হাতে খড়ি

জনগন, আজ আমার আশা পূরনের দিন।
আমি জীবনের পয়লা ব্লগে লিখলাম।

নতুন নতুন ভাষা শিখার অনুভূতি পেলাম। কবে কথা বলা শিখেছিলাম মনে নেই। কিন্তু এখন ফিল করছি প্রথম কথা বলতে পারার আনন্দ!

৫,৮৪০ বার দেখা হয়েছে

৭৯ টি মন্তব্য : “হাতে খড়ি”

  1. ফয়েজ (৮৭-৯৩)

    ওই তুমি কোন মাহমুদ? পাংগা টাংগা দিছি নাকি কলেজ লাইফে কোন? কলেজ এক, হাউস এক, কিন্তু চিন্তে পারতেছিনা ক্যান :chup:

    জলদি ট্যাগে রংপুর লাগাও। আরও কিছু জুনিয়র পোলাপাইন আছে, তোমারে চা দিব একটু পর। তুমি টাইট হইয়া বও। কোথাও যাইও না আবার।


    পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না

    জবাব দিন
  2. আহসান আকাশ (৯৬-০২)

    স্বাগতম মাহমুদ ভাই...

    অফটপিকঃ বস, হাত থেকে খড়িটা ফেলে দিয়ে দুইহাত দিয়েই কীবোর্ড ব্যবহার করলে মনে হয় লেকে আরো আরাম পাইতেন।


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  3. মাহমুদ, স্বাগতম।

    টাইট হয়ে বসছ ভাল কথা। কিন্ত চা খেও না। এরা চা খাওয়ানো নিয়ে বড় মুস্কিল করে। আমাকে চা খাওয়াতে যেয়ে যা অবস্থা! শেষে, আলগা পাতি দেয়া চা এবং একটা নস্ট ফ্যানের বিল দিতে হল।

    জবাব দিন
  4. জুনায়েদ কবীর (৯৫-০১)

    বস, আমার নাম জুনায়েদ...আপাতত আমার কোন শখ নাই... 🙁
    শীতকাল যাক, পুকুরে আবার শাপলা 'ফুটুক' তখন কমু নে... 😀

    আপনারে ব্লগে সুস্বাগতম... :salute:


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
  5. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    চেক কইরা নিলাম। দুইদিন ধইরা অনিয়মিত তো! সিসিবির সক্রিয় সিনিয়র মোস্ট সদস্য হিসাবে জুনিয়রদের শুভেচ্ছা জানানোর একটা প্রথা এখানে চালু আছে।

    সুস্বাগতম মাহমুদ। ১০টা :frontroll: দাও তো ভাইয়া।

    ফয়েজ তোমার কলেজের পোলা, তুমিও কাউন্ট করো।


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
    • মাহমুদ, তোমাকে একটা সিক্রেট বলা হয়নি। যদিও এটা এখন ফেইট-একম্প্লি হয়ে গেছে।

      ব্লগে এসেই প্রথমে এর প্রশংসা করতে হয়, সেই সাথে সানাউল্লাহ ভাইয়ের পোস্টে কয়েকটা 'গুল্লি হইছে' টাইপ মন্তব্য। ব্যাস, তোমাকে আর ট্রাডিশনাল ওয়েলকাম করা হবে না। বেঁচে যাবে। আমি এইভাবে বেঁচে গিয়েছিলাম। এখন তো ভাই তুমি ধরা খেয়েছ।

      ধরা যখন খেলেই, তাহলে সানাউল্লাহ ভাইয়ের ১০ টার পরে আমার জন্য ৫টা :frontroll: দিও তো।

      জবাব দিন
    • মাহমুদ (১৯৯০-৯৬)

      ইয়েস স্যার!
      :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll:
      (বাকি গুলা রুমের মধ্যে দিয়া দিছি সানা ভাই, ঈমানে কইলাম...)


      There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx

      জবাব দিন
  6. রকিব (০১-০৭)

    ভাইয়া, আমার নাম রকিব, আমার কোন শখ নাই, খালি মাঝে মাঝে একটু পুকুরের দিকে তাকাই (সিনিয়র থাকলে ফলো করি না।)


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন
  7. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

    মাহমুদ ভাই,
    বস্‌ আপনাকে জুনিয়র সিসিবির ধারা অনুসারে :salute: সহ স্বাগতম।
    লাবলু ভাইয়ের নির্দেশে কিছু পোলাপাইনের বডির সিভিল ওয়াটার ডিস্পোজ করার ফাকে টি ব্রেকে গিয়া ঘুমায়া পড়ছিলাম, তাই ফল ইন এ লেইট 😀
    আর ইয়ে বস্‌ শখের কথা যদি বলেন তবে বলি আর কি, পুকুরের সাথে পাখি আর শাপলার কম্পোজিশন করা :thumbup: :thumbup:


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন
  8. কামরুলতপু (৯৬-০২)

    আরে মাহমুদ ভাইর সাথে আমার পরিচয় হয়নাই। ভাইয়া আমি তপু এখানে দুইটা কামরুল আছে আপাতত (সিনিয়রের নামের পাশে টা লেখার জন্য :frontroll: ) । যেটার পাশে তপু আছে আর দুদিন পর পর বোনের জন্য কান্নাকাটি কইরা পোষ্ট দেয় সেটা হইলাম আমি। আমার কোন শখ নাই। ভাল ছেলে আপনার মত কিনা বুঝতেছিনা কারণ সাকেব ভাই আপনারে কি জানি বলছে।
    স্বাগতম ভাইয়া।

    জবাব দিন

মওন্তব্য করুন : আমিন (১৯৯৬-২০০২)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।