আমার যতো কষ্ট

গত দুই সপ্তাহ ধরে একটা ক্লাসে পড়াইতাছে প্রশ্নের গঠন কিভাবে বিশেষ উত্তর প্রদানের ‘পথ ঠিক’ করে দেয় (রেফ দিতে পারিনা বলে কিছু প্রয়োজনীয় শব্দ বাদ দিতে হচ্ছে :bash: )

ঘটনা শুনতে সামান্য হলেও জাতির জীবনে এর মাযেজা অত্যন্ত গভীর। হুম, খুইল্যা কইতাছি,

ধরেন, বিশেষ করে আমাদের যে সব ভাই ডাক্তারী করেন আর কি, রোগীদের দেখা শেষের দিকে তো বলে থাকেন যে তাদের ‘আরো কোনো সমস্যা আছে কি না’। এই ছোট্টো বিষয়টা নিয়ে আমার এখানে দুই অধ্যাপক নাকি ১২ বছর ধরে গবেষণা করতাছে! (খায়ে আর কাম নাই তো,… আজাইরা :grr: ) । তো, যাই হোক,- সেইদিন ক্লাসে আমাদের পড়াইলো কিভাবে প্রশ্নের গঠন উত্তরকে প্রভাবিত করে।-

তারা ডাক্তার-রোগীর মধ্যে কথোপকথনের উপসংহারের ১২৬টা দৈব-ঘটনা বিশ্লেষন করে যা জানতে পেরেছেন তা হলো এই যে, ডাক্তার যদি সব শেষ প্রশ্নটা করেন “Do you have any other problem?”, তাইলে রোগীরা প্রায় ৮৫% ভাগ বলে আর কোনো সমস্যা নাই। আর ডাক্তার যদি প্রশ্ন করে “Do you have some other problem?”, তাইলে রোগীরা প্রায় ৭০% ভাগ নতুন কিছু সমস্যা থাকার কথা বলে।এই গবেষণার ফল অন্য জায়গায় পরীক্ষা করার জন্য তারা ৪০টা রেস্টুরেন্ট-এ একই পদ্ধতিতে আরেকটা গবেষণা করেন। সেখানে দেখা যায় যে, ওয়েটার যদি সব শেষে খদ্দেরকে জিগায় “Do you want any sweet?”, তাইলে তাদের ৯০% ‘না’ বলে, কিন্তু যদি প্রশ্নটা হয় “Do you want some sweets?”, তাইলে খদ্দেরদের প্রায় ৭৫% ভাগ sweet কেনে।

এই ক্লাসের পর থেকে টানা দুইদিন নিজের মাথার চুল নিজেই ছিড়ে ছিড়ে……… ~x( ~x(
কারন, এখন আমি হুমায়ুন আহমেদের মাইয়া শীলা’র মত ‘পরিস্কার দেখতে পারছি’ কি কি ভুলের কারনে আমার এতদিনেও কুমার-কপালের পোড়াদাগ মুছলনা।-

আমি এসএসসি’র ছুটিতে বাড়ী গিয়ে এক ‘শাপলা’রে ভালা পাইলাম, খুউব :shy: তক্কে তক্কে থেকে একদিন ধরলাম তারে স্কুল থেকে বাড়ি ফেরার পথে। কইলাম, “হেই, তুমি কি আমায় ভালবাসো” (কপিরাইটঃনচিকেতা)। মাইয়া গেরামে থাকলে কি, হেভী চাল্লু আছিল। ঝটপট কয়া দিল, “না” =(( আহা রে! যদি প্রশ্নটা অন্যভাবে করতাম? প্রশ্নের গঠনের মধ্যেই ‘না’ উত্তরটা তৈরী হয়ে ছিল।প্রথমবারে সেই যে কুফা’টা লাগল, তা আজ তিরিশ বছর পার হয়ে গেলেও তা আমাকে ছাড়ল না।

হায় পোড়া কপাল আমার!!!

১,৯৯৮ বার দেখা হয়েছে

২৮ টি মন্তব্য : “আমার যতো কষ্ট”

  1. জুনায়েদ কবীর (৯৫-০১)

    বস, আপ্নে কিন্তু পাজল্টা কিলিয়ার করলেন না... 🙁
    কোন 'শাপলা'কে তাইলে আমরা কি জিগামু???

    হেয়, তুমি আমায় কতটুকু ভালবাসো???

    এইরকম???? :-B


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
    • মাহমুদ (১৯৯০-৯৬)

      সেই সময় আমি যারে জিগাইছিলাম, তারে বছর কয়েক পরে দেখেছি এক বিশাল "ভুরিওয়ালা"র সাথে। রিক্সায় করে যাচ্ছিল। দেখে মনে মনে ভাবছি, 'এইবার হাড়ে হাড়ে বুঝিবে কন্যা তুমি কি হারাইয়াছো'।

      (নিজেরে শান্তনা দিছি র কি...... 😀 😀 )

      জুনা,

      তুমার যে শাপলা'রে ইচ্ছা জিগাওগা। আমি আর নাই এর মধ্যে, আন্ততপক্ষে যতদিন এইখানে আছি ;;;


      There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx

      জবাব দিন
    • মাহমুদ (১৯৯০-৯৬)

      তোমার প্রশ্নটা সঠিকই মনে হচ্ছে। কিন্তু বিফলে আমার কোনো দায় নাই, আগেই কইলাম।


      There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx

      জবাব দিন
  2. নাজমুল (০২-০৮)

    ভাই আপনিতো মিস শাপলাকে ভুল ভাবে প্রস্তাব দিছেন দেইখা হে আপনার কথা শুনেনাই।
    কিন্তু কেউ যদি কিছু কওয়ার আগেই খারাপ কথা শুনাই দে =(( তাহলে কী করতে হবে 🙁
    আপনার লেখাটা খুব ভালো লাগলো :clap:

    জবাব দিন

মওন্তব্য করুন : রেজওয়ান (৯৯-০৫)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।