে তোলা। সেই বড় ভাইয়ের মুক্তহস্ত স্পন্সরে আমরা চার বাংলাদেশী ভদ্রলোক B-) এবং এক ভদ্র মহিলা এক কাফেলায় সমবেত হয়ে বিস্তীর্ণ মরুভূমির বুক চিরে ফাইভ-সিটেড লেক্সাসে করে গিয়েছিলাম শয়তানের আখড়া জিয়ারতে। দুইদিন দুই রাত্রির সেই ভ্রমনের কিছু কিছু স্মৃতি তুলে রেখেছি আমার কাঁচা হাতে মোটামুটি মানের এক ক্যামেরায়। কাজেই, ছবির কোয়ালিটি’র কোন গ্যারান্টি নাই 😛 । ক্যাপসন দিলাম না, যার যার পছন্দ অনুযায়ী কল্পনা করে নেবার পরামর্শ দেওয়া হল। তাইলে আর কথা নয়, দেখা যাক ছবি গুলো।

ও হ্যাঁ, আরেকটা কথা। কয়েকটা ছবি ১৮+। কাজেই, এর থেকে ছোটোরা সময়মত চোখ বন্ধ করে নিবে, নিজ দায়িত্বে।

100_0121

100_00851

100_00891

100_00911

100_0096

100_0104

100_0106

100_0110

100_0155

100_0156

100_0166

100_0171

100_0191

100_0196

100_0199

100_0210

100_0213

100_0217

100_0218

100_0227

100_0229

100_0248

100_0253

100_0263

100_0267

100_0274

২৫ টি মন্তব্য : “লাস ভেগাসের ছবি”

  1. তানভীর (৯৪-০০)

    মাহমুদ ভাই, এই ফটো-ব্লগটার জন্য অনেক ধন্যবাদ। :boss:
    ইয়ে...মানে...ভাইয়া, বলছিলাম কি, মানুষের (পড়ুনঃ মানবীর) ছবি আরো কি দেয়া যেত না? ঐ যে এক চায়নিজ বেটার ছবি আছে যে, ঐরকম আর কি! 😛 😛
    আপনাকে ঝাক্কাস লাগতেছে ভাইয়া! :thumbup: :thumbup:

    জবাব দিন
    • মাহমুদ (১৯৯০-৯৬)

      ছবি আসলে খুব বেশি তুলতে পারি নাই, বড়দের সাথে গেছিলাম বলে (তাই বলে কিন্তু চোখ বন্ধ করে ঘুরিনি 😛 )।

      - এইখান থেকে শিক্ষা নিজে একটা পেয়েছি। জনগনের সাথে শেয়ার করিঃ ভুলেও মুরুব্বি-গোছের কারো সাথে লাস ভেগাস (আর দেশে হলে যাত্রা) দেখতে যেতে নেই :grr: । তাইলে আসল আনন্দের চোদ্দৌ আনাই মাটি... ~x( :((


      There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx

      জবাব দিন
  2. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    মাহমুদ : তুমি তো লাস ভেগাসের বদনাম কইরা দিলা। আমি কুনুদিন যাই নাই। মাগার তুমি এইরকম ছবি দিয়া লাস ভেগাসরে যেইভাবে ভদ্রলোকের শহর বানাইয়া দিলা, যাওয়ার আর চেষ্টা করমু কিনা সন্দেহ!! নাকি তুমি নিজেই ডরাইছো?? :grr: :grr: :grr:


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন

মওন্তব্য করুন : রবিন (৯৪/ককক)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।