ওয়েষ্ট ইন্ডিজ এইটা কি করলো?

ভোর বেলায় ঘুম ঘুম চোখে বিছানা ছেড়ে নেটে বসলাম ইংল্যান্ডের পরাজয়ের চিপা দিয়া বামে দিয়া চামে বাংলাদেশকে কোয়ার্টার ফাইনালে যাইতে দেখমু………ঘটনার ধারাও সেইদিকেই চলছিল…… শেষ ১০ ওভারে ওয়েষ্ট ইন্ডিজের জয়ের জন্য লাগে মাত্র ২৬/২৭ রান, হাতে ৪ উইকেট। এরপর থেকেই দেখি একে একে সবগুলা আউট হওয়া শুরু করলো!!! 😡 😡

=(( =((

সবগুলার গুষ্টি কিলাই…… x-( x-(

২,০৬৬ বার দেখা হয়েছে

১৯ টি মন্তব্য : “ওয়েষ্ট ইন্ডিজ এইটা কি করলো?”

  1. রুম্মান (১৯৯৩-৯৯)

    আমি মোটামুটি শিওর যে এটা ম্যাচ ফিক্সিং । ওদের বাসে ঢিল মাইরা বিরাট ভুল হইছে ; বোমা মারার দরকার ছিল ।


    আমার কি সমস্ত কিছুই হলো ভুল
    ভুল কথা, ভুল সম্মোধন
    ভুল পথ, ভুল বাড়ি, ভুল ঘোরাফেরা
    সারাটা জীবন ভুল চিঠি লেখা হলো শুধু,
    ভুল দরজায় হলো ব্যর্থ করাঘাত
    আমার কেবল হলো সমস্ত জীবন শুধু ভুল বই পড়া ।

    জবাব দিন
  2. তৌফিক (৯৬-০২)

    আমি আর আমার শ্বশুর প্রাক-বাংলাদেশ যুগ থেকেই ওয়েস্ট ইন্ডিজ করি।আইজকা থাইকা সাপোর্ট অফিসিয়ালি তুইলা নিলাম। আমার দ্বিতীয় প্রিয় দল আর নাই, সবাই অপ্রিয়। বাংলাদেশ ছাড়া।

    জবাব দিন
  3. সাজিদ (১৯৯৩-৯৯)

    আমার মনে হয় যে, ওরা আমাদের সাথে শত্রুতা করতেছে। কারন যেই দেখছে যে ওরা এই ম্যাচে জিতলে বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে যাবে, ওমনি হেরে গেছে। ওদের সুইমিং করে নিজেদের দেশে ফেরত পাঠানো উচিত।


    অভিলাষী মন চন্দ্রে না পাক,
    জ্যোস্নায় পাক সামান্য ঠাঁই,
    কিছুটাতো চাই, কিছুটাতো চাই।

    জবাব দিন
  4. রাশেদ (৯৯-০৫)

    আশা করি বাংলাদেশ সাউথ আফ্রিকার সাথে জিতবে আর ওয়েস্ট ইন্ডিজ ভারতের কাছে গোহারা হারবে, তখন বুঝবে ব্যাটারা আজকে তারা কী সুযোগ হারাইল


    মানুষ তার স্বপ্নের সমান বড়

    জবাব দিন

মওন্তব্য করুন : তাইফুর (৯২-৯৮)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।