আমেরিকার বুনো পশ্চিমে সপ্তাহব্যাপী মোটরযাত্রা

আর ত্রিশ ঘন্টা পর শুরু করবো প্রায় ২৪০০ মাইলের মোটরযাত্রা। লস এঞ্জেলস থেকে বের হয়ে I-15 এবং I-70 ধরে নেভাদা ও ইউতাহ হয়ে ডেনভার (কলোরাডো)। আমেরিকান সোসিওলজিক্যাল এসোসিয়েশনের বার্ষিক সম্মেলনে পেপার প্রেজেন্ট করার (রথ দেখা) উছিলায় একটু ঘোরাঘুরি (কলা বেচা) আর কি…। ডেনভারে দুইদিন অবস্থান করে I-25 এবং I-40 ধরে সান্তা ফে এবং আলবুকুয়ের্ক (নিউ মেক্সিকো) ও গ্র্যান্ড ক্যানিয়ন (এরিজোনা) হয়ে আবার লস এঞ্জেলস। মোট সাত দিনের ভ্রমন।

ডেনভারে পৌঁছার আগে দুই রাত পথে থাকবো, প্রথমে সেন্ট জর্জ (ইউতাহ), তারপর গ্রান্ড জাংশন (কলোরাডো)। ডেনভার থেকে ফেরার পথে আবার দুই রাত পথে, প্রথম রাত আলবাকুয়ের্ক (নিউ মেক্সিকো), পরের রাত ফ্ল্যাগস্টাফ (এরিজোনা)।

ব্লগের ভাই-বোন-সকল, কেউ কোন রকম অভিজ্ঞতা বা তথ্য দিয়ে সাহায্য করতে পারলে অগ্রিম ধন্যবাদ।

১,৫৯০ বার দেখা হয়েছে

১০ টি মন্তব্য : “আমেরিকার বুনো পশ্চিমে সপ্তাহব্যাপী মোটরযাত্রা”

মওন্তব্য করুন : নূপুর কান্তি দাশ (৮৪-৯০)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।